নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
এপাং ওপাং ঝপাং / সুর ধরেছে পটাঙ
ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ / হাতির কতো বড় ঠ্যাং l l
হরে কর কমবা / গরু ডাকে হাম্বা
গর্জন করে অম্বা / মা ডাকেন বুম্বা l l
হরে কর কমবা / ডব্বা ডব্বা রব্বা
হুড়হুড় করে হুম্বা / তোবা তোবা আব্বা l l
২
গন্ধরাজ – গন্ধরাজ
তুমি কেন ফুলের রাজা ?
সব সময়ে পাওয়া না গেলে
তোমায় দেব অনেক সাজা l l
৩
ছিলেন একজন বীর সন্যাসী
নামটি তাঁর বিবেকানন্দ
ছোটবেলায় ডাকতো সবাই
নরেন নামে , ছিল না তাতে দ্বন্দ্ব l l
৪
ওয়ান-টু-থ্রি-ফোর / আসবে আসবে নতুন ভোর
ফাইভ-সিক্স-সেভেন-এইট্ / জিততে গেলে আসবে ফাইট
নাইন-টেন-ইলেভেন / ঘর আমাদের সবার হেভেন
টুয়েলভ-থার্টিন-ফর্টিন / কার্টুন কার্টুন কাটিং
ফিফটিন-সিক্সটিন-সেভেনটিন / ঝাল-টক-লোডশেডিং
এইট্টিন-নাইন্টিন-টোয়েন্টি / লাগাও এবার নো-এন্ট্রি l
৫
তোমার নাম? হ্যালো হাই।
বাবার নাম? সি ইউ বাই।
মায়ের নাম? হাই ফাই,
বোনের নাম? সুইটি পাই।
যাচ্ছো কোথায়? ফেস্ট করতে।
ফিরবে কখন? ঘুমঘুমোতে।
খাবার মেনু? চিপস ঠান্ডাতে।
শরীর কেমন? একেবারে স্লিম,
শরীর চর্চা কর, আছে তো জিম।
এতো রোগা? ওটাই তো ড্রিম
অসুখ করলে? আছে মেডিক্লেম
.
(বিঃদ্রঃ উনি এখনও পর্যন্ত মোট ৮৭ টি বই লিখেছেন।)
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০
গেছো দাদা বলেছেন: ভালা পাইছেন ??
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হাহ্ হাহ্ হাহ্ হাহ্ হা হা হা
এপাং ওপাং ঝপাং / সুর ধরেছে পটাঙ
ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ / হাতির কতো বড় ঠ্যাং l l
হরে কর কমবা / গরু ডাকে হাম্বা
গর্জন করে অম্বা / মা ডাকেন বুম্বা l l
হরে কর কমবা / ডব্বা ডব্বা রব্বা
বেপক মজা দিলেন। যদিও নজসু ভাইয়ের গল্পটা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে।
ছন্দের রাণীকে নিয়ে আপনি ভাল আছেন তো?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
গেছো দাদা বলেছেন: // ছন্দের রাণীকে নিয়ে আপনি ভাল আছেন তো? //...... আমার প্রোপিক টা দেখে কি মনে হচ্ছে ?? হাহাহা ...... ভালো থাকবেন দাদা।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা যে মমতাদির লেখা, তার প্রমান কী??
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
গেছো দাদা বলেছেন: গুগল করুন। উনার বই কিনুন। প্রমান পেয়ে যাবেন। ধন্যবাদ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
গেছো দাদা বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন কবি।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
মহিলার মগজ বানরের চেয়েও ছোট।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫
গেছো দাদা বলেছেন: এই মহিলাই কিন্তু একদিকে মোদী আরেকদিকে হাসিনাকে ঘোল খাইয়ে দিচ্ছে বিভিন্ন ইস্যু তে। হা হা হা । আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩
রাফা বলেছেন: উনার লেখার মান এমনি হওয়ার কথা।
নিজেকে প্রদেশের নয় রাজ্যের মহারানী ভাবেন কিনা।
আপনার শিরোনাম ভালো হইছে,ধন্যবাদ -গে.দাদা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭
গেছো দাদা বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
হা হা হা বড়ই আজিব ছড়া,
সত্যিই কি মুখার্জির লেখা!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
গেছো দাদা বলেছেন: সত্যিই । তবে মুখার্জি না ব্যানার্জী ।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: মজার ছড়া।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
গেছো দাদা বলেছেন: সত্যিই ? আপনার মজা লাগছে ? আমি তো হতাশ এমন কোয়ালিটির মূর্খমন্ত্রী পেয়ে ।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: