নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য: বাংলাদেশী সংবাদ পাঠিকা ও কমেন্টস !!

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

একটি বাংলাদেশী নিউজ চ্যানেলের খবর ফেসবুক/ ইউটিউবে লাইভ দেখানো হচ্ছে। একজন নারী খবর পাঠ করছেন। কমেন্টগুলো কেমন হতে পারে দেখে নিই।

খবরঃ ঘূর্ণিঝড় আম্ফানে হাজার হাজার বাড়িঘরের ক্ষয়ক্ষতি।

কমেন্টঃ আপা আপনার মাতায় কাপর নাই কেন?

খবরঃ বাংলাদেশে আজ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়ালো।

কমেন্টঃ আপা আপ্নি জদি মুসলমান হন তাহলে অবশ্যই পদ্দা করা উছিত।

খবরঃ আজ সারাদেশে সড়ক দুর্ঘটনায় দুই হাজার মানুষের মৃত্যু।

কমেন্টঃ kanke mage hegab kai?

খবরঃ গত এক বছরে পাঁচ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে।

কমেন্টঃ আপনাদের মতো বেপর্দা নারীরাই ধর্শনের প্রদান কারোণ।

খবরঃ বিনা চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু।

কমেন্টঃ এই মেয়ে তোমাকে বলচি,,, একনো সময় আচে নামাজ পড়ো,,, পর্দা করো,,, তোমার রুপ জৈবন একসময় শেস হয়ে জাবে,,, মৃত্যুর বয় করো।

খবরঃ ট্রেন লাইনচ্যুত হয়ে একশো জনের প্রাণহানী।

কমেন্টঃ তোদের। মত। মেয়ে। দের। জন্য। আজাব। গজব। পড়ে। তোদের। ধ্বংস। নিশ্চিত।

খবরঃ বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত।

কমেন্টঃ এবাবে টিবিতে মুখ চুল শরীর দেকিয়ে খবর পরা টিক না। আল্লাহকে ভয় করুন।

কমেন্টের বানানগুলো একটু খেয়াল করবেন !
(সংগৃহীত)

মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০০

কামাল৮০ বলেছেন: খাঁটি মুমিনদের মতো কমেন্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৪

গেছো দাদা বলেছেন: সত্যিই এগুলো গভীর চিন্তার বিষয়। এদের সংখ্যাই বেশি মনে হয়।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১

পোড়া বেগুন বলেছেন:
ও দাদা তুমি আমাগো টিবির মাইয়াগুলার দিকে
বদ নজর চিচ্ছো ক্যানে?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪২

গেছো দাদা বলেছেন: হা হা হা।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: এরা না থাকলে ফাউলেরা বিনোদোনের সুযোগই পাইতো না। এদিকে ফাউলেরা জানে যে এই সব বান্দর গুলি আযান দিলে নামাজও পড়ে না! কিন্তু ফাউলেরা বিনোদন থেকে দূরে থাকতে পারে না!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৭

গেছো দাদা বলেছেন: ফাউলের সংখ্যাই বেশি মনে হয়।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আসলে এমনটিই ঘটে। গোমূর্খ কিছু ছাগল এভাবে অনবরত চিৎকার চেচামেচি করে আমাদের সমাজ সভ্যতাকে বিপর্যস্ত করে। এদের শিক্ষা ও রুচিবোধের দৌড় এদের লেখায়ই ফুটে উঠে। (সামুতেও এমন কিছু উপস্থিতি লক্ষনীয়।)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৯

গেছো দাদা বলেছেন: এই পোষ্টেই এরকম কয়েকজন রয়েছে। হা হা হা।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৯

শাহিন-৯৯ বলেছেন:

ফেসবুকে খবরের শিরোনাম থাকে এক আর ভিতরের বিষয়বস্তু থাকে অন্যরকম, পাবলিক এখন আর লিংক ওপেন করে পড়ে না সে তার অতি কষ্টে লিখিত একটি কমেন্ট কপি করে রাখে তারপর সামনে যা আসে তাতেই পেস্ট করে।

যেমন আমাদের মিডিয়া তেমনি আমাদের দর্শক।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১১

গেছো দাদা বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৫৪

কামাল৮০ বলেছেন: শুধু বেশি না,এদের দাবি ৯০% ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৪

গেছো দাদা বলেছেন: হতেও পারে।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৭

নাহল তরকারি বলেছেন: নিজে ফজরের নামাজ পড়ে না। আবার মাইন্সের পর্দা করার জন্য উপদেশ দেয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৫

গেছো দাদা বলেছেন: হা হা হা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫১

বিটপি বলেছেন: আমাদের দেশে রাস্তায় বেরুলে কয়টা মেয়েকে বোরখা পড়তে দেখা যায়? পোশাক নিয়ে কড়াকড়ি কবে আমাদের দেশে ছিল? গ্রামাঞ্চলে মানুষ বোরখা বেশি পড়ে নিরাপত্তাজনিত কারণে, ধর্মীয় কারণে নয়। আমাদের দেশে ধর্ম নিয়ে কখনোই বাড়াবাড়ি হয়না। দাদা আপনার পাছায় জ্বালা করলে ঐ পাড়ে গিয়ে আগুন নেভান। দয়া করে এখানে ছাগলামি করতে আসবেন না।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭

গেছো দাদা বলেছেন: খুব জ্বলছে ? ওদের সমর্থক ?

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১০

রানার ব্লগ বলেছেন: এরা সব খাটি ঈমানদার মুমিন যাদের প্রফাইল ঘটলে কেবল পর্ন দেখা যায়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২

গেছো দাদা বলেছেন: এতে ওদের ইমান নষ্ট হয় না ?

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৯

নতুন বলেছেন: আমি বিনোদনের জন্য বিবিসি বা অন্য নিউজের ফেসবুকের কমেন্ট পড়ি মাঝে মাঝে। B-))

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২

গেছো দাদা বলেছেন: আমিও।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুরাদ টাকলা মন্তব্য সব
এসব মন্তব্য দেখে হাসতে হাসতে মরি

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৪

গেছো দাদা বলেছেন: মুরাদ টাকলা। হা হা হা।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯

গেছো দাদা বলেছেন: মুরাদ টাকলা। হা হা হা।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউটিউবেও আছে এরকম। অনেক ভিডিওতেই কিছু ভ্লগার নামাজ পড়া, পর্দা করা, রাসূলুল্লাহ (সঃ )-কে প্রশংসা করে কমেন্ট থাকে। তবে, এই কমেন্টের সংখ্যা নিশ্চয়ই কন্টেন্ট রিলেটেড কমেন্ট সংখ্যার চাইতে অনেক কম।

গেছোদাদা, আপনার এ পোস্টটি একটু অতিরঞ্জিত হয়ে গেছে। আমি ব্লগ, ফেইসবুক, ইউটিউবে অনেক ঘোরাঘুরি করি। আমার চোখেও এগুলো পড়ে। কিন্তু সেই কমেন্টগুলোর সংখ্যা কি অনেক বেশি? আপনি নিজে কি কখনো হিসাব করে দেখেছেন, এ ধরনের কমেন্টের সংখ্যা কত পারসেন্ট?

আপনি ভালো রম্য লেখেন, আমি আপনার ফ্যান। রম্যের বিষয় নির্বাচনে আরো প্রজ্ঞার পরিচয় দেবেন, এ প্রত্যাশা আপনার কাছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০

গেছো দাদা বলেছেন: উপরে কামাল৮০ মন্তব্য করেছেন :"শুধু বেশি না,এদের দাবি ৯০% "। বাকিটা আপনি জানেন।
আর লেখক কে তার স্বাধীনতা নিয়ে লিখতে দেওয়া উচিত। ধন্যবাদ।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০০

জগতারন বলেছেন:

চাঁদ গাজী ও রাজিব নূর
ছাড়া এই "সামু" ব্লক আর আমার আগের মতো লাগে না ।
তাহারা আবার এইখানেই আসিলে খুব ভালো হইতো ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৬

গেছো দাদা বলেছেন: এই কমেন্টের মাধ্যমে কি বুঝাতে চাইলেন আমার বোধগম্য হল না। দুঃখিত।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

বাংলার এয়ানা বলেছেন: কারনহীন চুলকানির কি কোন প্রয়োজন আছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২

গেছো দাদা বলেছেন: যুক্তিহীন মন্তব্য লাগলো।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪১

ভুয়া মফিজ বলেছেন: এটা কোন রম্যের বিষয়বস্তু না।

যারা এই ধরনের ভুল বানানে বাংলা লিখে, তারা হয়তো ততটা শিক্ষিত না, কিন্তু তারা হৃদয়ে বাংলা ভাষাকে লালন করে। আপনাদের কোলকাতায় দেখেছি হিন্দির আগ্রাসন। ভবিষ্যতে বাংলা ভাষাটা বাংলাদেশীদের জন্যই টিকে থাকবে, এটা মনে রাখবেন। আর ধর্মীয় উন্মাদনা আপনাদের দেশে নাই? পারলে সেসব নিয়ে রম্য লিখুন। আমাদেরটা আমাদেরকেই ভাবতে দিন।

আপনার জন্য শুভ কামনা রইলো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

গেছো দাদা বলেছেন: এটা রম্য নয়? তাহলে এটা কি ভুয়া ?? অবশ্য যার নামটাই ভুয়া ,তার তো সবকিছুই ভুয়া লাগবে। হা হা হা।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


মুমিনদের ইমান চর্চার নমুনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭

গেছো দাদা বলেছেন: হা হা হা।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

অক্পটে বলেছেন: শোন মমিন মুসলমানও
করি আমি নিবেদনও
এই দুনিয়া ফানা হবে
জেনে জানো না।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৮

গেছো দাদা বলেছেন: ফানা টা কি জিনিস ?

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কয়েকজন মুমিন গোস্বা করছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯

গেছো দাদা বলেছেন: তাই তো দেখছি !! হা হা হা।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এসব ছাগল গুলো ফেসবুকে প্রায় সব মেয়ে সেলিব্রিটিদের পোস্টে উপরোক্ত মন্তব্য গুলো করে থাকে।

নীচের টা রম্য হিসেবে গন্য হপে, কে একজন একবার স্ট্যাটাস দিসিল


ভাই রোজা সব রাখেন?
মুমিনগো উত্তরঃ না।
নামাজ ৫ ওয়াক্ত পড়েন।
মুমিনঃ না।

তো ইসলামি আন্দোলনে আপনার ভুমিকা কি?
মুমিনঃ আমি বাংলাদেশের নারীদের হিগাব না করার কারণে ফেবুতে রোজ গালি দেই।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৯

গেছো দাদা বলেছেন: দারুন লিখেছেন।ধন্যবাদ।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক বলেছেন: বাকিটা আপনি জানেন।

গেছোদাদা, আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতার কথা বলেছি। আমি ফেইসবুক, ভ্লগ (ইউটিউব), ব্লগ চষে বেড়ানো পাবলিক। আমার চোখে কী কী পড়ে আমার কমেন্টে তা উল্লেখ আছে। একটা ভিডিওতে কন্টেন্ট রিলেটেড কমেন্টের পাশাপাশি ধর্ম নিয়ে কিছু কমেন্ট থাকে, কিন্তু তাদের সংখ্যা নগণ্য। আপনি সেই নগণ্য সংখ্যক কমেন্ট নিয়ে, যখন বিষয়টা স্পর্শকাতর, এবং আপনার পক্ষ থেকে আরো বেশি সেনসিটিভ (কেন, সেটা আপনি নিশ্চয়ই বোঝেন), কেন লিখলেন, আমার পয়েন্টটা ছিল সেখানে। আপনি কি সেটা ধরতে পারেন নি?

কী বিষয়ে লেখক লিখেবন, সেটা অবশ্যই লেখকের স্বাধীনতা। কিন্তু আপনাকে আরো বেশি প্রজ্ঞাবান হতে বলেছি এজন্য যে, এ বিষয়ে রম্য লেখার জন্য আপনার বিষয় নির্বাচন সঠিক হয় নি। শিরোনামে এটা রম্য লিখলেও আসলে রম্য হয় নি। ধর্মের দিক থেকে একটা বিশেষ শ্রেণিকে আপনি হেয় করছেন, আরো বেশি যেটা আপত্তিকর, তা হলো আপনি একটা দেশকে উল্লেখ করে লিখেছেন। দেশের প্রশ্নে ধর্মকে ছাপিয়ে প্রশ্নটা জাতীয়তাবোধের, আপনি যদি এখনো সেটা না বুঝে থাকেন, তাহলে আপনাকে আরো ম্যাচিউরিটি গেইন করতে হবে সাহিত্য রচনার জন্য।

আশা করি গুরুত্বটা এবার বুঝেছেন। শুভেচ্ছা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৫

গেছো দাদা বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। এটা বাংলা ব্লগ। আর বাঙ্গালি অনেক দেশেই আছে। এখানে সামগ্রিকভাবে কোন দেশ বা কোন ধর্মকে টার্গেট করা হয় নাই। আপনার বুঝতে ভুল হয়েছে। তেমন হলে তো এখানে ভারত বা পাকিস্থানের বিপক্ষেও অনেক রকম পোষ্ট হয়। এটা একটা নির্দোষ রম্য সমাজের একটা ধর্মান্ধ অংশকে নিয়ে।
আবার বলছি লেখকের বিষয়বস্তু চয়নের সম্পূর্ন স্বাধীনতা থাকা দরকার। পাঠক পড়বে কি পড়বে না সেটা পাঠকের স্বাধীনতা।
ভালো থাকবেন। আরেকটা রম্য আজকে পোষ্ট করছি। পড়ার আমন্ত্রন রইল।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার রম্য ভালো। ফেবুতে এসব শোয়ররা আরও নোংরা মন্তব্য করে নারীদের পোস্টে। মেয়েদের যারা শুধু কিচেনে বা বাসায় বন্দী করে রাখতে চায় তারাই এই ধরনের মন্তব্য করে ফেসবুক এবং ইনস্টায়। এরা মুরাদ টাকলা ও অল্প শিক্ষিত।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৭

গেছো দাদা বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ বন্ধু।

২২| ০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি বাংলাদেশী বিদ্বেষ পোষন করেন লেখায় তা ফুটে উঠেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.