নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : বয়কট !

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১:১৭

ভারত থেকে যা যা রপ্তানি হয় তার মোটামুটি একটা লিষ্ট দিলাম.............

চাল, চিনি,গম, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, ভুট্টা, আদা, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, মাছ, গরুমাংস, শুটকি মাছ, মটরশুটি।

সজনা ডাটা, নারকেল,গমের ছিলকা, গুর, পাট বিজ, সরিসা, আপেল, আঙুর, বেদানা.. তরমুজ, আনারস, কমলালেবু।

কিসমিস বাদাম, চাপাতা, মধু, কাজুবাদাম, জিরা,.. এলাচ, বড়োএলাচ, মেথি, তিল, সোয়াবিন, গোলমরিচ।

মুরগির খাবার, মাছের খাবার, তেতুলবিচি, ঔষধ, ব্লিচিং পাউডার, কসমেটিক, মনিহারি.. পাউডার, জামাকাপড়।

ব্লাঙ্কেট, বিভিন্ন যন্ত্রপাতি, ক্রেন, গাড়ি টায়ার, গাড়ি.. ট্রেন ইন্জিন, ট্রেনকোচ, বোল্ডার পাথর.. চিপস পাথর।

শিলপাটা,অক্সিজেন,, আরো অনেক কিছু........


কি কি বয়কট করবেন ভাই দেখেন একটু ।। =p~

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ২:৫১

অহরহ বলেছেন: হা হা হা..........। বাদ গেল, পোশাক শিল্পের কাঁচামাল, সুতা, তুলা, সি এন জি চালিত ভারতের স্কুটার, ভরতে যেয়ে চিকিৎসা সেবা নেয়া, কাশ্মির-দার্জিলিং ভ্রমন, ভারতের সিরিয়াল, এই ঈদে মেয়েদের মূল আকর্ষণ "আখানূর আলিয়াকাট" থ্রী পিস, রং ফর্সা করার কলকাতা হোমিওপ্যাথিক, ভারতের গরু...........। হা হা হা

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:০২

গেছো দাদা বলেছেন: হ হ । এইগুলা বাদ গেসে । B:-)

২| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৮:৪৮

আরিফ রুবেল বলেছেন: আপাতত 'মেইড ইন ইন্ডিয়া' আর ভারতীয় মালিকানাধীন কর্পোরেট তথা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর পণ্য বর্জন করলেই চলবে।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:০৫

গেছো দাদা বলেছেন: ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট কববেন?
মারহাববা ! তাহলে "স্বাধীনতা" দিয়ে শুরু করেন !! =p~

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

গরু-ছাগল-

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:০৯

গেছো দাদা বলেছেন: হ হ । তবে গরু আমরা রপ্তানি করি না। ওটা চোড়াই গরু হবে । B:-/

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:২২

ধুলো মেঘ বলেছেন: আমাদের সরকারই তো ভারত কর্তৃক নির্বাচিত। একে বর্জন করলেই কি আর না করলেই কি?

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১১

গেছো দাদা বলেছেন: এইডা একখান কামের কতা কইসেন বাইজান । :-0

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০

ঊণকৌটী বলেছেন: পাকিস্তান কাশ্মীরের 370 ধারা বাতিল করার প্রতিবাদে ভারতীয় পণ্য আমদানি বন্ধ করার জন্য এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা দশ গুণ দামে জিনিস কিনতে হচ্ছে ছোট্ট উদাহরণ আটা 250 রুপি কেজি ভারতে 30 রুপি

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১৩

গেছো দাদা বলেছেন: ছেড়ে দেন। এগুলো এরা বুঝবে না। B:-/

৬| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ঔসধের কাঁচামালও বেশিরিভাগ ভারত থেকে আনা হয়।
কারন খুব সস্তায় আনা যায়। ট্রান্সপোর্ট খরচ সবচেয়ে কম।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১৪

গেছো দাদা বলেছেন: পাবলিক বুঝলে তো !! =p~

৭| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সবই তো দরকার, দাদা।
ভারতীয় পেঁয়াজের আগমনধ্বনি শুনে দাম কমতে শুরু করেছে। অনেক পণ্যে ভালো দাম কমেছে।
জনস্বার্থে ভারত থেকে খাদ্য আমদানি করতেই হবে। তাই, আমি বয়কটের পক্ষে নাই।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১৪

গেছো দাদা বলেছেন: হা হা হা । :-P

৮| ০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

কথামৃত বলেছেন: ভারতে মোদি শাসনের অবসান অত্র অঞ্চলের বা পুরো উপমহাদেশের জন্য আশীর্বাদ বয়ে আনবে কিন্তু আসলেই তা হবে কি? হিন্দু জাতীয়তাবাদ ভারতে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠছে আর তাই আরো একবার বিজেপির ক্ষমতায় আসা মানে ভারতের ধর্মনিরপেক্ষ লেবাস পুরোপুরি উঠে যাওয়া এবং হিংসা, দূর্নীতি, সন্ত্রাসবাদ পুরো উপমহাদেশে ছড়িয়ে পরা।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১৭

গেছো দাদা বলেছেন: ভারতের জন্য মোদি শাসন বিরfট আশীর্বাদ ।

৯| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: বয়কটের মধ্যে আমি নাই।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮

গেছো দাদা বলেছেন: B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.