নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

কমেডি : সকাল

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৪

একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে শৈবাল বলল, মা আমি ইস্কুলে যাব না।
বলা বাহুল্য শৈবাল এরকম মাঝেমাঝেই করে। শৈবালের মা গম্ভীর হয়ে বললেন, কেন যাবে না?
শৈবাল বিরক্তিভরা গলায় বলল, কেন আবার কি? আমার ইস্কুল যেতে ভাল লাগেনা।
শৈবালের মা আবার শীতল গলায় জিজ্ঞাসা করলেন, কেন ভাল লাগে না?
শৈবাল বলল, ইস্কুলের ছেলেরা আমাকে একদম পছন্দ করেনা। মাস্টারমশায়রাও না। দারোয়ান, বেয়ারা, দপ্তরী কেউ আমাকে দেখতে পারেনা। আমি ইস্কুল কিছুতেই যাব না।
এতক্ষণে শৈবালের মা বললেন, না তা হতে পারেনা। এসব তোমার মনগড়া কথা। তাছাড়া তুমি তো বাচ্চা ছেলে নও। তোমার চল্লিশ বছর বয়স হয়েছে। আর তুমি হলে ইস্কুলের হেডমাস্টার। তোমার না গেলে চলবে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----
হেড মাস্টারের দোষ নেই।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১১

গেছো দাদা বলেছেন: একদম একদম ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

বিড়ি বলেছেন: ইসকুল এমন জিনিস যা মাস্টার এবং ছাত্র উভয় অবস্থাতেই ফাঁকি দিতে ভালো লাগে

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

গেছো দাদা বলেছেন: হা হা হা----

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

দিলীপ৫৩ বলেছেন: মন্তব্য মুছে ফেলেছেন।
এটি তারাপদ রায়ের লেখা স্যাটায়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.