নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ব্যাঙ্ক গুলো কি দেউলিয়া হতে চলেছে?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:২৬

খবরে দেখলাম বাংলাদেশের ১০ টি ব্যাঙ্ক নাকি দেউলিয়া ঘোষণা হয়ে যাচ্ছে! :-B
১) আইএফআইসি ব্যাংক,
২) বেসিক ব্যাংক,
৩) অগ্রণী ব্যাংক,
৪) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,
৫) রুপালী ব্যাংক,
৬) বাংলাদেশ কমার্স ব্যাংক,
৭) ঢাকা ব্যাংক,
৮) ন্যাশনাল ব্যাংক,
৯) সাউথইস্ট ব্যাংক,
১০) স্ট্যান্ডার্ড ব্যাংক।
উপরের এই ব্যাংক গুলো দেউলিয়া হয়ে গেলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি হতে পারে, সেটা একবার গেনজী (Gen_Z) জিহাদিরা কি ভাববে ?
এ প্রসঙ্গে আমার বক্তব্য :

নোবেল পাওয়া আর দেশ চালানো এক নয় !

তাহলে ভারতের ১০ জন নোবেল পেয়েছে তাদের সবাইকে ধরে ধরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করে দেওয়া হতো।

প্রত্যেকটা সরকারের একটা এজেন্ডা থাকে ।
মুদ্রাস্ফীতি কিভাবে কমবে, দেশের জিডিপি কিভাবে বাড়ানো যায়, বিদেশি বিনিয়োগ কি করে টানা যায়,
কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় ।
কিন্তু এসবের পরিবর্তে আমরা দেখলাম
জাতীয় সংগীত কিভাবে চেঞ্জ করা যায় ,
জাতীয় পতাকা কি করে চেঞ্জ করা যায় ,
পতাকার মাঝখানে লাল কেন ,
ইলিশ মাছ না দিলে প্রতিবেশী দেশ না খেয়ে মরবে। =p~

দেশের উন্নয়নের জন্য কোন এজেন্ডার শুনলাম না।
একটা সরকারের কাছ থেকে দেশের মানুষ প্রত্যাশা করে আগামী ১০ বছরের উন্নয়নের রূপরেখা।
ফলে মালদ্বীপের মত দেউলিয়া হতে আর বেশিদিন লাগবে না।
মালদ্বীপ আগে বলতো ইন্ডিয়া আউট ।
আর এখন ভারতের প্রত্যেক শহরে শহরে এসে বলছে
ইন্ডিয়া ওয়েলকাম। =p~ =p~

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩২

গেছো দাদা বলেছেন: আমার আগের পোস্ট সামু ডিলিট করেছে। কেন করেছে,খোদায় মালুম ! :-B
এই পোস্টে আমাকে গালি না দিয়ে বিষয় বস্তুর উপর মন্তব্য করলে সুস্থতার পরিচয় পাওয়া যাবে বলে মনে হয়।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৫৮

এক্সম্যান বলেছেন: ব্যাংক দেওলিয়া হলে যেন সাধারন মানুষ মারা খায় তার পুর্ন ব্যাবস্থা গত সরকার করেছিল। ব্যাংক দেওলিয়া হলে ক্লায়েন্টের যত টাকাই জমা থাক তারা এক লক্ষ টাকা পাবে এমন নিয়ম করে এস আলমদের লেলিয়ে দেয়া হয়েছিল। বেশির ভাগ ব্যাংক দখল করে লোনের নাম দিয়ে মুলধন পর্যন্ত লুট করেছে এস আলম, দরবেশ গ্রুপ। ফলাফল ব্যাংক দেওলিয়ার পথে। যে ব্যাংকের পরিচালনা পরিষদে লীগের লোক ছিল প্রতিটাই আজকে দেওলিয়ার লিস্টে।

যাইহোক, গেন্জিদের উপর আমাদের আস্থা আছে। গত একমাসে ব্যাক লুটেরারা একটি টাকাও ছার করতে পারে নাই, রেকর্ড পরিমানে রেমিটেন্স আসতেছে, আমরা বাংলাদেশিরা আশা করতেছি দ্রুতই অবস্থার পরিবর্তন হবে। তবে আগের পরিস্থিতে যাইতে সময় লাগবে কারন লীগ সরকার পালানোর আগে ১৮ লক্ষ কোটি টাকার লোন উপহার দিয়ে গেছে।

এই সরকারের মুল এজেন্ডা পিলখানা থেকে ২৪ এর গনহত্যার বিচার করা। আইনের শাসন প্রতিষ্টা করা, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়া। আমরা বাংলাদেশিরা মানতে পারলে আপনাদের মানতে সমস্যা হচ্ছে কেন?

আমরা মালদ্বীপ নই, আমরা বাংলাদেশ, ওকে?? আমরা ভারত থেকে আমদানী করি (রপ্তানি কম), চিকিৎসা, পর্যটনে ভারতে যাই। শোজা কথা আমরাই ভারতে টাকা খরচ করি, ভারতিয়রা বাংলাদেশে খরচ করেনা। আমরা যদি বিকল্প খুজে পাই তাহলে শতভাগ লস ভারতের। মালদ্বীপে হয়ত ভারতিয়রা যায় তাই মালদ্বীপ লসে পরছে, বাংলাদেশে ভারতিয়দের কারনে লস হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট। তাই আমাদের সাথে মালদ্বীপের ভাব নিয়ে লাভ নাই।

আপনি বরং আপনার বৌদির গলা ধরে বুক চাপরায়া কান্দেন, ইউনুসের উপর আমাদের আস্থা আছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৫

গেছো দাদা বলেছেন: https://www.youtube.com/watch?v=m0ktWzmH6MI
এই যে লিংক। =p~

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:২১

এক্সম্যান বলেছেন: একটা কথা লিখতে ভুলে গেছি। আপনাদের যে মেন্টালিটি (একটা বড় অংশের) তাতে কোনো নোবেল জয়ী প্রধানমন্ত্রী হইতে চাইবেনা। আপনাদের জন্য চায়ের দোকানদার পার্ফেক্ট।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭

গেছো দাদা বলেছেন: উই আর proud of চায়বালা । :-P

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪১

এনামেল হউক বলেছেন: কঠিন জবাব, এক্সম্যান! ভ্যাভ্যাড়াতঁতের কান্নাকাটি দেখার মতো :)

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৯

গেছো দাদা বলেছেন: https://www.youtube.com/watch?v=phdwkm7PlZA
এই যে আরেকটা লিংক। =p~

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪৭

এম এ কাশেম বলেছেন: "আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব" - মানে আপনি একজন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী, বাংলাদেশে আপনার কি কাজ? যান না ওপারে , গিয়ে মোদীর পায়ে পূঁজা দেন।

আর তাইতো আপনি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন। এই ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার জন্য জে এনজিরা নয়, দায়ী আরেক মোদী ভক্ত ও মোদীর আশ্রিতা আপনার মাম্মা আর মাম্মার দল।আপনিও সেই বাল বা ছাল। কেউ এখন পোছে না।

আপনার মাম্মা যদি আর কিছুদিন থাকতো তবে এই ব্যাংক নয় পুরো বাংলাদেশকেই দেউলিয়া করে ছাড়তো, আর আপনারা উগ্র মোদী ভক্তরাতো তাহাই চান, এখন সেই আশা গুড়ে বালি, জে এনজিদের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাড়াবে , মনে রাখবেন বাংলাদেশ মালদ্বীপ নয়।


১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩১

গেছো দাদা বলেছেন: //যান না ওপারে , গিয়ে মোদীর পায়ে পূঁজা দেন।//


আমি ওপাড়েই থাকি মিয়া ! =p~

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৪

কাছের-মানুষ বলেছেন: আপনি বাংলাদেশ নিয়ে বেশী চিন্তিত।

আপনি আপনার দেশ বাচান, আপনাদের মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কোইরেঙের বাড়িতে কুকি বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছে! গতকাল পত্রিকায় পড়লাম বিদ্রোহীরা পাঁচ দিন ধরে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। রাজ্যের স্কুল কলেজ বন্ধ ঘোষনা করেছে। চীনের আগ্রাসন থেকে দেশ বাচান, বাংলাদেশ আপনার দেশ দখল করতে যাচ্ছে চীন যাচ্ছে, সেটাকে সামলান।

আনন্দবাজার পত্রিকায় হেড লাইন করেছে চীন সেভেন সিস্টার্স এর ৬০ কিমি জায়গা দখল করে ফেলেছে, আর আপনি বাংলাদেশ নিয়ে চিন্তিত! আনন্দবাজার : Click This Link



১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৪

গেছো দাদা বলেছেন: পড়াশোনা কদ্দুর ? কোন মাদরাসা ?

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৬

কাছের-মানুষ বলেছেন: বাংলাদেশ আপনার দেশ দখল করতে যাচ্ছে না, কিন্তু চীন যাচ্ছে, সেটাকে সামলান। নিজের ছিদ্র অন্বেষণ করুন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৫

গেছো দাদা বলেছেন: জোকস বলার জন্য ধন্যবাদ। =p~

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৪৯

কামাল১৮ বলেছেন: একটাও দেউলিয়া হবে না।কিছু ব্যংক বন্ধ করে দেয়া হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৬

গেছো দাদা বলেছেন: কি জানি !

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯

প্রহররাজা বলেছেন: দেশের মানুষ শ্রীলঙ্কান দের মতো সভ্য না। তাই বাংলাদেশ দেউলিয়া হলে মেধাবী জনগন একে অপরকে জবাই করে খাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৭

গেছো দাদা বলেছেন: :-P

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১২

দেখা হবে রাজপথে বলেছেন: দাদা কি টাকা-পয়সা কিছু বাংলাদেশের ব্যাংকে রেখেছ -এত টেনশনে আছো কেন?
বাংলাদেশের ক্ষমতা হারানো ব্যক্তিরা ছাড়া সবাই ফুরফুরা মনে ঘুরে বেড়াচ্ছে- কারো কোন টেনশন নাই, তোমরাও টেনশন নিয়ে না বেশি! বাংলাদেশ নিয়ে দেখি বাংলাদেশের থেকে ভারতীয়দের টেনশন এক হাজার গুণ বেশি কাহিনী কি বুঝলাম না :) :)
শুধু তোমাদের বলয় থেকে আমাদের মুক্তি দাও ওই রাহু গ্রাস থেকে মুক্তি পেলেই আমাদের শান্তি! ভাই না খেয়ে থাকি তাও ভালো তবুও তোমাদের দাদাগিরি আর ভাল্লাগেনা।
যদি দু চার কোটি লোক অভাবে অনাহারে মরে গিয়ে উপায় না পেয়ে শেষমেষ যাই-ই তোমাদের কাছে তাহলে তখন না লাথি ঝাঁটা মেরো। তোমাদের মত এত শক্তিশালী বড় দেশ এত হুমকি দিয়ে দিলে অনেক ভয় লাগে দাদা! কাম কাজ করবো কি সারাদিন ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪১

গেছো দাদা বলেছেন: ল্যাংটার আবার বাটপারের ভয় ! :-P

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২০

খাঁজা বাবা বলেছেন: ব্যাংক গুলো ছাত্ররা দেউলিয়া করেনি, হাসিনা করেছে। এদের দোষ দিচ্ছেন কেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪২

গেছো দাদা বলেছেন: ওওওও........ B:-)

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮

ধুলো মেঘ বলেছেন: আমরা তো ভারতে কোন কিছু এক্সপোর্ট করিনা। ওদের থেকে আমরা কিনি। কি কিনি? পেঁয়াজ, রসুন, মুশুরির ডাল। ওদের কাছ থেকে যদি না কিনি, তাহলে ১০০ টাকার পেঁয়াজ বড়জোর ২০০ টাকা হবে - এর বেশি তো নয়? এজন্য কি মানুষ আন্দোলনে রাস্তায় নেমে আসবে? কোনদিনও না।

ভারতে চিকিৎসা কোড়টে ণা পাড়লে কী হবে? বড় জোর কিছু মানুষ মারা যাবে। এ দেশে মানুষের জীবনের এত দাম নাই যে চিকিৎসার অভাবে মরে গেলে সরকার নামিয়ে ফেলবে। তাই আমাদের কোন প্রয়োজন নেই উঠে দাঁড়াবার জন্য ভারতের কাছে হাত পাতার।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৩

গেছো দাদা বলেছেন: একদম । :)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০

এম ডি মুসা বলেছেন: প্রতিহিংসা আর দলীয় প্রভাব এর রাজনীতি পছন্দ করিনা। এই রাজনীতি যে আবিষ্কার করেছেন, তার প্রতি অভিশাপ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

গেছো দাদা বলেছেন: আমারও ।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





দেউলিয়া হতে চলা ব্যাংকগুলোর নাম দিয়ে আপনি অনেক উপরকার করলেন।

আমার একটি এফ,ডি,আর ছিলো। আমার ব্যাংকটি দেউলিয়া হলে বিপদে পড়ে যেতাম।

অনেক অনেক ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

গেছো দাদা বলেছেন: =p~ =p~

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২২

এক্সম্যান বলেছেন: ধুলো মেঘ বলেছেন: আমরা তো ভারতে কোন কিছু এক্সপোর্ট করিনা। ওদের থেকে আমরা কিনি। কি কিনি? পেঁয়াজ, রসুন, মুশুরির ডাল। ওদের কাছ থেকে যদি না কিনি, তাহলে ১০০ টাকার পেঁয়াজ বড়জোর ২০০ টাকা হবে - এর বেশি তো নয়? এজন্য কি মানুষ আন্দোলনে রাস্তায় নেমে আসবে? কোনদিনও না।

পেঁয়াজ, রসুন, মুশুরির ডাল শুধু ভারতেই উৎপাদন হয়না জনাব। দুনীয়ার আরো অনেক বিকল্প উৎপাদনকারী রাষ্ট্র আছে, লীগের আমলেও বহুবার মালয়শীয়া থেকে পেয়াজ এসেছে। ৫ আগস্টের পর ভারত থেকে পেয়াজ আসেনি, দাম কি বেড়েছে?? কারন চিন এবং পাকিস্থান থেকে পেয়াজ এসেছে। সরকার কেন একটা দেশের উপর নির্ভর থাকবে??

ধুলো মেঘ বলেছেন: ভারতে চিকিৎসা কোড়টে ণা পাড়লে কী হবে? বড় জোর কিছু মানুষ মারা যাবে। এ দেশে মানুষের জীবনের এত দাম নাই যে চিকিৎসার অভাবে মরে গেলে সরকার নামিয়ে ফেলবে। তাই আমাদের কোন প্রয়োজন নেই উঠে দাঁড়াবার জন্য ভারতের কাছে হাত পাতার।

বাংলাদেশের চিকিৎসা ব্যাবস্থা ঠিক করতে এতো অনিহা কেন? রাস্ট্র চাইলে দেশের চিকিৎসা ব্যাবস্থাই যথেস্ট উ্ন্নত করা সম্ভব। এতদিন সরকার চায়নি তাই হয়নি, সরকার চাইলে অবস্যই হবে, হয়ত একটু সময় লাগবে বাট হবে।

ভারত ভাব নিয়ে গরু রপ্তানি বন্ধ করেছিল, ফলাফল বাংলাদেশ গরু উৎপাদনে সাবলম্বি হয়ে গেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৭

গেছো দাদা বলেছেন: ঢ্যামনা দের মতো ভাবনা ! :)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৭

গেছো দাদা বলেছেন: হ মিয়া ! !:#P

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮

নতুন বলেছেন: দাদা আপনার জেনে কস্ট পেতে পারেন যে বাংলাদেশের মুদ্রাস্ফিতি কমছে।

অগাস্টে কিছুটা কমেছে এবং সেপ্টেম্বরে আরো কমে ৯.৬ এ আসার ফরকাস্ট আছে। ডিসেম্বরে ৭.৫ এ।

হাসিনা পালানোর পরে গত মাসে ২০০ মিলিওনের বেশি রেমিটেন্সি আসেছে,,, আরো বাড়বে প্রতিমাসেই।

https://tradingeconomics.com/bangladesh/inflation-cpi

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৯

গেছো দাদা বলেছেন: ভালো হলে ভালোই লাগবে।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: দাদা আপনি বর্তমানে আপনার এলাকার ব্যবসায়ীদের একটু সাহাজ্য করুন। তারা নাকি কস্ট আছে।

বাংলাদেশের পর্যটক না আসায় ধুঁকছে কলকাতার যেসব অঞ্চল
https://www.bbc.com/bengali/articles/cqxjve307ljo

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫০

গেছো দাদা বলেছেন: এটা কিসের লিংক ? xxx পানু ? :-0

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

পদ্মপুকুর বলেছেন: এদিকে কলকাতায় নেই বাংলাদেশিরা, অর্থনীতিতে ধ্বস!

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫২

গেছো দাদা বলেছেন: এরকম ধ্বস ই তো আমরা চাইছি ! =p~

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

পদ্মপুকুর বলেছেন: লিংক: https://www.youtube.com/watch?v=9qCqZ9wHqto

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৩

গেছো দাদা বলেছেন: এটা কিসের লিংক ? xx পানু ? :-0

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

ঊণকৌটী বলেছেন: তো আমিও একটা লিঙ্ক দিলাম. Click This Link

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

গেছো দাদা বলেছেন: লাবিউ দাদা। টু রু লাব ! :)

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১০

অস্বাধীন মানুষ বলেছেন: স্বৈরাচারের দোষর এসে আলম এবং বসুন্ধরা ও দরবেশরা ব্যাংক লুট করে শেষ করে দিয়ে গেছে আগেই।এই সব পুরানা টেপ রেকটার ব্লগে বাজিয়ে কোনো লাভ নেই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৯

গেছো দাদা বলেছেন: আচ্ছা ! !:#P

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:০২

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: স্বপ্ন দেখতে থাকুন দাদা।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১১

কাছের-মানুষ বলেছেন: পড়াশোনা কদ্দুর ? কোন মাদরাসা ?

উত্তেজিত হবেন না। আমি যদি ভুল কিছু সংবাদ দিই, জানান। লিংক দিচ্ছি।

মনিপুরের আক্রমণ এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজও বিবিসি বাংলায় সংবাদ এসেছে। আক্রমণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে, যা বিবিসি জানিয়েছে। এটি কারা সরবরাহ করছে? চোখ বন্ধ করলে কি সব কিছু থেমে যাবে?

চীন সর্বাত্মক চেষ্টা করছে, যা একটি ওপেন সিক্রেট। কুকিদের রা এসব সরবরাহ করছে কোথা থেকে? বাংলাদেশ থেকে নয়, চীন থেকে!! বিবিসি লিংকঃ Click This Link

লাদাখে চীনারা ভূমি দখল করছে, পত্রিকা পড়েন? লাদাখে চীনের সম্প্রসারণ নিয়ে সিএনএন-এর নিউজ পড়ুন। তাই বাংলাদেশ নিয়ে ব্লগে বকওয়াস বন্ধ করুন; আমরা আপনাদের শত্রু নই। নিজের দেশের পরিস্থিতি নিয়ে ভাবুন। সিএনএন লিংকঃ Click This Link

আনন্দবাজার পত্রিকার হেডলাইন বলছে, চীন সেভেন সিস্টার্স অঞ্চলের ৬০ কিমি জায়গা দখল করেছে। আনন্দবাজার বাংলাদেশের পত্রিকা নয়; এর লিংক উপরের অংশে দেওয়া আছে।

আমাদের সরকারী বেসরকারি মিলিয়ে ৬০টির উপরে ব্যাংক আছে, আপনার উল্লেখিত ব্যাংক অনেক আগেই দেওলিয়া করার দরকার ছিল, এগুলোকে বছরের বছর বছর ভর্তুকি দিয়ে টানার কোন মানে নেই।

বাংলাদেশ নিয়ে ভাবা বন্ধ করুন, আমরা আপনার দেশ নিয়ে ভাবছি না।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৪

কাছের-মানুষ বলেছেন: চীন সর্বাত্মক চেষ্টা করছে, যা একটি ওপেন সিক্রেট। কুকিদের অত্যাধুনিক প্রযুক্তি কে সরবরাহ করছে ? বাংলাদেশ থেকে নয়, চীন থেকে!! চীন সহয়তা করছে এটা পত্রিকাতে আসেনি। তবে এটা ওপেন সিক্রেট। উপরে বিবিসির যেই লিংক শেয়ার দিলাম সেখানে সর্বশেষ পরিস্থিতি দেয়া আছে। বি- কুল। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: এটা কিসের লিংক ? xxx পানু ? :-0


দাদা এই মাসের আপনাদের জনগনের টপ ১০টা সাইটের ভিজিট করে তার ৬ নম্বরে ;) _hamster.desi

আপনারের আমি পানু কিভাবে দেবো দাদা !!!

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

গেছো দাদা বলেছেন: সবাইকে ধন্যবাদ। B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.