নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনা : বৈজ্ঞানিক পাদ । জানলে চমকে যাবেন !!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১


পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি পাদেন নি। ছোট- বড়, ধনী- গরিব, সাধারণ মানুষ- সেলিব্রেটি সবাই এ কাজটি নিখুতভাবে করে থাকেন। পাদ মেরে অনেকেই গিনেসবুকে নিজের নাম লিখিয়েছেন। আসুন জেনে নেই পাদ সম্পর্কে বিস্তারিত ও চমকপ্রদ কিছু তথ্য।
*পাদ কি?*
মলদ্বারের মাধ্যমে আন্ত্রিক গ্যাস বিতাড়িত করা। এটি মাঝে মাঝে গন্ধবিহীন হতে পারে এবং কখনও কখনও মারাত্মক।
*মানুষ কেন পাদ দেয়?*
পাচনতন্ত্রের মধ্যে এনজাইম দ্বারা খাদ্য পদার্থ বিপাকীয় ভাঙ্গনের ফলে এ গ্যাস উৎখাত হয়। অনেক উৎস থেকে আসতে পারে, যা trapped air দ্বারা ঘটিত। যেমন, চর্বণ বা পান করার সময় বায়ু ভিতরে যায় এবং কিছু গ্যাস আমাদের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার রাসায়নিক বিক্রিয়ার দ্বারা উৎপাদিত হয়।
*পাদে গন্ধ থাকে কেন?*
খাবার তালিকায় সালফার সমৃদ্ধ খাদ্য যতবেশি থাকবে পাদে তত ভয়ানক গন্ধ হবে। কিছু কিছু খাবার যেমন: মটরশুটি, বাঁধাকপি, পনির, সোডা, এবং ডিম যা অন্যদের তুলনায় অধিক সালফার ধারণ করে।
*পাদ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য*
১. গড় পাদে বিদ্যমান গ্যাস..
- 59% নাইট্রোজেন
- 21% হাইড্রোজেন
- 9% কার্বন ডাই-অক্সাইড
- 7% মিথেন
- 3% ওক্সিজেন
- 1% অন্যান্য
২. দিনে গড়ে একজন মানুষ 14বার পাদ দেয়।
৩. পাদের গতিবেগ - ৭মাইল / ঘন্টা।
৪. গড়ে মানুষ দিনে 1/2 লিটার পাদের গ্যাস তৈরি করে।
৫. ঠিক বের হয়ে আসার মুহুর্তে পাদের তাপমাত্রা সাধারণত 98.6 ডিগ্রি হয়ে থাকে। বেরোনোর পর ঠান্ডা হয়ে যায় Joules-Thompson fall (effect)-য়ে। সরু ফুটো দিয়ে বেরিয়ে sudden expansion-র কারণে ।
৬. একজন ব্যক্তি যদি 6 বছর 9 মাস একটানা পাদে, তবে তা একটি পারমাণবিক বোমার সমতুল্য শক্তির গ্যাস উৎপাদন হবে।
৭. পুরুষ আর মহিলা সমান তালে পাদতে পারে। তবে পুরুষ এ ব্যাপারে মহিলাদের চেয়ে গর্বিত থাকে।
৮. পাদ ধরে রাখা আপনার স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে।
৯. পাদ হল Flammable ।
১০. মানুষ মৃত্যুর পরেও পাদে। মৃত্যু পর তিন ঘন্টা পর্যন্ত, পরিপাক নালীর উভয় প্রান্ত থেকে অবিরত গ্যাস বের হয়।
১১. কিছু সংস্কৃতি আছে, যেখানে লোকজন পাদকে উপভোগ করেন। দক্ষিণ আমেরিকার একটি ভারতীয় উপজাতি এটিকে অভিবাদন হিসেবে Yanomami fart বলে এবং চীনে আপনি একজন পেশাদার fart-smeller হিসেবে কাজ পেতে পারেন!
১২. Top 1০ পাদদার..
1. উইপোকা 2. উট 3. জেব্রা 4. ভেড়া 5. গরু 6. হাতি 7. কুকুর 8. শাকাহারী মানুষ 9. মাংসাহারী মানুষ 10. মরুভূমির ইদুঁর

*পাদ সম্পর্কে অনেক তথ্য আপনি ইতিমধ্যে জানলেন*
এবার ভাবুন আপনি পাদবেন নাকি !!
.
কৃতজ্ঞতা : আমার এক ফেসবুকীয় বন্ধুর পোষ্ট কিঞ্চিত পরিমার্জিত রুপে পেশ করলাম ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সনেট কবি বলেছেন: জটিল হিসেব।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

গেছো দাদা বলেছেন: এই জটিল কাজটাই কত সহজে আমরা করে ফ্যালাই। হা হা হা ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

হাবিব বলেছেন: গান্দি পোকা কি পাদ দেয়?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

গেছো দাদা বলেছেন: এইখান ত জানা হয় নাই স্যার !!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

জ্ঞান পাগল বলেছেন: পাদপিডিয়া। গান্দি পোকা বিপদের সময় এক ধরনের গ্যাস ছাড়ে যাতে শত্রুর হাত থেকে রক্ষা পায় #হাবিব_স্যার

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

গেছো দাদা বলেছেন: হাচা কইসেন ??

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

ভুয়া মফিজ বলেছেন: পাদ-কথন জটিল হইছে। =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

গেছো দাদা বলেছেন: কিন্তু পাদ-করন টা অত জটিল লয় গো ভাইয়া । হা হা হা ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

নজসু বলেছেন:




আরে আমার দাদাভাই যে!
কেমন আছেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

গেছো দাদা বলেছেন: ভালো লয় গো ভাই। এখন পাদের চিন্তায় অস্থির আছি । হা হা হা ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: ভয়াবহ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

গেছো দাদা বলেছেন: কার টা ? দাদার টা নাকি ভাবির টা ?

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

ঝিগাতলা বলেছেন: বৃদ্ধ হলে মানুষ বেশি পাদে

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

গেছো দাদা বলেছেন: একি সত্যি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.