নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুস টের পেয়েছে যে, তার ক্রাইম ক্রমেই বুদ্ধুরাও টের পাচ্ছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৫



ড: ইউনুসের আচরণ দেখে মনে হয় যে, উহা ক্রমেই চুপসে যাচ্ছে; উনি মনে করেছিলেন যে, উনার "মিটিকুলাস বিপ্লব ও ২য় স্বাধীনতা" এই বুদ্ধু জাতিকে আরো বুদ্ধুতে পরিণত করবে; উনি বাকী জীবন বিপ্লবী হিসেবে কাটিয়ে দিবেন; কিন্তু কিভাবে এই আমেরিকান ক্যু হয়েছে, তা ক্রমেই পরিস্কার হচ্ছে।

এখন উনি পালানোর পথ খুঁজতেছেন, যত কম সময়ের মাঝে পারেন, ভোট দিয়ে পালাবেন। এদিকে শেখ হত্যার পর, জিয়া কর্তৃক সৃষ্ট স্বাধীনতা-বিরোধীদের দল, বিএনপি সুযোগ খুঁজছে। বিএনপি বিনা কষ্টে চেয়ার পেয়ে উনাকে হয়তো মাফ করে দিবে; কিন্তু স্বাধীনতার পক্ষের লোকজন উনাকে ছাড়ার সম্ভাবনা নেই।

উনি বুঝার আগেই উনি ধরা খেয়ে বসে আছেন; সামনে কঠিন সময় আসছে বলে আমার ধারণা। ভোট হওয়ার পর, আস্তে আস্তে স্বাধীনতাকামীরা বের হওয়ার শুরু করবে।

উনার বিপক্ষে অনেকগুলো অভিযোগ আসবে: (১) দেশে ক্যু করানো (২) মানুষ হত্যা (৩) সামরিক বাহিনীতে গোলযোগ সৃষ্টি (৪) দেশে অরাজকতা (৫) শিবিরের জল্লাদদের সরকারে স্হান দেয়া।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি যার তার সাথে তর্ক করছেন কোন কারণে? ধর্ম নিয়ে তো তর্ক করার কিছু নাই। ধর্ম হচ্ছে বাজারের সবচেয়ে সস্তা পণ্য সবচেয়ে সহজে যা পাওয়া যায়। আপনি ধর্ম নিয়ে তর্ক করে অকারণ অযথা ব্যান হবেন। আপনাকে লক্ষ্ বার বলা হয়েছে আপনি যার তার সাথে অকারণ অযথা তর্ক করবেন না। তর্ক করার মতো যোগ্য লোক হতে হয় আপনি সব অযোগ্য লোকের সাথে তর্ক করেন আর অপমানিত হোন। বিষয়টি খুবই খারাপ ও ন্যাক্কারজনক।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



স্যরি, ভুলে গিয়েছিলাম।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ব্লগে লিখুন বাংলাদেশের আবহাওয়া কেনো দিন দিন উত্তপ্ত হচ্ছে। যার উত্তর ৫% ব্লগার গুগল করে দিতে পারবে কিনা সন্দেহ।

ব্লগে ভ্রমণ ব্লগ আসে। ভ্রমণে কি কি সমস্যা হয় তা লিখেছে কোনো ব্লগার? লিখে নি, কারণ সমস্যা বুঝার জন্য সমস্যা সমাধানের জ্ঞান থাকতে হয়।

আপনি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করুন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



ঠিক আছে।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: সামনের দশ বছর কেবল বিএনপি-জামাতের । :-B

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



১০ বছর ভালো যাবে না। মানুষ বিএনপি জামাতকে দেশ ছাড়া করতে পারে।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: ডাকসুতে এবার বাম নেতা মেঘমললার বসু জাতিয় পলিটিক্সে ঢুকতে পারে। সে গত ইদে গারমেনটস ওয়ারকার দের বেতন ভাতা পরিশোধের আনদোলনে ছিলো। বিষয়টা ইতিবাচক ভাবে দেখা যায় । জেনারেল সেকরেটারি পদে দাড়িয়েছে। মনে হয় আরেকজন মুজাহিদুল ইসলাম সেলিম পেতে চলেছি। :-B

০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



ইডিয়ট সেলিমেদের অভাব নেই বাংলাদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.