নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে জংগীরাই নির্যাতন করেছে!

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৭




ছবিতে দেখুন, কাকে দেখলে জংগী মনে হয়?

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে খোলা মিটিং থেকে ধরে নির্যাতন করে পুলিশের কাছে দিয়েছে জংগীরা; ছবিতে দেখুন, সিদ্দিকীকে ধরে টানা-হেঁচড়া যারা করছে, এদেরকে দেখতে সাধারণ বাংগালীর মতো মনে হয়, নাকি জংগী মনে হয়?

সাংবাদিকরা উপস্হিত থাকায় উনাকে হত্যা করা হয়নি; না'হয় এরা উনাকে হ্ত্যা করতো। ১ ব্লগার উনার হত্যাকারীদের সাপোর্ট করে পোষ্ট দিয়েছে সামুতে।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ কুতুব বলেছেন: যারা মুল আয়োজক তাকে ধরা হয় নি । জেড আই পাননা এবং কামাল হোসেন।

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:



মুল আয়োজকেরা যঈ হোক, লতিফ হচ্ছে ১ জন স্বানামধন্য মুক্তিযোদ্ধা; উনাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

২| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩২

কামাল১৮ বলেছেন: এরা একাত্তুরের পরাজিত শক্তি।এখন প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করা।

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:




কে করবেন বলেন, দেশ ভরে গেছে পাকিস্তানী ও বেদুইন বাংগালীতে।

৩| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪১

কামাল১৮ বলেছেন: @কুতুবের বক্তব্য হলো পান্না ও কামাল হেসেনকেও তার মতো অপমান করা হোক।কতো বড় কুলাঙ্গার এই কুতুব।সে খুব বড় রকমের জঙ্গী।সে নিক নিয়েছে এক বস্ত বড় জঙ্গীর।

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:




কুতুব দেশ ও জাতির বর্তমান অবস্হা সঠিকভাবে বুঝতেছেন না, এবং ভবিষ্যতে দেশ কিভাবে ইয়েমেন হয়ে যেতে পারে, যেটা অনুধাবন করতে পারছেন না।

৪| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@জেড আই পান্না মিথ্যুক। আরিফ জেবতিক সবাইকে সাবধান করেছেন।

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি আরিফ জেবতিক'এর সাথে "আমার ব্লগ"এ ব্লগিং করেছি; তিল নিয়ে লিখতে গিয়ে তালের সমান পোষ্ট দিতো, এবং সততার অভাব ছিলো।

৫| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আমাকে জংগী মংগী যাই বলেন আমি যা লিখছি উহাই সঠিক যদিও প্রমাণ করতে পারবো না। আবদুল লতিফ কে হত্যা করা এত সহজ ছিলো না। সেখানে সাংবাদিক বাদে আরো লোকজন ছিলো।

এই অনুষ্ঠানের আয়োজক জেড আই পান্না। তিনি নিজেই অনুষ্ঠানে উপস্থিত হন নাই। তিনি কোর্টে কি করছিলেন যখন মব এটাক হয়? ব্যারিস্টার কামাল কেও সম্ভবত কেউ আগেই জানিয়েছে যাতে তিনি সেখানে না যান। আবদুল লতিফ কে শেখ হাসিনা বহিস্কার করেছেন বহু আগেই। তবুও তিনি স্বতন্ত্র দাঁড়িয়ে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হন। কিন্তু আগস্ট মাসের ৫ তারিখের পর সরকার চাইলে উনাকে যে কোনো অভিযোগে গ্রেফতার করতে পারে। কিন্তু গতকাল করলো কেন? মুলত মব যা বিএনপি-জামায়াত সমর্থিত যারা গিয়েছিল মনজুর আলম পান্না, ঢাবির শিক্ষক কার্জন সাহেব ও জেড আই পান্নার জন্য। ইনারা ৫ই আগস্টের পর সত্য ও মিথ্যা মিলিয়ে অনেক কথা বলছে মিডিয়ায়। মনজুর আলম পান্না গোলাম আযমের ছেলেকে নিয়ে ৩/৪ টা ভিডিও বানাইসে যেগুলো নিয়ে আযমী বলেছেন সে পান্না কে দেখে নিবে। আবদুল লতিফ ৭১ মঞ্চ শুনলেই যেতে হবে কেন? সেখানে সাংবাদিক মাহবুব কামাল ছিলেন যাকে ধরার পরও ছেড়ে দিসে। একমাত্র তিনি ছাড়া পেলেন কিভাবে? কিছুদিন আগে একজন সাংবাদিক সুইসাইড করার আগে লিখে গিয়েছেন যে মাহবুব কামাল শেখ হাসিনা ও লীগ থেকে প্রচুর সাহায্য পেয়েছেন। সে হিসাবে তিনিও তো ফ্যাসিবাদের দোসর। তাকে ধরলো না কেন? কারণ এই লোক মহাধূর্ত। সে এখন যুগান্তরে আছে। যুগান্তর সরকারের দালাল মিডিয়া। মুলতো জেড আই পান্না, শিক্ষক কার্জন, সাংবাদিক মনজুর আলম পান্না এরা সবাই মিলে কনস্পারেসি করে আবদুল লতিফ কে সেখানে ডাকেন। উনার এসব বাল ছাল অনুষ্ঠানে যাওয়া ঠিক হয়নি। আগের নিজের জীবনের সেইফটি। হতে পারে মাহবুব কামাল গোপনে মেসেজ করে দিসে! এখানে কে কার হয়ে খেলছে বুঝা মুশকিল। :-B

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি পান্নাকে চিনি না; আমি শুধুমাত্র সিদ্দিকীকে জানি, সে মুক্তিযোদ্ধা।

ওখানে যেসব জংগী এসেছেলো, তারা দাবী করেছে যে, তারা "যোদ্ধা"; আসলে ওরা জংগী; আপনি ওদের চেহারা দেখেন। ওরা মুক্তিযোদ্ধাদের টার্গেট করছে।

৬| ৩০ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা দেশটাকে দখল করে নিয়েছে।

৩০ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:২৮

জেনারেশন একাত্তর বলেছেন:



মিলিটারী ও জামাত-শিবির আওয়ামী ডাকাতদের উৎখাত করার সময়, আওয়ামী সাপোর্টারেরা চুপ করে বসেছিলো, তারা ডাকাতদের জন্য মাঠে নামেনি।

৭| ৩০ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সৈয়দ কুতুব এক জন জামাতী।

৩০ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:




কুতুব সাহবের লেখা ও কমেন্টের অবস্হা ভালো নয়।

৮| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: সবচেয়ে অবাক বিষয় পুলিশ এসে জামাত শিবিরিকে ধরলো না। লতিফ সিদ্দিকীসহ অন্যদের ধরে নিয়ে গেলো।

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:




পুলিশ সেনাবাহিনীর কোন প্রাক্তন জেনারেলের কমান্ডে আছে।

৯| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৯

নতুন নকিব বলেছেন:



ফ্যাসিবাদের দোসরদের এই দুঃসহ যন্ত্রণা আর কত কাল সইতে হবে, কে জানে! তাদের দুর্যোগ যাতে কেটে যায় সেজন্য ব্লগে একটা মিলাদ দেওয়া যায় কি না, ভেবে দেখুন।

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



১৯৭১ সালে রাজাকরেরা পরাজিত হয়েছিলো, তাদের সাথে পরাজিত হয়েছিলো আপনাদের মতো বিশ্বাসঘাতকরা, ৫৫ বছর পর, আমেরিকা ক্যু'এর ফলে আপনারা যেই সুযোগ পেয়েছেন, ইহা আমেরিকা নিজেই কেড়ে নিবে; ওরা লস্কর-ই-তৈয়বা, আলকায়েদা ও হামাসকে সহ্য করে না।

১০| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০৮

লুধুয়া বলেছেন: @নকীব তোদের বাপ পাকি রা জে ফেলে গেছে, সেটা তে এখন ফসল এচেছে।ভাভবেননা কিছুদিন পরে কেটে সমান করা হবে।

১১| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ২:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ সিদ্দিকী একজন সাহসী মানুষ।
আদালতে তাঁর সিদ্ধান্ত আমার খুবই পছন্দ হয়েছে।

১২| ৩১ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



@লুধুয়া,

কিরে ব্যাটা, তোর জ্বলে যাচ্ছে??? তোরা তো গুষ্ঠিজ্ঞাতিসহ ভারতের গর্তে লুকিয়েছিস। আর শোন্ পাকি মাকি এইসব বালছাল ন্যাকামি কথা আমাকে বলে লাভ নেই। আমি পাকিস্তানকে ঘৃণা করি বাংলাদেশীদের উপরে তাদের নির্মম জুলুম অত্যাচারের কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.