নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

ভারত কি সত্যিই বিশ্বগুরু হতে চলেছে ?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

তথ্য ১ : ভারতের অর্থনীতি ৩.৮ ট্রিলিয়ন ডলার পার করেছে গতকাল। ২০২৬ এর মধ্যে যেটার টার্গেট ৫ ট্রিলিয়ন ডলার।
তথ্য ২ : সফল জি ২০ আয়োজনের মাধ্যমে বিশ্বে এক অভূতপূর্ব ব্র্যান্ড হিসাবে ভারতের আত্মপ্রকাশ হয়েছে।
তথ্য ৩ : চীনকে টক্কর দিয়ে পাল্টা ভারত -ইউরোপ করিডোর ঘোষনা করা হয়েছে। এটা ১০ বছরের মধ্যে আত্মপ্রকাশ করবে। এর ফলে আগামীদিনে ভারতের বিশ্ব বিজনেসের পাওয়ার সেন্টার হয়ে ওঠার পুরোপুরি সম্ভাবনা রয়েছে।
তথ্য ৪ : এইমুহূর্তে অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান বা সহপ্রধান ভারতীয় বংশোদ্ভূত। যেমন ইংল্যান্ড,সিঙ্গাপুর,মরিসাস,আমেরিকা ইত্যাদি। এটা বিশ্ব মঞ্চে ভারতকে অনেকটাই এগিয়ে দিচ্ছে।
তথ্য ৫ : বিশ্বের সবথেকে প্রভাবশালী গ্লোবাল জায়েন্ট কোম্পানি বা সংস্থা গুলো ভারতীয়দের দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন গুগল,অ্যামাজন,মাইক্র্রোসফ্ট,বিশ্বব্যাঙ্ক ইত্যাদি। তালিকা অনেক লম্বা।
তথ্য ৬ : ভারতের সফল চন্দ্রাভিযান। এটি ভারতীয়দের গর্ব ও উৎসাহ কে এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দিয়েছে।
তথ্য ৭ : ভারতীয়দের সনাতন ও চিরআধুনিক সংস্কৃতিতে পুনরায় প্রত্যাবর্তন। এটার একটা অসম্ভব পজিটিভ ইমপ্যাক্ট দেশজুড়ে পড়ছে।
তথ্য ৮ : সরকারের ঘোষিত লক্ষ্য অনুুযায়ী ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্র্রে পরিনত হতে যাচ্ছে। এর জন্য দেশজুড়ে বিরাট কর্মযজ্ঞ চলছে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেশজুড়ে গড়ে উঠছে। যে কেউ ভারতে এলে এটা অনুভব করতে পারে।
তথ্য ৯ : দেশে পুরোদমে দারিদ্র দূরীকরনের কাজ জোড়কদমে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষনা রিপোর্ট থেকে এটা পরিস্কারভাবে জানা যায়।
তথ্য ১০ : অভূতপূর্ব প্রতিরক্ষা ব্যাবস্থা করা হয়েছেে ও হচ্ছে। এটা নিয়ে আর বেশি কিছু লিখছি না।

আরো অনেক কিছু লেখার ছিল। এটুকুই আপাতত থাক।
বাংলাদেশ বন্ধুরাষ্ট্র হয়ে থাকলে ভারতের উন্নতির সুফল তারাও পাবে। বাংলাদেশের জন্য শুভকামনা রইলো।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী, ভারত এমনিতেই উপরে আছে, আরও উপরে উঠতে যাচ্ছে।

বাংলাদেশ এমনিতেই সুফল পাচ্ছে, আরও পাবে!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

গেছো দাদা বলেছেন: এই পোষ্ট পড়ে একটু ব্যাথা পেলেন নাকি ? যাইহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঋণাত্মক শূন্যের সাথে সহমত।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

গেছো দাদা বলেছেন: আর আমার পোষ্টের সাথে ?

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ভারত এগিয়ে যাক। যাওয়াই উচিৎ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

গেছো দাদা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত আরো এগিয়ে যেত কিন্ত ধর্মীয় কোন্দল গতি মন্থর করেছে; ভারত সমৃদ্ধ হলে তার সুফল কেউ না পেলেও বাংলাদেশ পাবে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

গেছো দাদা বলেছেন: ঠিক বলেছেন। ভারতের সংখ্যাঘুঘু (মতান্তরে সংখ্যালঘু) দের ধর্মীয় কোন্দলের কারনেই উন্নতির গতি কিছুটা স্লথ।
পৃথিবীর সর্বত্রই এটা হচ্ছে। কি আর করা যাবে !! ওদের শুভবুদ্ধির উদয় হোক।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

জ্যাক স্মিথ বলেছেন: ভারত বিশ্ব রাজনীতিতে একটা ব্যলেন্স রেখে চলার চেষ্টা করছে, কতটা সফল হবে তা সময়ই বলে দিবে। ভারতে ধর্মীয় উন্মাদনা বন্ধ না করতে পারলে খুব বেশিদুর এগোতে পারবে না, মানে এখন পর্যন্ত যতটা উন্নতি করেছে তা থেকে আবার পিছন দিকে চলা শুরু করবে। মোদি টিকেই রয়েছে উগ্র হিন্দুত্ববাদের উপর ভর করে। আমি ভারতে একজন সেক্যুলার শাসক চাই মোদিকে না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

গেছো দাদা বলেছেন: ভারতের এখনকার অসাধারন উন্নতির পিছনে মোদির ক্ষুরধার মষ্তিস্ক রয়েছে। সেজন্যই বেশিরভাগ ভারতীয় চাইছে , "ফিরসে একবার ,,, মোদি সরকার " ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০০

ঢাবিয়ান বলেছেন: ভারতের উন্নতি কেবলই নিয়ন্ত্রিত মিডিয়ার পাতা নির্ভর কিনা তা নিয়ে অনেক সন্দেহ আছে। টুইটারে ঢুকলে ভিন্ন ভারতের চেহারা দেখা যায়। খোদ ভারতবাসীরাই অনেক বিভৎস সত্য সামনে আনছে। এ ছাড়া ইদানিং নেটফ্লীক্সে যেসব ছবি বানানো হচ্ছে ভারতের রাস্ট্রীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে তা উন্নত ও সভ্য ভা্রতের প্রতিচ্ছবি প্রদর্শন করে না। নেটফ্লীক্সে ''স্কুপ'' নামের ওয়েব সিরিজটা সবাই দেখতে পারেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

গেছো দাদা বলেছেন: দাদা রে , ১০০% সন্তুষ্টি একমাত্র স্বর্গ বা জান্নাতেই সম্ভব। ভারতে অনেক কিছু হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি একটা ছোট শহরে থাকি। ৫০০০ ভারতীয় টাকা অফার করেও বাড়িতে কাজের লোক পাচ্ছি না। এটা দিয়েই ভারতের আর্থিক উন্নতির বহর বোঝা যায়।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১০

জুন বলেছেন: একেবারে মন কি বাত, মোদিজী কি সাথ বলেছেন গেছো দাদা /:)

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৫

গেছো দাদা বলেছেন: ভারতের উন্নতি চাওয়া ভারতীয়রা চাইছে ... "বার বার ,,,মোদি সরকার" ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

কাছের-মানুষ বলেছেন: ভারত, চীন এই সমস্ত দেশগুলো আঞ্চলিক শক্তি হতে পারে, অনেকটা এলাকার মোড়ল টাইপ, একটা সার্টেন লেভেলে পর্যন্ত, তবে গ্লোবালী নেতৃত্ব বা আমেরিকার দ্বারে কাছে আগামী কয়েক বছরেও না! ভারত অনেক কিছুতেই ভাল করছে তবে তাদের বিশাল জনগোষ্ঠী ভিন্ন ভাষাভাষী এবং আমাদের উপমহাদেশীয় ধর্মীয় বা জাতীগত ভেদাভেদ ইত্যাদি ইউরোপ, আমেরিকারমত জ্ঞান ভিত্তিক সোসাইটি গড়ে তোলে গ্লোবালী নেতৃত্ব উপযোগী করে তোলা সম্ভব না। আমেরিকা, ইউরোপ বিগত কয়েকশ বছরে প্রচেষ্টায় আজকের পর্যায়ে এসেছে, জাতীগত, ধর্মীয় রিফোর্ম করে, বর্ন বির্দেষ ইত্যাদি বিভিন্ন ধাপ অতিক্রম করে বর্তমানের গনতন্ত্র ব্যাবস্থায় এসেছে! বিশ্বকে নেতৃত্ব দেবার মত আমেরিকার বিকল্প আগামী একশ বছরেও সম্বব না!

তবে ইন্ডিয়া গ্লোবাল একটি শক্ত অবস্থান থাকবে এর বিশাল জনসংখ্যা, ভোক্তা শ্রেণী থাকায়, এই বাজারে অনেকে প্রবেশ করছে বা চাইবে। কিছুদিন আগেও কলকাতায় সাধারন নির্বাচনে অনেকগুলো মানুষ মারা গেল, এক মহিলাকে বেশীদিন হয়নি বিবস্ত্র করে ঘুরিয়েছে, তাছাড়া বর্নবির্দেষ ইত্যাদি এখনো চরম, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এক স্কুল শিক্ষিকা মুসলীম ছাত্রকে ক্লাসের সবাইকে দিয়ে চড় মারাচ্ছে, খোদ ভারতেই এটা নিয়ে অনেক হইচই হয়েছে, শিক্ষিকার খুব অনুসূচনা নেই দেখলাম! যাইহোক ভারত শিক্ষায় ভাল করছে, অর্থনৈতিক নিয়মে বেশী জনসংখ্যার দেশে অনেক বিলিয়েন্ট এক্সটাঅর্ডিনারী মানুষ বেরিয়ে আসে, ভারতের একটা ভয়েস থাকবে! তাছাড়া ভারত চীন এবং পাকিস্তানের সাথে সীমান্ত শেয়ার করে যেটার ঢেউ সমাজে মাঝে মাঝেই আঘাত হানবে! বিশ্বগুরু হবে না আঞ্চলিক গুরু হবে।



এটা আমার অবজারভেশনে, মাইন্ড করবেন না আশাকরি! ভারতের ষ্টাবিলিটির জন্য যেমন বাংলাদেশের ষ্টাবিলিটি দরকার, তেমনি প্রতিবেশী দেশ ভাল করলে বাংলাদেশের ষ্টাবিলিটির জন্যও দরকার! আমি চাই ভারত ভাল করুক তবে বিশ্বগুরু বলতে যদি বোঝান বিশ্ব নেতৃত্ব দেয়া আমেরিকার মত সেটা আগামী ১০০ বছরেও না, তবে আঞ্চলিক গুরু এবং বিশ্বে শক্ত অবস্থান থাকবে চীনের মত। চীনেরও বিশ্ব নেতৃত্ব দেবার পর্যায়ে নেই তবে বিশ্বে শক্ত অবস্থান আছে, আঞ্চলিক শক্তি আছে। বিশ্বে আমেরিকার বিকল্প সত্যিই সম্ভব না এখন পর্যন্ত!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২

গেছো দাদা বলেছেন: ওকে। দেখতে থাকুন।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

ঊণকৌটী বলেছেন: 2026- 27 এর মধ্যে ভারতের রোড ইনফ্রাস্ট্রাকচার এর কাজ শেষের কথা 3 লাখ কোটি টাকার সুবিশাল কর্ম যজ্ঞ চলেছে সেখানে

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

গেছো দাদা বলেছেন: দাদা, ভারতের ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতির গতি দেখে আমাদেরও মাঝে মাঝে চমক লেগে যাচ্ছে।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

মেঠোপথ২৩ বলেছেন: ভারতের মোড়লগিরি, বাংলাদেশ, নেপাল , সিকিম ভুটান পর্যন্তই । দেশ হিসেবে ভারত কোন সভ্য ও উন্নত দেশ নয়। চীনের সাথেও ভারতের তুলনাই চলে না। চীন তেমন সভ্য না হলে খুবই উন্নত একটি দেশ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

গেছো দাদা বলেছেন: এটা ভারতের বামপন্থী দের ন্যারেটিভ। ভারতীয়রা এদের আর পাত্তা দিচ্ছে না। ওরা এখন ভারতীয় দের কাছে কুকুরের সমান।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

শাহ আজিজ বলেছেন: ভারত উন্নতি করছে এটা সত্যি কিন্তু চীন থেকে পিছিয়ে আছে । ভারতের দরিদ্র জনপদের দিকে তাকালে একটু হোঁচট খেতে হয় । সংখ্যালঘু বৈষম্য ভারতের বড় বাধা । তবুও অনেক গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন আপনি ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

গেছো দাদা বলেছেন: রাতারাতি সবকিছু হয় না দাদা। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

ডার্ক ম্যান বলেছেন: ভারত গুরু হলে আমাদের কোন লাভ লোকসান নেই

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২

গেছো দাদা বলেছেন: প্রতিবেশি হিসেবে অবশ্যই লাভবান হবেন। শুধু সম্পর্কটা বন্ধুত্বপূর্ন রাখতে হবে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: ৩,দশ বছর আগেই চীন এটা করে ফেলেছে।চীন ভারত সহযোগী হলেই বরং দুই দেশের জন্য মঙ্গল।
আমেরিকার সাথে বন্ধুত্ব বাড়লো না কমলো।ভিয়েতনামে বাইডেনের কথা বার্তা সুবিধার মনে হলো না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

গেছো দাদা বলেছেন: বাইডেন কে এইসব কথাবার্তা ভিয়েতনামে বলতে হয়েছে। ভারতে বলার সাহস পায় নি। এটা ভারতের বর্ধিত ক্ষমতার পরিচায়ক।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:

গত ১৫ বছরে ভারত ও বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে গেছে।
তবে বাংলাদেশ একটু বেশি গতিতে এগিয়েছে। বিশেষ করে অর্থনীতি ও সামাজিক সূচক গুলোতে।
ভারতের মত এত বৃহৎ অর্থনৈতিক শক্তি প্রতিবেশী হওয়াতে বাংলাদেশের উত্থানের গতি বাড়ছে। ভোক্তা বাজারও বড় হচ্ছে।
বিশ্বের বড় বড় শেয়ার বাজার পর্যবেক্ষণকারী মিডিয়া গুলো যারা শেয়ার বাজারিদের জন্য অর্থনীতির ফোরকাস্ট করে, যেমন Bloomberg Forbes এবং ইকোনমিক্স পত্রিকার economist intelligence এরা সবাই বলছে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক গতি ২০৪১ সাল পর্যন্ত রাজনীতি স্থিতিশীল থাকবে এবং অর্থনীতির গতি এই গতিতেই অব্যাহত থাকবে।
এবং ২০৪০ এর আগেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলার পরিণত হয়ে বিশ্বের ২০ তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে।

অবশ্য বাংলাদেশে পাকিস্তানপন্থী সরকার থাকলে বাংলাদেশের পরিণতিও পাকিস্তানের মতো হতো।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

গেছো দাদা বলেছেন: সঠিক পর্যবেক্ষন। ধন্যবাদ।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

গেছো দাদা বলেছেন: সঠিক পর্যবেক্ষন। ধন্যবাদ।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

নিমো বলেছেন: গেছো গুরু হবার প্রবল সম্ভাবনা আছে। আপনার লেখা এ যাবত কালের সর্ব শ্রেষ্ঠ রম্য হয়েছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

গেছো দাদা বলেছেন: হা হা হা ।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৭

শাহিন-৯৯ বলেছেন:

জি-২০ সম্মেলন সফল হলো কিভাবে? তিন বিশ্ব মোড়লের দুই জন আসেনি!! শুধু খাওয়া দাওয়া হলেই সম্মেলন সফল হয়?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

গেছো দাদা বলেছেন: জি-২০ সম্মেলন সফল হয় নি ? এত ঈর্ষা নিয়ে রাতে ভালো ঘুম হয় ??

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:০২

আমি নই বলেছেন: ভারতীয়রা বিশ্ব জায়ান্ট কোম্পানি গুলো চালাচ্ছে (আসলে হবে চাকরি করছে), এটা ভেবে যেমন মনে মনে সুখ নিচ্ছেন, বিশ্বগুরু হওয়ার ব্যপারেও সর্বোচ্চ মনে মনে সুখ নিতে পারেন, কেউ মানা করবেনা।

আপনারা সর্বোচ্চ পাড়ার মাস্থান হতে পারবেন এর চাইতে বেশি নয়। গুরু হতে গেলে শিষ্যদের দেয়ার মানসিকতা থাকতে হয় আর আপনাদের মানসিকতা হল চেটেপুটে খাওয়ার। আমরা আপনাদের যা দিয়েছি তার ১% ও পাই নাই। আমরা দেই ফ্রি করিডর, ট্রানজিট আর আপনারা পিয়াজ, মরিচ রপ্তানি করার মাধ্যমে ব্যাবসা করে ক্রেডিট দাবী করেন। রোহিংগাদের ব্যাপারে সাহায্য চাইলে উল্টা আপনাদের মুদি মায়ানমার সফর করে ওদের পক্ষ নেয়। মুখে মধু অন্তরে বিষ এটাই হচ্ছে আপনাদের চরিত্র। পাপিস্তান আর আপনাদের মাঝে কোনোই তফাৎ নাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

গেছো দাদা বলেছেন: আমরা রোহিঙ্গাদের দায় কেন নেব ? ওরা মানব জাতীর শত্রু। আপনারা ও বার্মা মিলে যা করার করুন। ওদের নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই।

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

নূর আলম হিরণ বলেছেন: বিশ্ব মোড়ল হতে হলে সারা বিশ্বের জন্য কাজ করতে হয়। বিশাল মনের অধিকারী হতে হয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

গেছো দাদা বলেছেন: সনাতন ধর্মে এটা ৫০০০ বছর আগেই বলেছে। বসুধৈব কুটুম্বকম। ভারত সেই পথেই চলছে। ধন্যবাদ।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

কাঁউটাল বলেছেন:


A Golden Age for Cow Urine in India

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

গেছো দাদা বলেছেন: নিন্দুক দের মুখে ছাই দিয়েই ভারত এগিয়ে চলেছে। ধন্যবাদ।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

রানার ব্লগ বলেছেন: ভারত একটা কাজ খুব সুনিপুন ভাবে করছে । তা হলো বিশ্বের তাবদ প্রভাবশালী দেশের সিধান্ত তৈরী অবস্থানে ভারতীয়দের অবস্থান নিশ্চিত করছে । এবং সেই সব ব্যাক্তি মনে প্রানে ভারতীয় । এইবার বুঝে নিন ভারত কি করছে বা করবে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩১

গেছো দাদা বলেছেন: সঠিক পর্যবেক্ষন।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৮

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আমরা রোহিঙ্গাদের দায় কেন নেব ? ওরা মানব জাতীর শত্রু। আপনারা ও বার্মা মিলে যা করার করুন। ওদের নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই।

আপনাদের দায় নিতে কে বলেছে? =p~ =p~ কোনো কিছুর দায় নেয়ার মত মনমানসিকতা আপনাদের হয়নি, কোনো কিছুর দায় নিতে গেলে উদার মানসিকতা থাকতে হয়। আপনাদের মানসিকতাই হল চেটেপুটে খাওয়ার। আর যারা গ্লোবাল ভিলেজে থেকেও চেটেপুটে খাওয়ার ধান্দা করে তারাই মানব জাতীর প্রধান শত্রু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.