নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভূমিকম্প !!

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৯


.
.
পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে এক ধরনের বিচিত্র ভূমিকম্প দেখা যায়।

এই ভূমিকম্পে মূর্তি ভাঙে, বৌদ্ধমঠ-মন্দির ভাঙে, কিন্তু মসজিদ মাজারের কোনো ক্ষতি হয় না।

ভূমিকম্প যেহেতু প্রাকৃতিক ঘটনা তাই এর জন্য কখনো কারো শাস্তিও হয় না।

আশ্বিন মাসের আশেপাশে এই ভূমিকম্পের প্রাদুর্ভাব দেখা যায় ।


নিন , এবার এক এক করে আমারে গালি দিয়ে যান !!!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:




বেকুবকে গালি দেয়া আরেকটা বেকুবী।

ভুমিকম্পের ফলে পদ্মার ইলিশ কলকাতার ঘাটে আশ্রয় নেয়। পুজায় যাওয়ার সময় ইলিশ খেয়ে যাবেন, মা সন্তানের আনন্দ চোখে দেখতে চান।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৮

গেছো দাদা বলেছেন: গালি নং ১ ।

২| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



ওহ, আপনি তো মানুষের খাবার ইলিশ খান না, আপনার জন্য কলা পাঠাতে হবে!

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬

গেছো দাদা বলেছেন: গালি নং ২ ।

৩| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:২৫

নূর আলম হিরণ বলেছেন: পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ! পূর্ব পাকিস্তান যুক্ত করে লেখার দরকার কি!

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৭

গেছো দাদা বলেছেন: গালি নং ০ ।

৪| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ২:২২

কামাল১৮ বলেছেন: আমাদের দেশের নাম হওয়া ঠিক ছিল পূর্ব বাংলা।যেটা ঐতিহাসিক ভাবে সত্য।দুই বাংলা এক হলে বাংলাদেশ ঠিক ছিল।
সৈয়দ আলী আহসানের আমার পূর্ব বাংলা কবিতাটা যখন পড়ি আবেগে আপ্লুত হয়ে যায় মন।
আমার পূর্ব-বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ
অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়
একটি প্রগাঢ় নিকুঞ্জ
সন্ধ্যার উন্মেষের মতো
সরোবরের অতলের মতো
কালো-কেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি
আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারের অনুরাগ
হৃদয় ছুঁয়ে- যাওয়া
সিক্ত নীলাম্বরী
নিকুঞ্জের তমাল কনক-লতায় ঘেরা
কবরী এলো করে আকাশ দেখার
মুহূর্ত
অশেষ অনুভব নিয়ে
পুলকিত সচ্ছলতা
এক সময় সূর্যকে ঢেকে অনেক মেঘের পালক,
রাশি রাশি ধান মাটি আর পানির
কেমন নিশ্চেতন করা গন্ধ
কত দশা বিরহিণীর- এক দুই তিন
দশটি
এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল
অভিসার
ঘর আর বিদেশ আঙিনা
আকুলতায় একাকার
তিনটি ফুল আর অনেক পাতা নিয়ে
কদম্ব তরুর একটি শাখা মাটি
ছুঁয়েছে
আরও অনেক গাছ পাতা লতা
নীল হলুদ বেগুনি অথবা সাদা
অজস্র ফুলের বন্যা অফুরন্ত
ঘুমের অলসতায় চোখ বুঁজে আসার মতো
শান্তি
কাকের চোখের মতো কালোচুল
এলিয়ে
পানিতে পা ডুবিয়ে-রাঙা-উৎফল
যার উপমা
হৃদয় ছুঁয়ে-যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে
দেহ ঘিরে
যে দেহের উপমা স্নিগ্ধ তমাল-
তুমি আমার পূর্ব-বাংলা-
পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ। লেখক, সৈয়দ আলী আহসান

পূঁজ আসলেই মুর্তি ভাঙ্গার হিড়িক লেগে যায়।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৮

গেছো দাদা বলেছেন: সমর্থন নং ১ ।

৫| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ২:২৭

কামাল১৮ বলেছেন: পূজা হবে

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৯

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ নং ১ ।

৬| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১০:০২

ধুলো মেঘ বলেছেন: পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ - এই কথাটা কি আপনি আমাদেরকে অপমান করা জন্য বললেন? সেক্ষত্রে আমি মডারেটরকে অনুরোধ করব আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৫০

গেছো দাদা বলেছেন: গালি নং ৩ ।

৭| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী উল্টা পাল্টা পোস্ট
উল্টা পাল্টা কথাবার্তা

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৫০

গেছো দাদা বলেছেন: গালি নং ৪ ।

৮| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩০

জগতারন বলেছেন:
এই সমস্ত ছোট মনের অসুস্থ ব্লগার ভারতীয় বাংলা ব্লগ "কোরায়" গিয়ে আশ্র নেয় না কেন ?
এই ভারতীয় ব্লগার বাংলাদেশের ব্লগে এসে মাঝে মাঝেই এই রকম উস্কানীমূলক পোষ্ট দিয়ে থাকে।
এই ব্যাপারে আমি আমি মডারেটর-এর দৃষ্ট আকর্ষন করছি।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:৫১

গেছো দাদা বলেছেন: গালি নং ৫ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.