|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১১ই নভেম্বর থেকে ২৬নভেম্বর পর্যন্ত ব্লকড ছিলাম । আবার ব্লকড হয়েছি ।১১ই নভেম্বরের আগেও আমাকে বার বার ব্লক করা হয়েছিল। হঠাৎ মটাৎ করে লগ ইন করতে পারছি অল্প কিছু মিনিটের জন্য। তার পরেই ব্লকড হয়ে যাচ্ছি। বার বার আমার সাথে এমন টা হচ্ছে । সঠিক কারন টা জানালে আমি নিজেই আর সামু করতাম না । অনেক দূঃখের সাথে একথা গুলি আজ লিখতে বাধ্য হলাম। আমার প্রিয় পাঠক বন্ধুরা, কেউ কি কিছু আমার জন্য করতে পারবেন এ ব্যাপারে ? হয়তো আপনাদের উত্তর পাওয়ার আগেই আমাকে পুনরায় ব্লক করে দেওয়া হবে !!
 ৩৯ টি
    	৩৯ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
গেছো দাদা বলেছেন: তাহলে কি গাছে থাকার জন্যই আমি ব্লকড হয়েছি ?? বড়ই ভাববার বিষয় মনে হচ্ছে !!
২|  ৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
নজসু বলেছেন: 
কেমন আছেন দাদা?
আমার মনে হয় কোন ব্লগারকে যদি ব্লক/ব্যান করা হয় তাহলে
মডারেটরের উচিত সেই ব্লগারকে মেইল করে জানিয়ে দেয়া। 
তাহলে এই রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে না। 
তা দাদা, আপনি কি চাচ্ছেন আমরা আপনার নাতি-নাতনিরা আপনাকে বিনা কারণে ব্লক করার জন্য
 আন্দোলন করি।
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪০
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪০
গেছো দাদা বলেছেন: সত্যিই আন্দোলন করবেন ?? এতোটা সৌভাগ্যবান আমি কি হতে পারবো ??
৩|  ৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৬
খায়রুল আহসান বলেছেন: আপনার কী মনে হয়? কি কারণে আপনার প্রতি এমন আচরণ করা হচ্ছে?
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
গেছো দাদা বলেছেন: কারন টা জানতে পারলে আমিই তাদের ধন্যবাদ দিতাম।
৪|  ৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
ল বলেছেন: এমন তো কথা ছিল না দাদা
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪৩
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪৩
গেছো দাদা বলেছেন: দেশে আর বিচার নাই দাদা ।
৫|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৮
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: অনেক সময় আমরা দোষ করি কিন্তু বুঝি না। 
আসলে অনেক মানুষ আছে দোষ করার সময় বুঝে না।
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪৯
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪৯
গেছো দাদা বলেছেন: কিন্তু শাস্তি দেওয়ার আগে বিচারক তাদের দোষ ঘোষনা করে তো, নাকি ! আমার দোষ আমি না হয় বুঝি নাই , কিন্তু আমাকে ব্লক করার আগে সেটা তো জানানো উচিৎ ছিলো ?
৬|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
শায়মা বলেছেন: হঠাৎ মটাৎ ব্লকড আবার লগ !!! 
তাই হয় নাকি কোনোদিন!
এমন কখনও শুনিনিতো!!!   
 
মনে হয় তোমার পিসিতেই কোনো প্রবলেম হয়েছে গেছোভাইয়া!
চাঁদগাজী ভাইয়া ঠিকই বলেছে গাছের মাথায় কানেকশন পৌছুচ্ছে না মনে হয় ! 
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৩
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৩
গেছো দাদা বলেছেন: আমার পিসি পারফেক্ট চলছে । সমস্ত প্রকার ওয়েবপেজ দিব্যি চালাতে পারছি । শুধু সামু আমাকে ব্লকের ওয়ার্নিং দিচ্ছে পেজে লগইন করতে গেলে । কিনতু কারন জানাচ্ছে না ।
৭|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৮
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৮
জুন বলেছেন: অনেক আগে আপনার পোষ্টে মন্তব্য করেছিলাম কিন্ত উত্তর পাই নি গেছো দাদা । 
 এই কারনেই কি আপনি উত্তর দিতে পারেন নি !! 
আপনি শীঘ্রই এই ঝামেলা থেকে মুক্ত হোন এই কামনায় ।
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
গেছো দাদা বলেছেন: হ্যাঁ । এটি একটা বড় কারন , যার জন্য আমি আমার প্রিয় বন্ধুদের মন্তব্যের উত্তর গুলো ঠিকভাবে দিতে পারিনি ।
৮|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৭
শায়মা বলেছেন: ওহ তাইলে নতুন স্টাইলের মেক আপ গেট আপ হতে পারে এটা সামুর!!! 
আমি জানিনা !!!!!  
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০১
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০১
গেছো দাদা বলেছেন: কিন্তু তাহলে সবার সাথেই তো এরকম হওয়ার কথা । সবার কি এরকম সমস্যা হচ্ছে ?
৯|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
শায়মা বলেছেন: আচ্ছা কি ওয়ার্নিং দিচ্ছে!
একটু কপি করে দেখাও তো ভাইয়া। দেখি কি জিনিস উহা!
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০৪
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০৪
গেছো দাদা বলেছেন: এখন তো চালাতে পারছি । এরপর যখন সমস্যায় পড়ব তখন স্ক্রীনশট নিয়ে রাখবো ।
১০|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:১১
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:১১
শায়মা বলেছেন: গুড!!
সেটাই করো ভাইয়া!
আর দেখো এই পোস্ট দেখে সেই ওয়ার্নিং ভূতটা নিজেই ভয় পেয়ে যেতে পারে!
আর ইনশাল্লাহ তোমাকে ওয়ার্নিং দেবে না!  
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:১৯
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:১৯
গেছো দাদা বলেছেন: হা হা হা ।
১১|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:২১
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:২১
কবীর বলেছেন: সামু ব্লগে কী ভূত- প্রেতের আছর পড়লো'নি ক্যান দাদা!!  
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
গেছো দাদা বলেছেন: তাই তো মনে হইতাসে । তবে এ ব্যাটা অ্যাডমিন ভূতও হইবার পারে !!
১২|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৪
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: 
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:২৪
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:২৪
গেছো দাদা বলেছেন: Click This Link
১৩|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:২৭
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: Gotcha   
 
Nice try ..
১৪|  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২৪
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২৪
রাফা বলেছেন: সামুর মেরামত চলিতেছে।আমি সামুকে একটি সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হচ্ছি।একটু মনে হয় ধৈর্য্য রাখতে হবে।
  ৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৪০
৩০ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৪০
গেছো দাদা বলেছেন: আপনার কথাও ঠিক হতে পারে ।
১৫|  ০১ লা ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:২৭
০১ লা ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গেইচ্চো দাদা 
মেইল কচ্চিলেন?
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৫২
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৫২
গেছো দাদা বলেছেন: ওই অপশন টাও দেয় নি । খুলতে গেলেই পুরো পেজ টা ব্লক দেখাচ্ছিল ।
১৬|  ০১ লা ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:১৮
০১ লা ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: জুনাপুর সঙ্গে আমিও সহমত পোষণ করছি যে ব্লগে ঢুকে প্রথম দিকে  আপনার অনেক পোষ্টে মন্তব্য করতাম কিন্তু কোন প্রতিমন্তব্য আপনি আজও দেননি । ফলে প্রতিমন্তব্য না পেয়ে  আপনার পোষ্ট পড়া  ছেড়ে দিয়েছিলাম। আজকে আপনি ব্লক হয়েছেন দেখে এলাম। খবরটা দুঃখজনক বিনা কারণে এভাবে ব্লক করাটা । আশা করি মাননীয় মডুরা  বিষয়টি অবগত হবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।
তবে আজ আশার যে আপনি এখনো পর্যন্ত সব কটি মন্তব্যের যথাযথ প্রতি মন্তব্য করেছেন । ধন্যবাদ আপনাকে।  
শুভকামনা জানবেন। 
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৫৫
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৫৫
গেছো দাদা বলেছেন: আমি দূঃখিত যে আপনার মন্তব্যের প্রত্যুত্তর করতে পারি নাই ।
১৭|  ০১ লা ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
০১ লা ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
নিশ্চয় কোন কারণ আছে ?
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৫৭
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ৯:৫৭
গেছো দাদা বলেছেন: কিন্তু কারন টা আসলে কি ছিল সেইটা জানলে ধন্যবাদ দিতে পারতাম আর কি !!
১৮|  ০১ লা ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
০১ লা ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
বেঙ্গল রিপন বলেছেন: আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে যোগাযোগ করুন। আপনার আইপিতে সামু হয়তো ব্লক হয়ে গেছে। 
এই রকম সমস্যা আমারও একবার হয়েছিলো্ । পরে ঠিক করতে পেরেছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে।
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০৩
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০৩
গেছো দাদা বলেছেন: না দাদা , এরকম হয় নাই । আমার টা ইন্ডিয়ান বিএসএনএল এর হাই স্পিড ব্রডব্যান্ড প্ল্যান । আর আমিও একজন সেল্ফ মেড জাভা প্রোগামার । কাজেই এবিষয়ে কিছুটা জ্ঞান আছেই । কোনো বিশেষ কারনে মডুরা আমাকে ব্যান করেছিল । শুধু এটাই দুঃখ যে আমাকে সঠিক কারন টা জানানোই হয় নাই ।
১৯|  ০১ লা ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৫
০১ লা ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৩৫
তারেক ফাহিম বলেছেন: দাদার আবার কি হল   
  
তাইতো বলি দাদা অনেক দিন কোন গল্পের অাসরে ডাকেন না।
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০৭
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০৭
গেছো দাদা বলেছেন: আপনার মতোন ভাইদের জন্যই মনে হয় আবার আমি ফিরে আসতে পেরেছি । আপনাদের ভালবাসা আমার সবসময় দরকার।
২০|  ০১ লা ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৬
০১ লা ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৬
নতুন নকিব বলেছেন: 
দাদা, বেঙ্গল রিপনের ১৮ নং মন্তব্যে সহমত। ধারনা করছি, অাইএসপির সাথে যোগাযোগ করে দেখলে সমাধান বেরিয়ে অাসতে পারে।
অাশাবাদ, সমস্যা কাটিয়ে উঠবেন দ্রুত।
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০৮
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০৮
গেছো দাদা বলেছেন: না দাদা , এরকম হয় নাই । আমার টা ইন্ডিয়ান বিএসএনএল এর হাই স্পিড ব্রডব্যান্ড প্ল্যান । আর আমিও একজন সেল্ফ মেড জাভা প্রোগামার । কাজেই এবিষয়ে কিছুটা জ্ঞান আছেই । কোনো বিশেষ কারনে মডুরা আমাকে ব্যান করেছিল । শুধু এটাই দুঃখ যে আমাকে সঠিক কারন টা জানানোই হয় নাই ।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
৩০ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
গাছ থেকে নেমে আসেন দাদা