নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

পিনাকী ভট্টাচার্য : একজন "র" এজেন্ট যে বাংলাদেশকে দ্বায়িত্ব নিয়ে একাই ধ্বংস করছে !

০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৫

এই ভয়ঙ্কর মিথ্যেবাদী এবং ক্ষমতা পাগল লোকটার কথা প্রথম শুনি অভিজিৎ রায়ের লেখায়। সেটা 2014 সাল। একটু অবাক করা ব্যাপার ছিল। সেটা হচ্ছে এক ব্রাহ্মণ সন্তান নিজের বানানো মার্কসবাদী যুক্তি দিয়ে বাংলাদেশের ইসলামিক মৌলবাদী জনতাকে আরো উগ্র মৌলবাদী সমাজের দিকে উস্কে দিচ্ছে। কমিউনিস্ট মাত্র অল্প বিস্তর জামাতি প্রেম থাকে। সেটা বামরঙ্গের অঙ্গ। কিন্ত এ মাল জামাতিদের মধ্যে জামাতের আমিরের থেকেও বেশী জনপ্রিয়। এই ব্যক্তি ইসলামের মাহাত্ম্য মার্কসীয় ভিত্তিতে ব্যাখ্যা করে একাধিক পিএইচডি নামিয়েছে! বাংলাদেশের মৌলবাদী মুসলমানদের মধ্যে এর জনপ্রিয়তা এখন এত বেশি, এই লোক এখন ফ্রান্সে এ এসাইলাম এ বসে , বাংলদেশে যেকোন লোকের বাড়িতে আগুন লাগানোর ক্ষমতা রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ধ্বংস করেছে এর অনুগত উগ্রপন্থী । এই পিনাকী ইউটিউব এ শেখ মুজিবের বাড়ি পোড়ানো এর নির্দেশ দিয়েছিল।

বাংলাদেশে 5 ই আগস্ট শেখ হাসিনাকে তাড়ানোর পেছনে এর ভূমিকা সর্বাধিক। ফ্রান্স থেকে ইউটিউব আর টেলিগ্রামের মাধ্যমে এই পিনাকী বলে দিত কোথায় কোথায় আন্দোলন হবে। কি পুড়িয়ে ফেলতে হবে। পুলিশকে কিভাবে মারতে হবে। ইত্যাদি। ইত্যাদি। এবং আমি দেখতাম এর ইসলামিক উগ্রপন্থী সাপোর্টার ঠিক তাই করছে।

আমি যদ্দুর এর পারসোনাল লাইফ নিয়ে জানি, এই লোক ডাক্তারি পাশ করে , হিন্দু হওয়ার জন্য কোথাও সরকারি চাকরি পায় নি। একটা ফার্মা কোম্পানিতে মার্কেটিং এর চাকরি নিতে বাধ্য হ্য়।

কেন এই ঘটনা উল্লেখ করছি ? আমার এর ব্যাপার স্যাপার মহাভারতের শকুনি চরিত্রের মতন লাগে। শকুনি আসলে দুর্যোধনকে ধ্বংস করতে পরামর্শদাতা হয়েছিলেন। নিজের সমস্ত বুদ্ধিকে লাগিয়েছিলেন বন্ধুর ভূমিকায় অভিনয় করে কুরু বংশ ধ্বংস করতে । উদ্দেশ্য ছিল পিতৃহত্যার প্রতিশোধ।

পিনাকী যা করছেন তাতে লাভ হচ্ছে গুজরাটের ব্যবসায়ীদের। বাংলাদেশ থেকে টেক্সটাইল ব্যবসা চলে যাচ্ছে গুজরাটে। অনেকে বলেন তিনি ভারতের RAW এজেন্ট। বাংলাদশের এই অরাজকতা চালানোর জন্য তাকে ব্যবহার করে র। এটা হতেই পারে বাংলাদেশে এই বিপ্লব ঘটিয়ে ইসলামিক উগ্রপন্থী দেশ বানানোর পেছনে ভারতের হাত আছে। কারন এটা হলে পশ্চিম বঙ্গের ভোটে বিজেপির লাভ। ভারতের ব্যবসায়ীদের লাভ। বাংলাদেশের গর্বের টেক্সটাইল শিল্পের 50% এখন ভারতে চলে গেছে।

বাংলাদেশের অধিকাংশ জনতা দুর্যোধনের মতন মাথা গরম , অল্প বুদ্ধির। ভারত বিরোধিতায় অন্ধ । যেমন দুর্যোধন অন্ধ ছিলেন পান্ডব বিরোধিতায়। এই অন্ধ ঘৃণাকে আরো উস্কে দিয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধ করেছিলেন শকুনি।

পিনাকির কাজকর্মের এই একটাই মাত্র উত্তর পেয়েছি। বাংলাদেশের মুসলামানদের অন্ধ ভারত বিরোধিতা আরো উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থির ব্যর্থ দেশে পরিনত করা। যাতে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে যায়। অর্থনৈতিক ভাবে দুর্বল দেশের সামনে নতজানু হয়ে চলা ছাড়া উপায় থাকে না।

কেন আমার মনে হচ্ছে পিনাকী র এর এজেন্ট ?

এক, খালিস্থানী বা কাশ্মীরি যারা বিদেশে ভারত বিরোধিতা করতে অভ্যস্ত ছিল ( যাদের ইনফ্লুয়েন্স পিনাকীর 1% ও না ) র তাদের দেশে , তাদের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। পিনাকী এদের থেকেও অনেক বড় ভারত বিরোধী হনু। একে তাহলে এইভাবে ছেড়ে রেখেছে কেন ?

দুই, 5 ই আগস্ট এর পরেও এই লোক বাংলাদেশে ফেরে নি। ফ্রান্স এই থেকে গেছে। কেন ? এর কীর্তিকলাপ দেখলেই বুঝবেন । এর একটাই কাজ । ফ্রান্সে নিরাপদে থেকে বাংলাদেশে আরো অরাজকতা তৈরি করা। সেটা বাংলাদেশে থেকে করলে অন্যদের হাতে মারা পড়ত।

তিন, এইটা শোনা যায়, শেখ হাসিনার সরকার র কে অনুরোধ করেছিল পিনাকীকে ফ্রান্সে হত্যা করার জন্য। র পাত্তা দেয় নি। খুব অস্বাভাবিক। কারন এই লোকটা সারাদিন ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। ভারতের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে।

কিছু ব্যাপার আছে। প্রকাশ্য না। শকুনি তত্ত্ব ছাড়া কোন ব্যাখ্যা নেই।।

এই পিনাকী লোকটার মোরালিটি বলতে কিছু নেই। জাল ওষুধ তৈরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছে। এটা সবাই জানে। প্রথম চাকরিতে যে ভদ্রলোক চাকরি দিয়েছিল, তার গার্ল ফ্রেন্ডকে নিয়ে টানাটানি শুরু করলে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হয়। খুব ইন্টারেস্টিং ঘটনা। দুই বিবাহিত পুরুষ যখন এক মহিলার অবৈধ প্রেমে হাবুডুবু খায় সেটা দুই অবিবাহিত পুরুষের ত্রিকোণ প্রেমের থেকেও ভয়ংকর। =p~
(বিপ্লব দা )

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: ব্রাহ্মণ্ মানেই ধূর্ত !

২| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:২৪

খাঁজা বাবা বলেছেন: আপনার উদ্ভট সব লজিক

৩| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৩

ডাঃ সৌরভ আনসারী বলেছেন: সে আবার বিয়ে করেছে রাজশাহী মেডিকেলে পড়ার সময়কালের ব্যাচমেট ডা: আনজুমান নামের মুসলিম ডাক্তার কে।

৪| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৪

কাঁউটাল বলেছেন:

৫| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৬

অপলক বলেছেন: হয় সবজি খেয়ে লিখতে বসেছে বা খেতে খেতে লিখেছে। ব্যাপার না। সমসাময়ীকদের ভেতর ঈর্শা থাকাটা সাভাবিক।

পিনাকীকে নিয়ে আরও কিছু পোস্ট করুন। দেখি আর কি কি অজানা তথ্য আছে।

৬| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:০০

কু-ক-রা বলেছেন: উহা (গেছো দাদা) উগ্র হিন্দুত্ববাদি।

৭| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৩

ক্লোন রাফা বলেছেন: আপনি যে বাংলাদেশের হিতাকাংখী’র চরিত্র নিয়ে হাজির হোলেন এতে আমি আরও বেশি আতংকিত ‼️পিনাকি বাংলাদেশ ধ্বংসের মিশনে আছে এটা শতভাগ সত্যি। এখন আমি ভারতের বর্তমান সরকারের ব‍্যাপারেও সন্দিহান। তারা শেখ হাসিনার সরকার কে সহায়তা করলে। এতদিনে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হোতো।নেপালের সাথে সংযোগ স্থাপন করতে সহযোগিতা করতে পারতো। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেতো। আরো অসংখ্য সমস্যার সমাধান হয়ে যেত এতদিনে।

প্রকৃতপক্ষে ভারতের বর্তমান সরকারের ভুমিকা আছে আওয়ামী লীগ সরকারের পতনে। যা করলে প্রশ্নাতীত ভাবে আওয়ামিলীগের গ্রহণযোগ্যতা বৃদ্ধি হবে তা না করে ঠিক বিপরীত কাজ করেছে বর্তমান বিজেপি সরকার ‼️শুধুমাত্র শেখ হাসিনা’কে আশ্রয় দিয়ে দায় এড়াতে পারে না। বিজেপি সরকার যেখানে ক্ষমতা টিকিয়ে রাখতে নিজের দেশের নাগরিকদের হত্যা করে । তারা কখনোই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে না। ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ঠিক যেমন তাদের নিজেদের দেশে করছে। এটাই হচ্ছে বিজেপির ক্ষমতায় থাকার কৌশল।

৮| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বজরঙ্গি ভাইজান~দ্রুত লঙ্কায় যান!

৯| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫৫

কাঁউটাল বলেছেন: ক্লোন রাফা << আফসোস লীগ

১০| ০৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

ধুলোপরা চিঠি বলেছেন:



মনে হয়, সে ডিপষ্টেইটের পক্ষে কাজ করছে। ওর বোনের ছেলে ডাক্তার, ঐ ছেলের মুখে কিছু কথা শুনেছি।

১১| ০৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

নাহল তরকারি বলেছেন: সত্য মিথ্যা সৃষ্টিকর্তাই জানে।

১২| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ৮:০১

সোহানী বলেছেন: কি দাদা পা** আগুন লাগছে!!!!!!!!! =p~=p~=p~=p~=p~=p~=p~

১৩| ০৯ ই মার্চ, ২০২৫ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি পোস্ট। পিনাকী ভট্টাচার্য সম্পর্কে এ ধরনের মিথ্যা ও অপবাদমূলক অভিযোগের কোনো সত্যতা নেই। এটি গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মাত্র। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে যারা কাজ করেন, তাদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ উত্থাপন অনৈতিক ও অগ্রহণযোগ্য। আমরা সকলকে সচেতনভাবে গুজব এড়িয়ে চলতে এবং সত্যতা যাচাই করার আহ্বান জানাই।

যারা নিজেদের উগ্রবাদী মোদীর শিষ্য দাবি করে তাদের উচিত বাংলাদেশকে ছবক না দিয়ে ভারত রক্ষার চেষ্টায় মনযোগী হওয়া। কারণ, অবস্থার প্রেক্ষিতে বুঝাই যাচ্ছে, পিনাকির পরবর্তী লক্ষ্য সাম্প্রদায়িক অপশক্তি আগ্রাসী মোদী আর অমিত শাহ গংদের পুচ্ছে আগুন ধরিয়ে দেওয়া।

১৪| ০৯ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাছুর দাদা হঠাৎ করে গোমাতা থেকে গোপিতা হলেন কেন একটু জানতে পারি? X((

১৫| ০৯ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: পিনাকী মানুষ ভালো না।

১৬| ০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৭

মেঠোপথ২৩ বলেছেন: @ সোহানি , =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.