নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন আমার দাদা রাজিব নুরের সদ্য বিয়ে হয়েছে, দাদা বিকেলবেলা ঘরে ঢুকে দেখলো ভাবি জামাকাপড় ভাজ করছে। মেঝেতে একটা তেলাপোকা ঘুরছে। আর সব মেয়েরা তেলাপোকা অনেক ভয় পায় সবাই জানে।
দাদা ভাবলো নিজেকে বীর পুরুষ প্রমাণ করার এই সুযোগ। ভাবি তেলাপোকা দেখলেই চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে, তারপরে নিশ্চয় ভয় পেয়ে দাদা কে জাপ্টে ধরবে,ব্যাপারটা কতটা রোমান্টিক হবে ভেবেই দাদা বেশ শিহরিত।
তাই হুট করে চেঁচিয়ে বলল,
-- এই তোমার পেছনে তেলাপোকা।
ভাবি পেছনে ঘুরে বিরক্তিভাব দেখিয়ে বলল,
-- তুমি তেলাপোকায় ভয় পাও?
বড়ো বীরপুরুষ আমার.. সরো আমি দেখছি।
দাদা হেব্বি অবাক হল।
ভাবি একটা ঝাড়ু হাতে নিয়ে তেলাপোকারে এমন পিটানো পিটালো দেখে দাদার সব রোমান্স নিমেষে উধাও।
ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে দাদা বিড়বিড় করতে লাগল, 'যেনতেন বউ তুমি পাও নি রাজিব, সাবধানে না চললে তোমারও ঝাঁটাপেটার অভাব হবে না।
২| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৮
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সুন্দর হয়েছে।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৭
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা।
৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৭
ঊণকৌটী বলেছেন: আপনার রম্য গল্প গুলি ভালো ছিলো, দেখতাম কিন্তু গত কয়েকদিন এর গল্প গুলি ভালো লাগে নি, চেষ্টা করেন কিছু ভালো লেখার শুভেচ্ছা রইলো
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬
গেছো দাদা বলেছেন: এটা আপনার রাগের কথা । ভালো থাকবেন।
৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৯
ঊণকৌটী বলেছেন: অনুরোধ করবো ব্লগের শোনাগাজী কে নিয়ে কোন কটূক্তি করবেন না, কারণ উনি একমাত্র মানুষ যে ব্লগে প্রাণ বজায় রেখেছে ,আর একটা কথা কি দরকার এই সব মোল্লা তোলা নিয়ে পোস্ট করার, নিজেকে যে বড় বড় সে নয় চেষ্টা করেন যে আপনি এক জন সাধারণ মানুষ হতে পারেন, আমিও ভারতের একজন সাধারণ মানুষ
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৩
গেছো দাদা বলেছেন: শোনাগাজী নিয়ে আপনার উপদেশ মানতে পারবো না। ও আমাকে ফালতু গালি দেয়। ইট মারলে পাটকেল খেতেই হবে। আপনার বাদবাকি কথার জন্য ধন্যবাদ।
৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৬
ঊণকৌটী বলেছেন: আপনি কলকাতার জীবনের উপরে লিখুন ধারণা দিন আজকের কলকাতার আধুনিক বাঙালির
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৯
গেছো দাদা বলেছেন: আমি কলকাতায় থাকি না। ধন্যবাদ।
৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৫৬
কামাল১৮ বলেছেন: আমি এমন বহু মহিলা দেখেছি যারা তেলা পোকা ভয় পায় না।যেমন রাজিবের বৌ।তবে বেশির ভাগ মহিলা ভয় পায়।হাজার হাজার রাজিব আছে পৃথিবীতে।তাদের একজন রাজিব গান্ধী।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৪
গেছো দাদা বলেছেন: হা হা হা। এর পরের রম্য টা আপনাকে নিয়ে লিখব।
৭| ৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: খারাপ না।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ।
৮| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: আমার নাম দিয়েছেন। আমি খুশি হয়েছি।
রম্য ভালো লেগেছে।
মাঝে সাত দিন সুরভি বাসায় ছিলো না। এই সুযোগে আমার ঘরে ছোট ছোট তেলাপোকা হয়েছে। অনেকে এই তেলাপোকাকে চায়নিজ তেলাপোকা বলে। আজ বাসায় ফেরার পথে ওষুধ নিয়ে যাবো। চায়নিজ তেলপোকা মারার ওষুধের নাম জানেন?
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১৮
গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা।
চায়নিজ তেলপোকা মারবেন কেন ? চায়নিজ দের বেচে দিন। কিছু টাকা আমদানি হবে !! হা হা হা।
৯| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩২
শেরজা তপন বলেছেন: সব গেটিস দেয়া রম্য দাদা!!!
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২০
গেছো দাদা বলেছেন: "গেটিস দেয়া" এটার মানে বুঝলাম না !!
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪১
গেছো দাদা বলেছেন: @রাজিব নুর দাদা।
মজা করে আপনার নাম নিয়েছি।
খারাপ লাগলে জানাবেন। অন্য নাম দিয়ে এডিট করে দেব।