নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সাইকেল!! B:-)

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮

সাইকেল চালানো বাংলাদেশ সহ যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।

এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয় না।
■ সে গাড়ির বীমা করায় না।
■ সে গাড়ির তেল কেনে না,
■ সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না।
■ সে গাড়ি পার্কিং এর খরচ করে না।
■ সে মোটা হয় না।

হ্যাঁ, এটা সত্য যে, সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয়, কারণ :-

■ সে ওষুধ কেনে না।
■ সে হাসপাতালে বা ডাক্তার এর কাছে যান না।
■ সে দেশের GDPতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।

ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে 30 জনের চাকরি তৈরি করে, কীভাবে ?

■ 10 জন Heart এর চিকিৎসক।
■ 10 জন দাঁতের চিকিৎসক।
■ 10 জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।

■ বিশেষ দর্শন -
যারা পায়ে হেঁটে যাতায়াত করেন, তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর,
কারণ, সে তো সাইকেলটাও কেনে না ।

(বিশেষ ভাবে সংগৃহীত। কে লিখেছিলেন জানি না।)

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

গেছো দাদা বলেছেন: =p~

২| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো পোষ্ট।

৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

কামাল১৮ বলেছেন: কুযুক্তি

৪| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩

এ পথের পথিক বলেছেন: :D

৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪২

সৈয়দ কুতুব বলেছেন: :|

৬| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮

মোগল সম্রাট বলেছেন:

৭| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভালো বলেছেন দাদা ।

৮| ২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: কোথায় যেন একটা হাসপাতালে স্বাগতম না এই রকমের কি যেন এটা লেখা দেখেছিলাম।

তার মানে হইলো হাসপাতাল বসে থাকে আরেকটা রুগি আসুক নতুবা কামাই হবে না। B-))

৯| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: তাহলে কি একটা সাইকেল কিনে ফেলব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.