নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ডাকসু\'র সব প্যানেলেই শিবির আছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭




জামাত-শিবির ও বিএনপি'র ( শিবরের বি'টিম ) লোকজন এখন ঢাকা ইউনিবার্সিটিতে সবক দান করছেন; বাকীদের একাংশ জিজিয়া কর দিয়ে চাকুরী করছেন, কিন্তু শিবিরের অনুমোদন নিয়ে। এরা ডাকসুর নির্বাচন করছে। ডাকসু পত্তন করা হয়েছিলো ইংরেজদের ছাত্র প্রতিনিধি নিযুক্তির নিয়ম অনুসারে; কিন্তু এখন ইহা হচ্ছে চোর-ডকাত, মাফিয়া ও সন্ত্রাসীদের রাজনীতি করার লাইসেন্স দেয়ার প্রসেস।

৪ খলিফাদের যুগে রবের মতো অদক্ষ ও চোর রাজনীতিতে স্হান পেয়েছে, জিয়ার সৈনিকদের মাঝে আমান উল্লাহ কামানের মতো ডাকাত এখান থেকে লাইসেন্স নিয়েছিলো।

এখন জামাতীরা নির্বাচনের মালিক; প্যানেল দিয়েছে ১০ টা, সবগুলোতেই শিবির আছে। যারা জিতার জিতুক, টাকা, লাঠি ও আগ্নেয় অস্ত্র শিবিরের হাতে থাকবে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

সৈয়দ কুতুব বলেছেন: শিবিরের হাতে থাকলে আপনার এতো মন খারাপ কেন ? পোলাপান যদি শিবির কে ভোট দেয় কি করার আছে? যদি ঢাবি থেকে হুিজবুত তাহরির বের হয় হবে । দেশে একটা পলিটিকাল দল নেই যারা পাবলিক কে সঠিক পথ দেখাবে । মেয়েরা যদি বাহিরে কাজ ছেড়ে ঘরের কাজে মনোযোগ দেয় সেটা তাদের ইছছা তেই দিবে।

পাকিসতানের এক ছেলের সাথে সোশাল মিডিয়ায় কথা বলেছিলাম । তাকে জিগাইসিলাম তোমরা পাকি সেনাবাহিনি থেকে কেনো মুকতো হও না ? সে বলে জনসাধারণের মাঝে সেনাবাহিনির সাপোরটার আছে । সবাই আসলে এমনই থাকতে চায় ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনারকোন অসুবিধা নেই, ১৫/১৬ কোটির কোন অসুবিধা নেই; কিছু লোকের অসুবিধা আছে, এরা জানে মানুষ কিভাবে বিশ্বে বসবাস করছে, আর নেকড়ে কিভাবে টিকে থাকে!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: কই ১৭ বছরেও তো পারলেন না বিশ্বে মানুষ কি লেভেলে বসবাস করছে তার কাছাকাছি যাওয়ার । যেহেতু পারেন নাই তাই এখন ভেবে কি করবেন ? আপনার ভাবনা কি কাজে আসবে ? আপনি যা বলছেন সবাই তা জানে । কিনতু মানুষ যেমন শেখ হাসিনার সময়ে নিরব ছিলো এখনও আছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জেনে-বুঝেই লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এর মদদ যেদিক থেকেই আসুক না কেন, যেদিন ছাত্ররা আবার জেনে-বুঝে নামবে, সেদিনই পরিস্থিতির পরিবর্তন ঘটবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

জেনারেশন একাত্তর বলেছেন:



এরা ছাত্র নয়, এদের বড় অংশ জল্লাদ ও ফেইসবুকার; এরা প্রশ্নফাঁস।

১৯৭৫ সালে মুল ধরণের ঘটনা ঘটেছিল; সেটা জাতিকে কক্ষচ্যুত করেছে; ১৯৭১ সালের মিলিটারীকে নিস্ক্রিয় করা আজো সম্ভব হয়নি।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি যা বলছি সবাই তা জানে না; গত এপ্রিলে আমি যখন বলেছি, ইহা আমেরিকান ক্যু, আপনি তখন জানতেন যে, ইহা আমেরিকান ক্যু।
ঢাবিয়ান আজকেও ইহাকে "বিপ্লব" বলছে; জুল ভার্ণ আজো জুলাই সনদ লিখছে।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: নেপাল আর ইনদোনেশিয়াতে সরকার পতন আনদোলন হছছে। এগুলো নিয়ে লিখবেন ?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:




না, ওদের নিয়ে লেখার মতো কিছু নেই।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: নেপালে ও মনে হয় শিবির আছে!
ভারাটে জল্লাদ দিয়ে আরো একটি আমেরিকান ক্যূ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



নেপালে কি আছে, নেপালীরা জানে! তবে, ওদের মেয়েদের সাথে থাই কিছু মেয়ের মিল আছে; পার্থক্য হলো নেপালে থাই'এর মতো সব যায়গায় ভালোবাসা বিক্রয় হয় না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



শিবির, এনসিপি, জামাত, হিজবুত, হেফাজত, আলকায়েদা, লস্কর, জোশ ই মোহাম্মদ, আইএস, ব্রাদারহুড, হামাস, হেজবুল্লাহ, হুতি, বোকাহারাম, এইগুলো হালাল ও ইসালামিক।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: খবর রাখি না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



সবগুলোতে শিবির আছে; শিবির না'থাকলে কিনে নিবে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ৩৫ কোটি খরচ করেছে । উমামাকে চার কোটি ..

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



জামাত শিবিরের কাছে বাংলাদেশে সরকারের ১ বছরের খরচের টাকা আছে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: ফল ভাগাভাগি হবে ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



ডাকাতীর লাইসেন্স ভাগাভাগি হবে না।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নেপাল ও বাংলােদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে সেটা সঠিক পদ্ধতি নয়।
ফ্রান্সে যে ভাবে সরকারের পরিবর্তন হয়েছে সেটাই সঠিক পদ্ধতি।
জ্বালাও পোড়াও কোন সঠিক পদ্ধতি হতে পারে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



ফ্রান্সে বাস করে মানুষ, নেপাল ও বাংলাদেশে বাস করে বানর

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৩

কামাল১৮ বলেছেন: দেশ এখন মৌলবাদের অধিনে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



এটা ঘটেছে; চেষ্টা করতে হবে বের হওয়র জন্য।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: জামাত কঠিন ছক একেছে। সেই ছকে একে একে এগিয়ে যাচ্ছে। জামাতের বুদ্ধির কাছে অন্য সব দল ধরা খাচ্ছে, খাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:




জাতি কুশিক্ষিত ও অশিক্ষি হওয়ায় ইহা ঘটছে; ওরা আবারো পরাজিত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.