![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড: ইউনুসের সংস্কার চাকুরীর সৃষ্টি করেনি, সৃষ্টি করেছে "মব"; মব আগেও ছিলো, শেখ হাসিনার সময় ১টি "মানসিক রোগের" রুগীকে ( মহিলা ) ছেলেধরা সন্দেহে হত্যা করেছিলো; যারা হত্যা করেছিলো, এদের প্রায় সবাই ছিলো ইডিয়ট ও ভীতু। কিন্তু এখনকার প্রতিটি মব ঘটছে শিবিরের প্ল্যানে।
ডাকসুতে শিবির দাঁড়ায়েছে, জয়ী হওয়ার সম্ভাবনা আছে; ১ শিবির ছদ্মবেশে ডাকসুর সভাপতি হয়েছিলো; সম্প্রতি মিলিটারী ২/১টা হাঁড় ভেংগে দিয়েছে; মিলিটারী এখনো ক্ষমতায়।
ড: ইউনুস ভোট দিয়ে নিজকে "লিগ্যাল" করতে চাচ্ছে ট্রাম্পের সামনে; মনে হয়, ট্রাম্প একদিন তাকে ধরবে, জিলেনস্কির মতো অবস্হা হবে; মনে হয়, সে তার আগেই কেটে পড়বে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
শিবিরের আগের নাম ছিলো ইসলামী ছাত্র সংঘ; ওরা আমাদের জাতির বিপক্ষে যুদ্ধ করেছিলো; শিবির এবারের ক্যূতে সাধারণ ছাত্রদের হত্যা করেছে।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
কামাল১৮ বলেছেন: ভারত কি চিন ও রাশিয়ার সমর্থনে বাংলাদেশ থেকে আমেরিকাকে তাড়াবে।ভারত কিন্তু এখন আমেরিকাকে ছেড়ে কথা বলছে না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আমাদের সৈন্যবাহিনী, বিএনপি-জামাত-শিবির আমেরিকার কেনা গোলাম; ফলে, আমেরিকা থেকে মুক্ত হওয়া অসম্ভব ব্যাপার
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪১
বিজন রয় বলেছেন: প্রথম পাতায় কবে আসবেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০২
জেনারেশন একাত্তর বলেছেন:
১ম পাতায় আসতে দিচ্ছে না লিলিপুটিয়ানরা।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: স্বাধীন বাংলার প্রথম মব-সন্ত্রাসী বাকশালী, মুজিব বাহিনী, কাদের সিদ্দিকী, চাঁদগাজী প্রমুখ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আরো সাথে ছিলেন শেরে বাংলা, তাজউদ্দিন, ভাসানী।
ইডিয়টরা নিজের বউ ফেলে থাইল্যান্ডের বস্তিতে ঘুরে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: চবির ঘটনা নিয়ে আপনার কেন এতো মাতামাতি বুঝি না । শিবির ভবের পিডান খেয়েছে । একজনের মাথার খুলি খুলে ফিরিজে রেখেছে । বুঝেন এলা কি মাইরটা না খেয়েছে। ৪০০ জন আহত ও দুইজন যায় যায় । মদেশের কোনো মানুষ এ ঘটনায় student দের ডিফেনড করে নাই ।
এর থেকেই বুঝা যায় বাংলাদেশের মানুষ ঠিকই আছে।