নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

দেশে বারবার ক্যু হয়েছে, ইডিয়টরা খুশী হয়েছে!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০০



এই ব্লগে আমাকে তিরস্কার করার জন্য আমার পোষ্টে অনেক ইডিয়ট প্রশ্ন করেছিলো, শেখের জানাজায় কতজন মানুষ হয়েছিলো? ইডিয়টরা মৃত শেখের দেশপ্রেম মেপেছে জানাজায় উপস্হিতি হিসেব করে; কিন্তু বুঝতে পারেনি আমাদের জাতীয়তাবাদী নেতাকে কারা কি কারণে হত্যা করলো?

জিয়ার জনপ্রিয়তাও মেপেছে জানাজায় উপস্হিতি দিয়ে। এই ধরণের ইডিয়টরা দেশে থাকলে, সেই দেশ কি করে সুখী দেশ হতে পারে? যারা জিয়ার জানাজায় গিয়েছিলো, তাদের কতজন জানতো জিয়া হত্যার পেছনে কারা ছিলো, কি কারণে তাকে হত্যা করা হলো!

শেখ হাসিনাকে হত্যা করতে চাহেনী আমেরিকা, হত্যা করার কোন কারণও ছিলো না; কিন্তু বিপুল পরিমাণ ইডিয়টরা উনাকে কৃত দেখতে চেয়েছিলো। ইডিয়টরা মনে মনে খুশী যে, তারা বিপ্লব করেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব জাতির কাছ থেকে সম্মান হারালো।
যারা একসময় ৫ বছর, ৫ বছর বলেছে, তারা আজ চুপ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ইউনুস সুযোগ মতো পালিয়ে যাবে দেশ থেকে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



বাকশালী মুজিব বিরোধীরা ইডিয়ট!
ফ্যাসিবাদী হাসিনা বিরোধীরা ইডিয়ট!!
প্রশ্ন উত্থাপনকারী ব্লগারগণও ইডিয়ট!!!

এ তো দেখছি, ইডিয়টের কারখানা!!! মোটামুটি পাইকারিভাবে সবাইকেই ইডিয়ট ঠাওরানো হচ্ছে। ঠিক বোঝা যাচ্ছে না, আপনি নিজেকেও ইডিয়ট মনে করেন কি না!!!!

আবার পোস্টের শেষের দিকে লিখেছেন, "বিপুল পরিমান ইডিয়টরা উনাকে কৃত দেখতে চেয়েছিল"। এই "কৃত" মানে কী?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



উহা মৃত হবে।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা যদি আরো ৫ বছর থাকতো তবে উহার এমপিরা মানুষের বাদবাকি জমিজমা সব দখল করে ফেলতো। শেখ হাসিনা নিজেই আরেক ইডিয়ট । এক একজন কে তিন-চারবার এমপি করে মানুষের লাইফ কে হেল করে দিয়েছে । এবার নজর ছিলো মানুষের হাতে থাকা টাকার দিকে । সরকারি চাকুরিদের বেতনের দিকে । ইউনিভারসাল পেনশন এর নামে লুটের হালখাতা খোলার পায়তারা করেছে । জনগণ হিছা দিয়ে কুড়াই দিছে ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা যদি স্বাভাবিক মানুষ হতো, জিয়ার রাজ্যে আসতো না ১৯৮১ সালে।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬

নতুন নকিব বলেছেন:



সৈয়দ কুতুব বলেছেন: জনগণ হিছা দিয়ে কুড়াই দিছে।

-@সৈয়দ কুতুব, যথার্থ বলেছেন। ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:


১৯৭১ সালের প্রথমবভাগেও আপনারা জিতেছিলেন।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জানাযা কোন বিষয় না।
সারা দেশে আর্মি ঘিরে রাখলে জানাজায় মানুষ আসে না।
জিয়ার সময় প্রশাসন তাদের পক্ষে ছিল। তাই মানুষ এসেছে।
এটা কোন বিষয় না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

জেনারেশন একাত্তর বলেছেন:



ইডিয়টদের জন্য ইহা বিশাল বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.