নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

হোটেলে মুরগী খাচ্ছেন ?? খান ..... তবে ভুলেও এগুলো জিজ্ঞেস করবেন না !!!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৪



খদ্দের খেতে খেতে হোটেল মালিককে ....
"বা! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"

হোটেল মালিক ....
"হবেনা কেন স্যার,
পোষা মুর্গি, আর যা খাওয়াই
কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "

"কি ?
মুর্গিকে কাজু কিসমিস?
ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেন না বুঝি ?
দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"

খদ্দের মুর্গির দাম তো দিলোই না,
উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেল।
খদ্দের ছিল ইনকাম ট্যাক্স অফিসার ।

কদিন বাদে ,
আরেকজনও মুরগি খেয়ে খুব খুশি,
"বা! পোষা মুরগি বুঝি ?
তা কি খাওয়ান এদেরকে?"

হোটেল মালিক সাবধান হয়ে গেছেন,
"আজ্ঞে,
ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা,
ওই পোকামাকড়,
আরশোলা এসবই খাওয়াই।"

"কি?
মুরগিকে পোকামাকড় খাওয়ান ?
জানেন আমি
Prevention of cruelty to eatable birds
এর প্রেসিডেন্ট।
মানেকা গান্ধীকে জানালে
আপনার ভিটেয় মুরগির বদলে ঘুঘু চড়বে।"

এবার আরো দু হাজার টাকা গেল।

কদিন বাদে আরেক খদ্দেরের প্রশ্নে ,
হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব,
"একদম বলতে পারবোনা স্যার।
সকালে প্রত্যেক মুরগির হাতে
পাঁচ টাকা করে দিয়ে দিই।
কে কি কিনে খায় জানিনা।"
.
[বিঃদ্রঃ মানেকা গান্ধী ভারতের বিখ্যাত পশুপ্রেমিক ও কেন্দ্রীয় মন্ত্রী]
...সংগৃহীত।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হা...হা....হাহাহা। খুজই মজা পেলাম। তবে কথা হলো, অসৎ লোকের কোনো অবস্থাতেই কোনো শান্তি নাই। এটাই হলো আসল কথা।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৭

শাহিন-৯৯ বলেছেন: এই জোকসটি অনেক আগে এক বিখ্যাত লেখক তিনি পাকিস্থানি আর্মি আর তৎকালীন বাজার দর নিয়ে লিখেছিলেন, আপনি ভিন্ন আঙ্গিয়ে আনলেন ভালই লাগল।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:০০

গেছো দাদা বলেছেন: আমি আগেরটা দেখিনি .... ধন্যবাদ আপনাকে ।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


জোকসটা ১ম বার শুনলাম, ভালো

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জোকসটা দারুণ ছিল।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৭

সৈয়দ তাজুল বলেছেন: মহৎ জোকস। ভাল লাগলো

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: জোকসটা ভালো লাগল।

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৭

দিবা রুমি বলেছেন: বাহ, ভালো লাগার মত জোকস।

কবিতা দিয়ে সৃষ্ট জোকস ভাল লাগলো

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা


=p~ =p~ =p~

ভাল লাগল কৌতুক :)

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :) :P

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: কে.এফ.ছি. এর মত সপে এই চিকেনের এখন ব্যাপক রমরমা। জোকসটি বেশ উপভোগ্য।

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

আকিব হাসান জাভেদ বলেছেন: মুরগী কে তেল খাওয়ানো হয় জানেন হয়তো । কারন রান্নাতে তেল দিতে হয় না । এমনে তেই মুরগীর গ্রিল হয়।সুন্দর জোকস। ভালো লাগলো।

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কালীদাস বলেছেন: =p~ =p~

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: নতুন এবং মজা পেলাম।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভারি মজা পেলাম

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

ইমরান আশফাক বলেছেন: গতানুগতিক জোক এর চেয়ে একটু ভিন্ন উপাদান পাইলাম, ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.