নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৫
গেছো দাদা বলেছেন: আপনার মতো মানুষরা আসলেই মাইক্রোস্পিক সংখ্যালঘু। এটাই দুঃখের।
২| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৯
ঊণকৌটী বলেছেন: আসলে ভারত সরকারের CAA যে অত্যন্ত জরুরি সারা পৃথিবীর হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান সমস্ত সংখ্যা লঘু আশ্রয় স্থান এই ভারত বর্ষের জমি, বিশাল দেশ সবাই চলে আসুক তারপর সবারই সাথে দু মুঠো খেয়ে তো শান্তিতে তো থাকতে তো পারবে আর নয় এই জঙ্গী বর্বর এর অসভ্য দেশে ওরা 100% মুসলিমদের দেশ হয়ে যাক তারপর বর্বর গুলি নিজেরা নিজেদের জবাই করবে
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৬
গেছো দাদা বলেছেন: ঠিক ইরাক অথবা আফগানিস্থানের মতো একদিন এই দেশও হয়ে যাবে।
৩| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিন্তু দাদা,মডারেটর বলে জিহাদ টিহাত সে যুগের সময় ছিল,বর্তমানে অচল।কিছু বিপদগামী মুসলিম এইগুলির ব্যবহার করে।সমস্যা হলো তাদের সংখ্যা দিন দিন বাড়ছে।আগে এমন ছিল না।কতো আগে ছিল না তা কেউ বলে না।
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৮
গেছো দাদা বলেছেন: কিন্তু মুশকিল এটাই যে এই বিপথগামী মুসলিম রাই আপনাদের সমাজে সংখ্যাগুরু।
৪| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৯
ঊণকৌটী বলেছেন: বিপথগামি বা অন্ধ ধর্ম মৌলবাদী যাই হোক এর শিকড় বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এর থেকে পরিত্রাণ নেই হিন্দু বা সংখ্যা লঘু জন সাধারণের কথা ছেড়ে দিন সাধারণ শিক্ষিত মুসলিম জন সাধারণ এর পরবর্তী শিকার হবে
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১:২৭
গেছো দাদা বলেছেন: নস্ট দেশ হওয়ার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
৫| ২৪ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখনো হয়নাই শুনে মনে শান্তি পেলাম।হিন্দুরা একটু বেশি ধার্মীক সেই সাথে শান্তি পূর্ণ প্রতিবাদটুকু করে না।প্রতিবাদ করলে অনেক প্রগতিশীলকে পাশে পেত এবং বিশ্ব আরো বেশি জানতে পারতো।
৬| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:১৫
শেরজা তপন বলেছেন: সুপ্রিয় তসলিমা, আপনি কখনো ভুল বলেন না! নিজেকে পাদ-প্রদীপের আলোয় আনার জন্য আপনিও এমন একটা টপিক্স
খুঁজছিলেন!
৭| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি ত্রিপুরায় যা হচ্ছে তা নিয়ে একটু বলবেন যদিও বাংলাদেশের ঘটনাকে আমি সমর্থন করছিনা।
৮| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫১
বিটপি বলেছেন: এই কথাটাকে যার ভুল বলে মনে হবে না, সে তো আস্ত একটা অপদার্থ। কুরআনে হাদিসে জিহাদ বলতে কি বলা আছে, একবার পড়ে আসেন। তাছাড়া মন্দির বা মূর্তি ভাঙ্গার জন্য কেউ গ্রেফতার হয়না - একথা কি সঠিক?
https://www.samakal.com/todays-print-edition/tp-lokaloy/article/18016216/নেত্রকোনায়-হামলা-ও-প্রতিমা-ভাংচুর-মামলায়-গ্রেফতার-৩-
https://m.dailyinqilab.com/article/412843/সুন্দরগঞ্জে-প্রতিমা-ভাংচুর-অগ্নিসংযোগের-ঘটনায়-গ্রেফতারকৃত-আসামি-তিন-দিনের-রিমান্ডে
https://www.ekushey-tv.com/গাজীপুরে-প্রতিমা-ভাংচুর-৩-মামলায়-১৮-আসামি-রিমান্ডে/1338932
http://www.natun-barta.com/63144/141/নড়াইলে-প্রতিমা-ভাংচুরের-ঘটনায়-একজনকে-গ্রেফতার-করেছে-পুলিশ
https://www.somoynews.tv/pages/details/242816/ফরিদপুরে-প্রতিমা-ভাংচুরের-অভিযোগে-গ্রেফতার-২
৯| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন ঘনটা সব দেশেই অল্প বিস্তর ঘটে চলেছে কিন্তু এটা বন্ধ হওয়া উচিৎ। তসলীমা সবসময় ফোকাস চায় তাই এই মন্তব্য করেছে।
১০| ২৪ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৪
জিকোব্লগ বলেছেন:
কেরালাতে হিন্দুরা কিন্তু বেশ মজা করেই গরু খায়।
গেছো দাদা আপনি কি গরু খান ?
গেছো দাদা, বাংলাদেশতো আপনাদের মূর্তি পূঁজা নিষিদ্ধ করে নি।
আপনার ভারতে কেন ২৯ টি স্টেটের মধ্যে ২০টি তেই গরু জবাই নিষিদ্ধ ?
১১| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১২
এস এম মামুন অর রশীদ বলেছেন: ভালো, যুগান্তকারী পোস্ট। কষ্ট করে স্ক্রীনশট না দিয়ে শুধু লিংক দিলে আরও সুন্দর পোস্ট হতো।
১২| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: নোংরা নোংরাই।তা নিয়ে এতো দিন ধরে মায়াকান্নার উদ্দেশ্য কি ত্রিপুরার মতো ঘটনা? এইসব কাদাছোড়াছুড়ি বন্ধ করুন। বাংলাদেশ সরকার ও জনগণের বিবেকের জাগরণ একমাত্র কাম্য।তারা সেটা ইতিমধ্যে পালন করেছেন।একদজনকে দিয়ে গোটা জাতি সমাজকে কখনো একাসনে বসানো যায়না।আর বসালেও সেটা নেহাতই মূর্খতা। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন। তবে এর পাশাপাশি আপনার ও তসলিমা এন্ড কোম্পানির ত্রিপুরার ঘটনাকে সামনে আনলে প্রতিবাদ যথার্থ হতো।।পারলে আগামীকাল ত্রিপুরার ঘটনা নিয়ে তসলিমার পোস্ট; নিদেনপক্ষে আপনার নুতন পোস্ট সামনে আনিয়েন। আর তা যদি না পারেন এবার মায়া কান্না বন্ধ করে সুস্থ পোস্ট দিন।
১৩| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন:
গুজরাট দাঙ্গার সফল নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের এক বৃহৎ গোষ্ঠীর সংখ্যাগুরু জনগণ মোদিজীকে প্রমোশন দিয়ে দিল্লির সিংহাসনে বসিয়েছেন। মোদিজী জনগণের প্রত্যাশা পূরণ করতে সুন্দরভাবে দিল্লির দাঙ্গা সম্পন্ন করেছেন।যদিও নিপুন খেলোয়াড় হিসেবে গুজরাট দাঙ্গায় আদালত থেকে ক্লিনচিট পেয়েছেন। গোল বাঁধিয়ে ফেলেছিলেন সেসময় বাজপেয়েজি। দেশের প্রধানমন্ত্রী হিসেবে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী মোদীজিকে রাজধানী পালনের পরামর্শ দিয়েছিলেন।এহেন মোদিজির দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার সময় অমর্ত্য সেন ওনাকে দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী বলেও কটাক্ষ করেন। সম্ভবত সেগুলো সব ভুলে গেছেন। অবশ্য ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক।
এখন কথা হলো দিল্লির দাঙ্গার সময় আপনার এমন কটি মায়াকান্নার পোস্ট ছিল? থাকলে এই মুহূর্তে সেগুলো সামনে এনে নিজের একচোখা দৃষ্টির পরিবর্তে স্বচ্ছ উদার মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিন।
যদিও পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচনে শীতল খুচি হত্যাকাণ্ড বা অসমে রাষ্ট্রীয় সন্ত্রাসে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার প্রতিবাদ গুলো যদি ব্লগে ইতিমধ্যে করে থাকেন তাহলে অবশ্য আপনার এই মায়াকান্না সিরিজের যৌক্তিকতা মানতেই হবে। অন্যথায় এই সমস্ত পোস্ট গুলো আগামীতে দেওয়ার আগে শতবার ভাবার দরকার।
১৪| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৮
ঊণকৌটী বলেছেন: ত্রিপুরা তে কি কি হয়েছে তা কি দয়া করে বলবেন পদাতিক
১৫| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৫
ঊণকৌটী বলেছেন: পদাতিক আপনি কলকাতার কাছাকাছি থাকেন, শিক্ষক মানুষ তো একটা কথা সত্যি করে বলুন তো ধর্ম ব্যাপারে রাজনৈতিক না সাম্প্রদায়িক এবং আপনার উপলব্ধি কি বাংলাদেশের ক্ষেত্রে যা হচ্ছে তেমন কি ভারতে হচ্ছে না বেশি হচ্ছে
১৬| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৮
ঊণকৌটী বলেছেন: পদাতিক লজ্জার কথা ভারতে ধর্ম কে হয়তো কিছু দল বা মানুষ রাজনৈতিক ভাবে কাজে লাগাতে চায় কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে যে আপনিও কোন রাজনৈতিক দলের হয়ে বক্তব্য দিচ্ছেন কোন নিরপেক্ষ না
১৭| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৭
ঊণকৌটী বলেছেন: পদাতিক আপনি কি গুজরাতের issue নিয়ে বাংলাদেশের হিন্দুদের মন্দিরের ঘটনা কি support করেন
১৮| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০২
বিটপি বলেছেন: পদাতিক মোটেও গুজরাতের ইস্যু নিয়ে বাংলাদেশের ঘটনা সাপোর্ট করেন না, তিনি কেবল জানতে চেয়েছেন, যে ক্রাইমের বিচার প্রক্রিয়া চলমান আছে এবং সরকার আন্তরিকভাবে ঘটনা সামাল দিয়েছে - তা নিয়ে এত মরাকান্না করার পেছনের উদ্দেশ্য কি?
১৯| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৮
ইসিয়াক বলেছেন: পোস্ট দিয়ে, ডুব মারা সত্যি দুঃখজনক। আশা করি গত পোস্ট সহ এই পোস্টের মন্তব্যগুলির উত্তর দিবেন।
২০| ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৬
অক্পটে বলেছেন: এই পোস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য লেখা হয়ে। এটা জাতি বিদ্যেষ এবং উদ্দেশ্যমূলক।
২১| ৩০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৭
অক্পটে বলেছেন: মহা দূর্ণিতীকে প্রমাণহীন করতে এসব ফাইল তারা নিজেরাই সরিয়েছে। দূর্ণীতির আখড়া হল স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়। এখানে হারিয়ে যাওয়া পুড়ে যাওয়া ইত্যাদি ঘটনার অর্থ একটাই।
২২| ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
অক্পটে বলেছেন: এই পাতানো সাম্প্রদায়িকতায় ক'জন হিন্দু মারা গেছে আর কয়জন মুসলিম মারা গেছেন। তার হিসেবটা কেমন। হিন্দু একজন আর মুসলিম ৯জন। একজন হিন্দু মারা গেছেন তাই সেনাবাহিনী দিয়ে এই দেশ দখল করারও প্রস্তাব রাখা হয়েছে, তাহলে ৯জন মারা গেলে এতক্ষণে কি হতো? কারা তালিবাজিয়ে দাদাদের দেশের সেনাবাহিনীকে ওয়েলকাম জানাতো এই গ্যাছো দাদারাইতো। সো গ্যাছো দাদাদের লক্ষ্য পূরণের জন্য তলে তলে অনেক কিছুই হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: আসলেই লজ্জা।