|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওয়েবসাইটটির নাম গুগল। হঠাৎ কোনো জিজ্ঞাসা কিংবা দরকারি যে কোনো তথ্যের জন্য সবার আগে আমাদের মাথায় আসে এই সার্চ ইঞ্জিনটির নাম। কিন্তু, গুগল আমাদের যা জানায় সবই কি সত্যি? তবে গুগল আমাদের এমন অনেক কিছুই জানায়, যা জানতে আমরা অপ্রস্তুত থাকতেই পারি।
শব্দ: ফর্নিয়ের (Fournier)
বিষয়: এই শব্দ দিয়ে সার্চ করলে দুটি রেজাল্ট মেলে। একটি বাস্টেকবল খেলোয়াড়ের জীবন। অন্যটি ফর্নেয়ের গ্যাংগ্রেন (Fournier Gangrene)। যা যৌনাঙ্গ সম্পর্কিত এক রোগের লক্ষ্মণ।
কেন সার্চ নয়: দ্বিতীয় বিষয়টি এমনই জটিল যে এর ছবি স্বাভাবিক নয়। প্রস্তুতি ছাড়া ওই ছবি দেখলে সমস্যা হতেই পারে।
শব্দ: দ্য গ্যাগ রিফ্লেক্স (The Gag reflex)
বিষয়: অর্থাৎ মৃত্যু এড়াতে শেষ মুহূর্তে শরীরের নিজস্ব লড়াই।
কেন সার্চ নয়: বিষয়টি ছবি বা ভিডিওতে না দেখাই শ্রেয়। বিশেষত কাজের জায়গায় তো একদমই নয়।
শব্দ: ডিগভ্লিং (Degloving)
বিষয়: ‘টার্মিনেটর’ ছবিতে আর্নল্ড শোয়ার্জেনেগার-এর হাত কাটার দৃশ্য মনে আছে?
কেন সার্চ নয়: না দেখলেই ভালো নয় কি?
শব্দ: ব্লু ওয়াফেল (Blue Waffle)
বিষয়: এই বিষয়ে সার্চ করলে নারী শরীরে এক বিশেষ রোগের ছবি সার্চ রেজাল্টে দেখানো হয়।
কেন সার্চ নয়: যদিও এর কোনও বাস্তব ব্যাখ্যা নেই। কিন্তু, ওই ছবি সহজে মন থেকে মোছা মুশকিল।
শব্দ: ট্যারেটোমা (Teratoma)
বিষয়: হাড়, দাঁত কিংবা চুলও। এই সব নিয়েই সৃষ্টি হয় ট্যারেটোমা টিউমারের।
কেন সার্চ নয়: টিউমারের ছবিটি ভোলার মতো নয়।
শব্দ: স্ক্যুইডওয়ার্ড টো নেইল ভার্সেস সোফা (Squidward Toenail VS Sofa)
বিষয়: পায়ের নোখ ঘষে সোফা সরাচ্ছেন একজন।
কেন সার্চ নয়: ক্লিপটি আপনাকে ভিডিও বন্ধ করতে বাধ্য করবে।
শব্দ: ট্রাইপোফোবিয়া (Trypophobia)
বিষয়: অর্থাৎ, ছোটো গর্তের প্রতি ভয়।
কেন সার্চ নয়: তেমন ক্ষতিকারক নয়। তবে অনেকেই এই সংক্রান্ত সার্চ রেজাল্ট দেখে অস্বস্তি বোধ করেছেন।
শব্দ: শ্যানকার (Chancre)
বিষয়: যৌনব্যাধী সংক্রান্ত ছবি ও তথ্য।
কেন সার্চ নয়: এমন বীভৎস ছবি কম দেখা যায়। 
..বিঃ দ্রঃ ... জনস্বার্থে পোষ্টিত ।
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০২|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩০
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩০
শাহারিয়ার ইমন বলেছেন: এরকম পোষ্ট না করাই ভাল মনে হয় ,এগুলো সম্পর্কে কেউ তো তেমন জানে না ।এখন তো কৌতুহল্বশত কেউ সার্চ দিতেই পারে
৩|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩৯
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩৯
এ.এস বাশার বলেছেন: ফাউল পোস্ট। দয়া কইরা এই সব বাজে পোস্ট দিয়ে বিব্রত করবেন না।
৪|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১:১০
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১:১০
নতুন বলেছেন: বাংলায় প্রবাদ ভুলে গেছেন??? পাগলারে সাকো নাড়াইতে মানা করতে নাই...  
৫|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১:১৪
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১:১৪
বনসাই বলেছেন: ভারতে ইংরেজি শেখা লোকেরা এই বিষয়গুলো নিয়ে হয়তো সার্চ দেন বা তাদের প্রয়োজন হয় বাংলাদেশে আমাদের ৯৯.৯৯৯৯ মানুষ কখনো এই শব্দসমূহ শুনে নি, গুগল করার ভাবনায় তাদের তাই নেই।
কপি পেস্ট লেখাটি দ্রুত সরিয়ে দিন আরো ব্লগার পড়ার  আগেই
৬|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১:৪৮
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: দাদা, আজকে প্রয়োজনিয় পোষ্ট দিয়েছেন - এটি দরকার ছিলো । আমি জানি - আপনি কি ভাবছেন, আসলেই দরকার ছিলো । থ্যাংক ইউ ম্যান । আামার ধারণা আপনি মেডিক্যাল বা এই শ্রেণীর পেশাতে আছেন ? জানাবেন ।। ভালো থাকুন ।। 
আপনার পোফাইল ছবিটা ভয়ংকর রে ভাই !!! - আগেও বলেছি ।।
৭|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ২:২৬
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষ ভয় পেলে আপন হয় না কি
ভালবাসা পেলে আপন হয় ?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি ও এসব কথা শুনি নাই, অতএব অজানা রহস্য গল্প না বলাই ভালো ।
৮|  ৩০ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:১৭
৩০ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: দরকারী জিনিশ সার্চ করার সময়ই পাই না।
আর এই সব !!!!
৯|  ৩০ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:২০
৩০ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:২০
নূর আলম হিরণ বলেছেন: চাইলে bosta লিখে চার্চ করে দেখতে পারেন। তবে না দেখাই ভালো 
১০|  ৩০ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:১১
৩০ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:১১
আল ইফরান বলেছেন: ভাচুয়াল দুনিয়াতে এমন অনেক কিছুই আছে যা স্বাভাবিক মননকে ঝাকুনি দিয়ে যেতে পারে। যাদের এইধরনের জিনিস দেখার অভ্যাস আছে তারা এমনিতেই এগুলো খুজে বের করবে।
যাই হোক, ব্লু ওয়্যাফল বলতে কোন কিছু বাস্তবে নেই (অধিকাংশই এডিট করা), কোন মেডিক্যাল অভিধানে নেই এটা নিশ্চিত করে বলতে পারি।
১১|  ৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:০৪
৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: এখন আমি একটা একটা সার্চ করবো।
১২|  ৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩০
৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩০
হাসান মাহবুব বলেছেন: দেখলাম সবগুলা। ভালোই।
১৩|  ৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩৭
৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:৩৭
অপ্সরা বলেছেন: ১২. ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০ ০
 হাসান মাহবুব বলেছেন: দেখলাম সবগুলা। ভালোই। 
 হা হা হা   
  
তবে বাবার জনমেও এমন সব শব্দ মাথায় আসতো নাকি সার্চ দিতে সেটাই ভাবছি!!!! 
১৪|  ৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:১২
৩০ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:১২
ফেনা বলেছেন: বুঝিলাম। তবে কোনটাই কামের না।
১৫|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩০
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো এখনি দেখতে হয়
১৬|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৮
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১০:৩৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দেখলাম, ফালতু পোস্ট
১৭|  ৩১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৫৩
৩১ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই হলো জেনে, হ্যা কিছু সময় এমন কিছু এসে যায় যা লজ্জিত করে দেয়। 
সুন্দর পোস্ট
১৮|  ৩১ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
৩১ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শব্দগুলো আজই প্রথম দেখলাম। ছবিগুলো মনের ভেতর একটা ট্রমা সৃষ্টি করতে পারে, এটা ভেবেই আর ট্রাই করলাম না।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩০
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
সাবধান করলেন না উদ্ভুদ্ধ করলেন?
ফালতু পোষ্ট।