নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : গাজা নয়,বাজি !! =p~

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫১

কামাল সাহেবের বউ,মানে আমাদের ভাবি ঘরের ভেতর বাচ্চাকে পড়াচ্ছিল।

কামাল১৮ ব্যালকনিতে দাঁড়িয়ে পাড়ার যে সুন্দরী ভাবি যাচ্ছে তাকে দেখেই বলছে, ভাবি ,দেওয়ালির অগ্রিম শুভেচ্ছা।
সুন্দরী ভাবিরাও উত্তর দিচ্ছে, আমাদের তরফেও শুভেচ্ছা রইল।

কখন যে কামাল ভাবি বাচ্চাকে ছুটি দিয়ে ব্যালকনিতে কামাল১৮ এর পাশে এসে দাঁড়িয়েছে তা টেরই পায় নি।
কামালভাই তখন বলছে, মমতাজ ভাবি দেওয়ালীর অগ্রিম শুভেচ্ছা।

কামাল ভাবি এসে বলল, দেওয়ালীর শুভেচ্ছা জানানোর সাথে সাথে বাজি ফাটাতে হয়।
কামালভাই বলল,তুমি বাজি এনেছ? সেগুলো আনো, বাইরে ফাটাই!!
ভাবি বলল,না ঘরের ভেতর বাজি ফাটাবো!!

তারপর কামালভাই কে ঘরের মধ্যে নিয়ে গেল আর দুম! দুম! ধপাস! ধপাস! ঘরের ভেতর থেকে বাজি ফাটার শব্দ আসতে লাগল।
আরো আশ্চর্যের ব্যপার বাজি ফাটার সাথে সাথে পুরুষকন্ঠে আর্তনাদ শোনা যাচ্ছিল!! =p~ =p~ =p~

(বাই দি ওয়ে, কামাল১৮ দাদা, আপনারা কি দেওয়ালীতে বাজি ফfটান ? :-B )

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮

গেছো দাদা বলেছেন: @কামাল১৮ দাদা।
মজা করে আপনার নাম নিয়েছি।
খারাপ লাগলে জানাবেন। অন্য নাম দিয়ে এডিট করে দেব।

২| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ২:২৯

কামাল১৮ বলেছেন: এবার দেওয়ালিতে দুর্গা মাই কি জয় বলেছি।আমারা অনেক আনন্দ করেছি।আমি যেই বয়স্ক সমিতির সদস্য সেখানে আমি ছাড়া সবাই হিন্দু তবে বাঙ্গালী না।আমি কোন ধর্মই পালন করি না তবে আনন্দ করি।আমি সবাইকে মানুষ মনে করি।খারাপ লাগবে কেনো,আনন্দ লাগছে।আপনি আমাকে মনে রেখেছেন।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

গেছো দাদা বলেছেন: আপনি সত্যিই উদারমনা মানুষ। এজন্যই আপনাকে পছনদ করি। ভালো থাকবেন দাদা।

৩| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ২:৩৯

কামাল১৮ বলেছেন: এবার আমাদের মাঠে অনেক রাতে পর্যন্ত বাজি পোড়ানো হয়েছে।আমরাও ছিলাম রাত একটা পর্যন্ত।আমি কানাডায় যে এলাকায় থাকি এখানে বাঙ্গালী মুসলমান খুব কম।বেশির ভাগ হিন্দু ননবেঙ্গলী

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪২

গেছো দাদা বলেছেন: বাজি ফটানোর সময় মনটা শিশুদের মতো হয়ে যায় !!

৪| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: এবার পুজোয় আমি আনন্দ করতে পারিনি।
একতা পূজা মণ্ডপ দেখতে যেতে পারিনি।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

গেছো দাদা বলেছেন: কেন দাদা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.