নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের পক্ষে রাজাকরার হয়েছিলো, আমেরিকানদের পক্ষে জল্লাদ হয়েছিলো শিবির।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৪৮



১৯৭১ সালে জামাত ও তাদের জল্লাদ-বাহিনী, ইসলামী ছাত্র সংঘ পরাজিত হয়েছিলো। জিয়া তাদেরকে "গণতান্ত্রিকভাবে" ফিরিয়ে আনার পর, তারা নাম বদলায়ে, ইসলামী শিবির হয়েছিলো; আগের নামের সাথে রাজাকার লেগে যাওয়ায় উহা বাদ দিয়েছিলো।

নতুন নামে আবার জাতির বিপক্ষে অস্ত্র ধরেছে, এরাবরের হত্যাকান্ডে ১৯৭১ সালের মতো বিপুুল সংখ্যাক লোকজনকে হত্যা করতে হয়নি; আমেরিকান প্ল্যান হলো পাকিস্তানী প্ল্যান থেকে ভালো।

১৯৭১ সালে যুদ্ধ করেছিলো ইসলামের পবিত্র ভুমি পাকিস্তানকে রক্ষা করতে; এবার হত্যাকান্ড চালায়েছে বাংলাদেশকে "২য় বার স্বাধীন করার জন্য"। সাধারণ ছাত্র হত্যা ও নিজেদের লোককে হত্যা করে দেশ দখল করেছে; দেখা যাক, বিপ্লব কোন দিকে নিয়ে যায় জাতিকে।

আমার ধারণা জাতি অবস্হা ফিলিস্তিনীদের মতো; হামাস ফিলিস্তিনীদের স্বাধীনতা এনে দিবে; আপাতত জংসংখ্যা কমায়ে এনেছে।




মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: জামাত কঠিন এক নীলা নকশা করেছে। এবং তারা তাদের টার্গেট মতো এগিয়ে যাচ্ছে।
জুলাই আন্দোলন থেকে এখন পর্যন্ত যা হচ্ছে- সব জামাতের ইচ্ছায় হচ্ছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



দেখা যাক, জামাতকে বিশ্ব চেনে: জামাত, ব্রাদারহুড, আলকায়েদা, লস্কর, তালেবান, আইএস, হামাস, হেজবুল্লাহ, শিয়া মিলিশিয়া, বোকা হারাম, হুতি, সবাই বিশ্বের কাছে পরিচিত

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



কারও কারও ধারণা, ডাকসু নির্বাচনে ছাত্রদলকে হারিয়ে দেওয়ার উদ্দেশ্যে শিবিরের পক্ষে না কি আপনিসহ আপনার দলের ফ্যাসিবাদী নেতারা গোপনে সক্রিয় ছিলেন। কথাটা কতটুকু সত্য?

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



কথা সত্য।

ছাত্রদলকে কিনেছে জামাত শিবির ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি শুভপুর ওয়ার করেছিলেন ? আমার বড়ো খালার শশুর বাড়ি সেখানে । ডাকাত এলাকা ছিলো এক সময় । আপনি

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:




আমি শুভপুরের যুদ্ধে ছিলাম।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: শুভপুরে মুক্তিযোদ্ধা ছিলো? তারপর ফাজিলপুর, লেমুয়া, পরশুরাম, নোয়াখালীর সেনবাগ, কুমিল্লার চৌদ্দগ্রাম, চিটাগাং এর ডাবল মুরিং/খুলশি, বায়েজিদ বোস্তামী, অন্দরকিল্লা এসব জায়গায় মুক্তিযোদ্ধা ছিলো? কেমন ফাইট হয়েছিল?

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



পুরো মুক্তিযুদ্ধে বড় বড় যুদ্ধ হয়েছে ১নং সেক্টরে ( ফেনী থেকে কুমিরার )। এরপর যুদ্ধ হয়েছে খুনা ও যশোর সীমান্তে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জল্লাদ-বাহিনী, ইসলামী ছাত্র সংঘ পরাজিত হয়েছিলো।
.........................................................................................
বাস্তবতা হলো যে, রাজাকার বাহিনীতে শুধু মাত্র জামাতের লোক ছিলো
তা নয় !
কারন নিজ চোখে দেখেছি , সেখানে
গ্রাম্য মাতবর, টাঊট বাটপার, হিংসা পরায়ন ব্যক্তিবর্গ , মনেপ্রানে মুসলিম লীগ সদস্য,
এবং কিছু দরিদ্র শ্রেণীর লোক টাকার লোভে যোগ দিয়েছিলো ।
এছাড়াও কিছু লোক শান্তি কমিটিতে যোগ দিয়েছিলো নিজকে বাচাঁতে এবং গ্রামে যেন
মিলিটারী না ঢুকে সে ব্যবস্হা নিতে ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:



মানুষ কি পাকিস্তানী বাহিনীর সাথে যোগাযো করে রাজাকার বাহিনীতে গিয়েছিলোে; নাকি জামাতের সাহায্যে পাকী বাহিনী ওদের রিক্রুট করেছিলো?

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি ৯০ সালের ইলেকশনের পর বুঝে গিয়েছিলেন যে ফলাফল মিলিটারি দেয় ? ২০১১ সালে এক সাবেক আইএসআই বলেছে তারা ফানডিং করেছিলো । এরপর ৯৬ সালে ইলেকশন নিয়ে ঝামেলা করার পরও বিএনপির ১১৬ সিট কিংবা ২০০৮ সালে বিএনপির ভরাডুবি এগুলো আপনিও মন থেকে মেনে নেন নি । ২০০৮ সালে কোনোভাবেই বিএনপি এতো কম সিট পাওয়ার কথা ছিলো না । আর ৯০ সালে শেখ হাসিনা ভেবেছিলেন লিগ পাওয়ারে যাবে । সে আশা ৫ বছর পর পুরণ হলো । :-B

মিলিটারি এই কাজ কিভাবে করে ?

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



মিলিটারী ও ব্যুরোক্রেসীর লোকেরা একযোগে কাজ করে; তারা ঠিক করে কখন কোন দলকে ক্ষমতায় রাখলে, তাদের আধিপত্য ঠিক থাকবে।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি মিকি মাউসের কার্টুন দেখছি।


১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৫

জেনারেশন একাত্তর বলেছেন:



অশিক্ষিত মুসলমান জাতিগুলো প্রত্যেকেই নিজেদের জাতিগুলোকে ধ্ংস করে দিয়েছে।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছোট মন মানসিকতা আর পারিবারিক দৈন্যতা এর মূল কারণ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



মুসলমানদের শিক্ষাদীক্ষা মানুষকে আজকের যুগে আনতে পারছে না; মানুষ বেদুইন যুগে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.