![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংগালীরা শিখ ও পাঠানদের বুদ্ধিমত্তা নিয়ে জোক বলেন, টং দোকানর পরিবেশে দাবী করেন যে, গোপাল ভাঁড় অনেক বুদ্ধিমান ছিলেন; ফলে, গড় বাংগালীর ইনটেলিজেন্স ক্ষমতা গড় ভারতীয় কিংবা পাকীদের চেয়ে বেশী। আমি যদি প্রশ্ন করি"
DGFI, ISI, MI ( DGMI ): এগুলো হচ্ছে মিলিটারী ইনটেলিজেন্স; এদের মাঝে আমাদের DGFI'এর অবস্হান কোথায়?
NSI, IB (PAK ), IB ( RAW ): এগুলো দেশের আভ্যন্তরীণ সিভিল ইনটেলিজেন্স; আমাদের NSI'এর কার্যক্রম ওদের তুলনায় কেমন?
যেই দেশের মানুষ বুদ্ধিমান, সেই দেশের ইনটেলিজেন্স সেই রকম বুদ্ধিমান।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০১
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি বাংলাদেশী বুদ্ধিমান লোকদের তুলনায় বোকারহদ্দ; তবে, আমাদের ডাকাত এমপি থেকে স্হানীয় বিএনপি নেতা একটা কথা সব সময় বলতেন ও বলেন যে, আমার সততাই (? )আমার শত্রু।
আমার মতে, ইউনুসের বড় বড় কিছু ভুলের জন্য সে মানুষের আস্হা পায়নি।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৪
সৈয়দ কুতুব বলেছেন: উনার বড়ো ভুল জামাত-এনসিপি কে ভাউ দেয়া । আপনি কি কন ? ইউনুস সাহেব গত মাসে হিউজ চাপ ফেইস করেছেন ।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
উনার উদ্যোগে এবারের ক্যু হয়েছে; তিনি সেটার দায়িত্ব নেননি। দায়িত্ব নিলে রাস্তায় ও গত ১ বছরের হত্যাকান্ডের জন্য তিনি দায়ী হবেন।
জামাত ও এনসিপি'র লোকেরা প্ল্যান করে হত্যাকান্ড চালায়ে গড় ১ বছর; ইহার জন্য তিনি মানসিক চাপে আছেন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনি চিটাগাং ৫ আসনের ভোটার না ? হাটহাজারি শফি হুজুর
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি চট্টগ্রাম ১/২/৩ নং আসনের একটার ভোটার।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে ভারতীরা ( ঋষি সুনাক) প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে।
পাকি সাদিক খান এখন লন্ডনের মেয়র।
আর আমাদের সিলেটি টমি মিয়া রানী এলিজাবেথের রান্না ঘরের প্রধান শেফ হয়েছিলেন।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:২৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের জাতির বুদ্ধিমত্তা কম, কোনটা ক্যু, আর কোনটা বিপ্লব, লিলিপুটুয়ানরা তাও বুঝে না।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার চোটপাটের কারনে মানুষ কমেনট করতে হেজিটেট ফিল করে । আপনি জানতে চান বাঙালি কি ভাবে কি চিনতা করে । বাট আপনি একাই সব রায় দিয়ে দেন । তাহলে বাকিদের জানবেন কিভাবে ? লিলিপুটিয়ান কোয়ে্শেচন থেকেও মানুষকে জানা যায় । এদিকে ঠিকই একজন লেখকের লেখা আসলে তার কাউনটার দিতে নিজে আরেকটা লেখা লিখে ফেলেন । এতো বছর আছেন সামুতে ওসমানি কে নিয়ে লিখেছেন কতদিন ? শেখ হাসিনার আমলে ওসমানি কে নিয়ে তেমন মাতামাতি দেখি নাই ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
ওসমানীকে নিয়ে আমি লিখলে, রাজাকারেরা বাচ্চারা আমাকে কটু কথার চলে ওসমানীকে অপমান করবে; তাই আমি রাজাকার সমৃদ্ধ সামুতে মুক্তিযুদ্ধ নিয়ে লিখি না।
আপনি লেখার সময় এসব নিয়ে ভাবেন না।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি গালিভার লিলিপুটিয়ান বাংগালীদের রক্ষা না করে কেন আমেরিকায় চলে গেলেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আমেরিকায় এসেছি কাজ করতে।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আত্মঘাতী বাঙালি বলে একটা কথা আছে
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আরো অনেক অনেক কথা আছে।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৫৭
কামাল১৮ বলেছেন: ভারতীয়রা বুদ্ধিমত্তায় আমাদের থেকে এগিয়ে কিন্তু পাকিস্তানের পাঞ্জাব ছাড়া বাকিরা আমাদের থেকে পিছিয়ে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
জেনারেশন একাত্তর বলেছেন:
পাকিদের ইনটেলিজেন্স বাংলাদেশে বারবার সামরিক ক্যু'তে সাহায্য করছে।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: বাঙালি হলো ইতর। ইতরামি ভালো পারে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
এখন থেকে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে পাকিস্তানী সৈন্য বের হবে।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪
সৈয়দ কুতুব বলেছেন: ১ম পাতায় শাহ আজিজময় । উইকলি ২ দিন সামুর ১ম পাতায় কেবল শাহ আজিজ সাহবের লিখা চাই ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
উনি বয়স্ক মানুষ, ৭১ এর জেনারেশনের অংশ; দেশ নিয়ে চিন্তিত।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: নোবেল লরিয়েট চাপে আছেন । আপনার কথা বলবো ? চিটাগাং ভাই শুনে তিনি আবদার ফেলতে পারবেন না । আমার এক বড়ো ভাইয়ের কেমন রিলেটিভ হন । আপনি পারেন উনাকে সেইফ এক্সিট দিতে । পিনাকি বলেছে একজন পলিটিকাল মেরটিয়াস পারসন ইউনুস সাহবের এডভাইজার হলে ভালো হতো । আপনার মতো মেরিটিয়াস এখন কেউ বাংলাদেশে নাই ।