নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : মাল !

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪০

বিশ্ব বিখ্যাত বামপন্থী বাঙালি নাট্যকার উৎপল দত্তের উত্তর না পাওয়া প্রশ্ন:

ক্লান্ত উৎপল দত্ত গ্রিনরুমে বসে, সবে মদের প্রথম পেগটা নিয়েছেন। পর্দার ফাঁক দিয়ে দেখে কেউ একজন টিপ্পনি কাটল : ‘দ্যাখ দ্যাখ ... মাল খাচ্ছে রে !’

উৎপল দত্ত সে কথা শুনেও, নির্বিকার চিত্তে উঠে এলেন মঞ্চে।

ভাবলেশহীন ওঁর সিগনেচার গলায় বললেন :

‘কে বললেন ভাই ? কথাটা কে বললেন, পিছন থেকে ? না না ... কোনও ভয় নেই, একটু এগিয়ে আসুন ভাই ।’

সকলেই একটু ঘাবড়ে গেছে ... হাজার হোক দিকপাল লোক সামনে বসে ।

উৎপল বাবু আরও বার কয়েক প্রশ্ন করার পর, একজন সামনে এসে ভীরু কন্ঠে বলল : ‘স্যার আমি ... ।’

উৎপল বাবু এবার জলদগম্ভীর কন্ঠে বলে উঠলেন : ‘ভাই নাটকটা দেখছেন তো ? ভাল লেগেছে ?’

সে বললো : ‘হ্যাঁ স্যার ... কি যে বলেন, দুরন্ত নাটক !'

ফের গম্ভীর প্রশ্ন, : ‘এটি কার লেখা, সেটা জানেন ?’

‘হ্যাঁ স্যার জানি, আপনার ... ।’

‘বেশ ... কার পরিচালনা বলুন তো ?’

‘সেও তো আপনারই ।’

‘বাহ বাহ, বেশ ... আর অভিনয় ? কার অভিনয় ভাল লাগল ?'

‘কি যে বলেন স্যার ... অবশ্যই আপনার ... আপনি থাকতে আর কার ভাল লাগবে !’

এবার উৎপল বাবুর শেষ এবং মোক্ষম কভার ড্রাইভ : ‘তাহলে বলছেন,

অভিনয় করব - আমি !

পরিচালনা করব - আমি !

নাটকটা লিখব - আমি। ...

আর মালটা খাবেন আপনি ? =p~

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৬

শ্রাবণধারা বলেছেন: ঘটনাটি সত্যি কি না বুঝতে পারছি না, তবে পড়ে বেশ আনন্দ পেলাম।

গল্পটির মধ্যে উৎপল দত্তের বহুমুখী প্রতিভার বিষয়টি ফুটে উঠেছে, যেটি সন্দেহাতীতভাবে সত্য। উৎপল দত্ত বিপুল প্রতিভার অধিকারী একজন বিরল শিল্পী ছিলেন যাকে জানার বিষয়ে আমার বরাবর আগ্রহ ছিলো।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৪

গেছো দাদা বলেছেন: ঘটনাটি সত্য।

২| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫৭

কামাল১৮ বলেছেন: এটাই ছিলো সঠিক উত্তর।ডাক্তারের পারমিশন নিয়েই বহু বছর মদ খেয়েছি।আবার ডাক্তারের পরামর্শেই ছেড়ে দিয়েছি।কখনো কোন সমস্যা হয় নাই।স্ত্রী সন্তান সবাই জানতো।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:০৭

গেছো দাদা বলেছেন: আমি তো এখনও মাঝে মাঝে খাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.