নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : স্বাধীনতা !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭

শুনুন, আপনি আমি মিসেসকে ভয় পেতেই পারি।। সেটা নিতান্তই আমাদের ব্যাক্তিগত বিষয়।। কিন্তু,, বেশ কিছু সাহসী পুরুষ রয়েছেন,, যাদের কোনো তুলনা হয় না।।
এরা নিজ নিজ গৃহে রাজার মতো বিচরণ করে থাকেন।। নিজের যেটা ইচ্ছা,, সেটাই করতে পারেন।। এদের কোনো বাধ্যবাধকতা নেই।। এরা ফুল- ফ্রীডম নিয়ে ঘরসংসার করেন।।
যেমন আমার প্রিয় আশিস সাহা দা।
ভীষণ মুডি মানুষ।। রাজকীয় মেজাজ।।
সকালে ঘুম থেকে উঠেই,, আশিষদা ঠান্ডা জলে অথবা গরম জলে থালা-বাসন ধোবেন,, সেটা ওনার নিজস্ব ব্যাপার।। বৌদির কোনো খবরদারি চলে না।।
এরপর উনি ঘরের মেঝে কি দিয়ে ধোয়া-মোছা করবেন,, সেটাও ওনার ব্যক্তিগত বিষয়।। কখনো ফিনাইল - কখনো লাইজল।। বৌদির হিম্মত নেই,, এখানে টুঁ শব্দটি করার।।
রোজ সকালে আশিষদা বৌদিকে এক কাপ চা বানিয়ে দেন।‌। কিন্তু,, ডিসাইড উনি নিজেই করেন।। বৌদির মর্জি চলে না।। কখনো বেডরুমে,, কখনো ডাইনিং,, অথবা ব্যালকনি,, যখন যেখানে চা দেবেন,, বৌদিকে সেখানেই গিয়েই চা খেতে হবে।। কোনো অজুহাত চলবে না।।
সার্ফ-এক্সেল,টাইড,অথবা সানলাইট, আশিষদা কোন ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোবেন,, সেটা ওনার ব্যক্তিগত বিষয়।। বৌদির কোনো মতামত,, উনি মোটেও প্রাধান্য দেন না।।
ঝাড়ু,, ঝাঁটা দিয়ে দেবেন,, নাকি সফ্ট প্লাষ্টিক "ব্রুম" দিয়ে,, সেটা আশিষদা নিজেই ঠিক করে নেন।। দাদার আমার বাদশাহী মেজাজ।।
রান্নার ক্ষেত্রেও দাদার সম্পূর্ণ স্বাধীনতা,, কখন চিকন-মটন-ফিস,, আবার কখন শাকশব্জি রান্না করবেন,, সেটা ওই ঠিক করে নেন।‌।
বৌদির কোনো কথা চলে না।।
আজ রবিবার।। আজকের দিনে উনি নিজের মর্জি-মাফিক টয়লেট পরিষ্কার করেন।। সেটা সকাল,, দুপুর কিংবা সন্ধ্যায়,, উনি নিজেই ডিসাইড করে থাকেন।।
সবচেয়ে বড়ো কথা হলে,, ঘুমানোর আগে বৌদির ডান পা,, নাকি বাম পা,, কোনটা টিপে দিতে হবে,, সেটাও দাদা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।। বৌদির মতামত এখানেও গুরুত্বহীন।।
একচুয়ালি নিচের বাড়িতে মাথা উঁচু রেখে,, রাজার মতো বিচরণ করার সম্পূর্ণ স্বাধীনতা,আশিষদার আছে।।
আশিষদা আমাদের পুরুষকারের আইডল।। পুরুষ সমাজের গর্ব।।
আশিষ সাহাদার এই বাদশাহী মেজাজ দেখে অনেকের মনে হিংসা হতে পারে।। কিন্তু,, সেজন্য আমি থেমে থাকতে পারি না।। আসল কথা হলো রাজকীয় মেজাজ।। যেটা আশিষদার মধ্যে,, পদে পদে পরিলক্ষিত হয়ে থাকে।।
অনেক মেনিমুখো নেড়িবাদী পুরুষ এহেন মানসিকতা দেখে,, ইর্ষান্বিত হয়,, তাদের অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে।।
কিন্তু,, বিশ্বাস করুন,, আমি কাউকে আগুনে পোড়াতে নয়,, বরং,, এই পোষ্টের মাধ্যমে,, বন্ধুদের পুড়ে যাওয়া অন্তরে ,, বার্নলের প্রলেপ দেওয়ার চেষ্টা করে গেলাম।।
টেক-ইট-ইজি।। =p~

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১৩

কামাল১৮ বলেছেন: চমতকার হয়েছে।ঘরে ঘরে এমন পুরুষ চাই।আমি ছাড়া।আমার বয়স বেশি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

গেছো দাদা বলেছেন: :-0

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এখানে ক্লিক করে এটা পড়ে নিন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

গেছো দাদা বলেছেন: আমাকে ভাইরাল করার জন্য ধন্যবাদ। :-P

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




হু, ঠিক। দেশ বিরোধী, ভারতের দালালদের চরিত্র মানুষের জানা দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.