নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চা- একটি জনপ্রিয় পানীয়। আসুন চা-সংক্রান্ত কয়েকটি জানা-অজানা তথ্য একবার দেখে নিই.......
কোথায় বসে চা খাওয়ার ফন্দি করা উচিত?
-- চা তাল
কেউ পরপর দুবার চা চাইলে, তাকে কি দেওয়া উচিত?
-- চা টি
কেউ একসাথে দু কাপ চা খেলে, সেই ব্যক্তিকে কি বলে?
-- চা চা
আর একসাথে চার কাপ চা খেলে?
-- টি চার
কোন ব্যক্তি চা বানায়, কিন্তু খেতে পায় না?
-- চা কর
কে ভাগ্যে থাকলে তবেই চা খেতে পায়?
-- চা লাক
চা ব্যতীত অন্য সব খাবারকে এককথায় কি বলে?
-- চা না
কোন খাবার চা পাতা দিয়ে তৈরি হয়?
-- চা পাটি
চা এর স্ত্রী লিঙ্গ কি?
-- চা she
চায়ে মৌমাছি পড়ে গেলে কি হবে?
-- চা Bee
চা যদি বই তে পড়ে যায়?
-- চা Book
ইতিহাসের পাতায় চা: কোন বিখ্যাত ভারতীয় নারী প্রসাধনে চা ব্যবহার করতেন?
-- ঘষে টি বেগম
চা যখন আইন দেখায় ?
-- চা ল
চা যখন মড়া খায় ?
-- চা মড়া
আপনাদের মাথায় আরো কিছু থাকলে কমেন্ট করতে লজ্জা কইরেন না।
সহযোগিতায় -- আমার বন্ধু শ্রী তমাল দাস।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪০
গেছো দাদা বলেছেন: হা হা হা । দারুন বলেছেন। ধন্যবাদ।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২০
গেছো দাদা বলেছেন: আর কেউ নাই ?
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬
ইসিয়াক বলেছেন: হা হা হা ...আমি আছি।ভালো লাগলো।
০২ রা মার্চ, ২০২০ রাত ১:০৮
গেছো দাদা বলেছেন: হুমম
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: শুন হে চৈনিক
চা খাবে দৈনিক
গায়ে বল হলে পরে
তবে হবে সৈনিক।
০২ রা মার্চ, ২০২০ রাত ১২:১৩
গেছো দাদা বলেছেন: বাঃ , ভালো লাগলো।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯
নেওয়াজ আলি বলেছেন: , ভালোই ।
০১ লা মার্চ, ২০২০ রাত ২:১৭
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪১
প্রেক্ষা বলেছেন: খেতে যদি চাও ভালো চা তবে ঘন করে নিবে তা।
০১ লা মার্চ, ২০২০ রাত ১২:১১
গেছো দাদা বলেছেন: যদি হতে চাও বড়
খেতে হবে চা র(raw) ।।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রবীন্দ্রনাথের এক ভৃত্যের মন খারাপ। একজন কারণ জানতে চাইলেন। ভৃত্য বললো, গুরুদেব আমাকে চাকর বলেছেন।
এ বিষয়ে রবীন্দ্রনাথকে জিগ্যেস করা হলে ওনি বললেন, আমি তো ওকে বলেছি চা কর। কী একটা অবস্থা।
০১ লা মার্চ, ২০২০ রাত ১২:০৮
গেছো দাদা বলেছেন: কোন ব্যক্তি চা বানায়, কিন্তু খেতে পায় না?
-- চা কর
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৫
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: চা যদি দা'র উপর পড়ে তাহলে সেটা হলো চাদা।
চা যদি পা'র উপর পড়ে তাহলে সেটা হলো চাপা।
চা যদি কোনভাবে পড়ে যায় তাহলে সেটা হলো চাপড়।