নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মদ আমার প্রচণ্ড অপছন্দের জিনিস। মদ আমি দুচোখে দেখতে পারি না।
কারণ লোক মদ খেলে খুবই ভুলভাল কাজ করে। খুব ছোটবেলায় এটা আমি নিজের চোখে দেখেছি। ঘটনাটা এতটাই নাড়িয়ে দিয়েছিল, যে সেই দিনই ঠিক করে ফেলেছিলাম, জীবনে মদ খাব না।
তখন আমি ক্লাস সিক্সে পড়ি। একদিন পড়তে যাওয়ার সময় এক পাড়াতুতো কাকুর সাথে দেখা, যাকে আমি জীবনে কোনওদিন মাতাল অবস্থা ছাড়া দেখিনি।
তো সেই নেশায় চুর অবস্থায় কাকু জানতে চাইলেন, "কোথায় যাচ্ছিস?" আমি যথারীতি জানালাম যে অঙ্ক করতে যাচ্ছি।
শুনে কাকু বললেন, "বাহ, মন দিয়ে করবি। তা কিসের অঙ্ক?"
-"এই আপাতত Deci mal..."
-"হুম, ওটা খুবই ভাল। তবে বিদেশি মাল আরও ভালো। নেশাটা আরও ভালো হয়।"
(ফুটনোট : "Deci mal..."~ দেশি মাল )
০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:২৯
গেছো দাদা বলেছেন: জিন কে আমাদের এখানে লেডিজ drink বলা হয় !
২| ০৫ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:০৩
কামাল১৮ বলেছেন: বোতলে জিন থাকলে মনে হয় পানি পান করছি।অন্য মদে এটা সুবিধা পাওয়া যায় না।
০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
গেছো দাদা বলেছেন: হা হা হা । এটা ঠিক বলেছেন।
৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: একদিন আমি ইচ্ছা মতো খাবো। গলা পর্যন্ত খাবো।
০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
গেছো দাদা বলেছেন: আমার এক বাল্যবন্ধু, বুলু আকতার। বিরfট মদখোর।
তাকে এটা হারাম বলাতে সে উত্তর দিয়েছিল " মদ খাওয়া হারাম নয়। নেশা করা হারাম ! "
কাজেই মদ খান,কিনতু নেশা না হলেই হল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৭
কামাল১৮ বলেছেন: মদ আমার পছন্দের জিনিস।স্প্রাইটের বোতলে জিন থাকতো।সারা দিন অল্প অল্প খেতাম।ভারতের এক শিখ ডাক্তারের পরামর্শে মদ ছেড়েছি।উনি প্রায় বিশ বছর আমার চিকিৎসা করেছেন।বাইপাসের পর খেতে মানা করলেন।তারপর আর কোনদিন খাই নাই।