![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ব্লগার বলেছেন যে, তারা শেখ হাসিনার সরকারের পতনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। শেখ হাসিনার পতন এরা চেয়েছেন, তা ঠিক আছে; কিন্তু এরা জানে না যে, আমেরিকাও তাই চেয়েছিলো ও পুরো অপারেশানটা করেছে আমেরিকা, দেশ এদের হাতে নেই; দেশ আমেরিকা, পাকিস্তান ও সেনাবাহিনীর হাতে। মাঝখানে বিএনপি ও ছাত্ররা লুটের সুবিধা পেয়েছে।
সেটা কিভাবে বুঝবেন? আমাদের সেনাবাহিনী, জামাত-শিবিরের কর্মকান্ড, দেশে নৈরাজ্য, পাকিস্তানের ভুমিকা ও আমেরিকান কুটনীতিবিদদের কর্মকান্ড দেখলে ইহা আপনার কাছে পরিস্কার হওয়ার কথা; যদি ইহা মাথায় না'ঢুকে আপনার মগজ সঠিকভাবে কাজ করছে না।
১৯৭১ সালে, আমেরিকা আমাদের দেশে ১ম ক্যু করেছিলো, তাজউদ্দিনের মতো লোকও ইহাকে সময় মতো বুঝতে পারেনি; ফলে, উনার প্রাণ গেছে। আপনি যদি এগুলো না'বুঝেন, আপনার সামনেই দেশ ক্রমেই ইয়েমেন, লেবানন কিংবা সুদানে পরিণত হবে।
৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৯
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনার ক্যাপাসিটি ছিলো, ক্ষমতা ছিলো, অনেক কিছু করে গেছে! অনেক খারাপ ও সামান্য ভালো কিছু করেছে।
জিয়া, এরশাদ ও বেগম জিয়া কিছু করেনি; এখন যারা আছে, এরা অজগর, জাতিকে জংগী বানায়ে ছাড়বে। কিছু সময় যাক, দেখবেন যে, বাংলাদেশের বিপক্ষে ইউরোপ, আমেরিকা ও ভারত মৌলবাদের অভিযোগ আনবে।
২| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১০
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা মৌলবাদ কে আরো এগিয়ে নিয়ে গেছেন। ইনটেরিম সরকার শেখ হাসিনার লিগাসি বহন করে চলেছে । সব শেষে দোষ পড়বে সব বিএনপির ঘাড়ে যদি তারা পাওয়ারে যায় । আবার নতুন কোনো শেখ হাসিনা আসবে ।
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
সজেখ হাসিনা প্রাণে বেঁচে থাকার জন্য অনেক কৌশল খাটায়েছিলো; যদিও তাতে দেশসের ক্ষতি হয়েছে।
৩| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৬
কামাল১৮ বলেছেন: দেশ জঙ্গি রাষ্ট্রে পরিনত হবার আশংঙ্কায় আমেরিকা নড়েচড়ে বসছে।কয়েকজন জঙ্গিদের ধরা হয়েছে যারা ছাড়া পেয়ে ছিলো।
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
আমেরিকা নিজের গার্বেজ নিজেই পরিস্কার করবে।
৪| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১১
মিরোরডডল বলেছেন:
দেশ ক্রমেই ইয়েমেন, লেবানন কিংবা সুদানে পরিণত হবে।
আফগান লিস্ট থেকে বাদ গেলো কেনো?
ক্ষমতায় না আসতেই জামাত যেভাবে নারীদের অবমাননা করেছে, যদি কিছুটা পজিশনও পায় তাহলে বাংলাদেশের নারীদেরকে উত্ত্যক্ত করবে ফর সিওর। এই বিষয়টা আমাকে ভাবায়। এমনিতেই আমাদের মেয়েরা অনেক কষ্ট করে। ঘরে ঘরে মেয়েরা পুরুষের মতো সকাল সন্ধ্যা বাইরেও কাজ করে, আবার একই সাথে ঘর সামলানো, পুরো ফ্যামিলি এবং বাচ্চা ম্যানেজ করে।
এতো করার পরেও তাদের অনেকেই বৈষম্য ও মানসিক নিপীড়নের শিকার হয়।
জানিনা কি যে হবে বা হতে যাচ্ছে সামনে।
খেলাঘর কেমন আছে?
৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৮
জেনারেশন একাত্তর বলেছেন:
অনেক ধন্যবাদ, আমি ভালো আছি।
আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সুদান ও আরোভাগ পুরুষ কিছু মাুসলমান দেশের পুরুষদের মাঝে ৭০/৮০ পুরুষ স্বামী হিসেবে অযোগ্য।
পংগু বাংগালীদের ডল হচ্ছে জামাত-শিবির।
৫| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জুলাই বিপ্লবী নাকি জুলাই সন্ত্রাসী?
না প্রেমিক না বিপ্লবী।
এরা সবাই সন্ত্রাসী।
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৩
জেনারেশন একাত্তর বলেছেন:
জুলাই জংগি
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে- এই দেশে মা বাপ নাই।
ইউনুস অন্ধ ও বধির হয়ে গেছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
ইউনুস সুদের বাহিরে কিছু জানে না।
তদুপরি, সে ট্রাম্পের ভয়ে আছে; সেখানে ইউনুস লবিং লাগায়েছে, মনে হয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫১
সৈয়দ কুতুব বলেছেন: দেশ যাতে সুদান , ইয়েমেন হয় সেই কাজ তো শেখ হাসিনাই করে রেখে গিয়েছেন। কওমি মাতা হওয়ার লোভ তিনি সামলাতে পারেন নাই।
।