নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রসগোল্লা তো বাংলার! কিন্তু অনলাইনে রসগোল্লা অর্ডার করার হ্যাপাটা জানেন কি, পড়ুন এই জোকস
আজকাল সব কিছুই অনলাইনে বা ফোন করলেই পাওয়া যায়।
সেদিন মিষ্টির দোকানে ফোন করলাম।....... ক্রিং ক্রিং*
"নমস্কার, 'অন লাইন সুইটস'-এ স্বাগত। আপনার সন্দেশ দরকার হলে ১ টিপুন, রসগোল্লা হলে ২ টিপুন, দই লাগলে ৩ টিপুন, ভাজা মিষ্টি লাগলে ৪ টিপুন, অন্য কোন মিষ্টি লাগলে ৫ টিপুন'
আমার রসগোল্লা লাগত, আমি 2 টিপলাম।
- "ধন্যবাদ। নরম পাকের রসগোল্লার জন্য ১ টিপুন, কড়া পাকের জন্যে ২ টিপুন, অন্যান্য প্রকারের জন্যে ৩ টিপুন।
৩ টিপলাম।
- "ধন্যবাদ। বেকড রসগোল্লার জন্য ১ টিপুন, কফি রসগোল্লার জন্যে ২ টিপুন, কেশর রসগোল্লার জন্য ৩ টিপুন, সুগার ফ্রী রসগোল্লার জন্য ৪ টিপুন, স্পঞ্জ রসগোল্লার জন্যে ৫ টিপুন, রাজভোগ রসগোল্লার জন্যে ৬ টিপুন, মূল মেনুতে ফিরে যেতে ৯ টিপুন।
উফফ। কি বিরক্তিকর। টিপলাম ১।
- "ধন্যবাদ। ১০ পিসের জন্য ১ টিপুন, ২০ পিসের জন্য ২ টিপুন, ৩০ পিসের জন্য ৩ টিপুন, ৫০ পিসের জন্য ৪ টিপুন, ১০০ পিসের জন্য ৫ টিপুন।
ভুল করে ৫ টেপা হয়ে গেল। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোনে কেটে দিলাম। পরমুহূর্তে ফোন বেজে উঠল।
....... ক্রিং ক্রিং*। - 'নমস্কার, অমুক সুইটস এ স্বাগত। আপনার মোবাইল থেকে ১০০ পিস রাজভোগ রসগোল্লার অর্ডার এসেছে, আপনার ঠিকানা বলুন।'
- কই, আমি তো অর্ডার দিই নি।
- 'আপনার এই ফোনে থেকে এসেছে, আপনার দাদা বা ভাই কেউ দিয়েছে।'
- আমি ও বললাম আজ্ঞে, আমরা ছয় ভাই। বড় ভাইয়ের জন্য ১ টিপুন, মেজ ভাইয়ের জন্য ২ টিপুন, সেজো ভাইয়ের জন্য ৩ টিপুন, রাঙা ভাইয়ের ...
ফোন টা হঠাৎ কেটে গেল।।
...সংগৃহীত ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: মজার জোকস
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জোক মোটামুটিরকম লাগল
৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
রসায়ন বলেছেন: টিপিক্যাল তবে খারাপ না
৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: আগে পড়েছিলাম...
৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
"টিপাটিপির দিন শেষ। এখন নেটে, ছবি ও বর্ননা দেখে রসের গোল্লা কেনা যায়।"
গুরুর কমেন্টটি এতো ভাল লেগেছে তাই আমিও এই কমেন্ট কপি করলাম।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫০
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা এইটা মজার ছিল
৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩৪
সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... সত্যিই টিপাটিপির দিন শেষ!!!!!!!!!!!!
৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: অনলাইন থেকে যারা কেনা কাটা করে তারা নির্বোধ।
১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল জোকস।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩
হাঙ্গামা বলেছেন:
১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭
শাহ আজিজ বলেছেন: দারুন্স !!
উল্টো ১-৬ ভাইয়ের জন্য নাম্বার চাপতে বলা। ওরা নিশ্চয়ই ফরম্যাট পালটাবে কিন্তু জিপি'র কি হবে????
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মজার জোকস।
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ উপভোগ্য।যদিও জি বাংলাতে ইতিপূর্বে শুনেছি। তবে আজও হেসেছি।
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই বিরক্তিকর!!!!!
জোকস ভাল লাগল
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: টিপাটিপির দিন শেষ। এখন নেটে, ছবি ও বর্ননা দেখে রসের গোল্লা কেনা যায়।