নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

গত ১ বছরে জাতির বেশ ক্ষতি হয়েছে, জামাত-শিবির সব পুষিয়ে জাতিকে আরো সামনে নিবে?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৬



গত ১ বছরে জাতির বেশ ক্ষতি হয়েছে, জামাত-শিবির সব পুষিয়ে জাতিকে আরো সামনে নিবে, নাকি ক্রমেই গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে?

১৯৭৩ সালের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে, সেই থেকে অসলো চুক্তি অবধি গাজা ছিলো ইসরায়েলীদের হাতে। পিএলও ১৯৯৩ সালের পর, গাজা চালানোর ভার পেয়েছিলো ইসরায়েল থেকে। গাজাবাসীরা মনে করতো যে, পিএলও সৎ নয়, তারা হামাসকে চেয়েছিলো; জনতার চাপে পিএলও ভোট দিতে রাজী হয়েছিলো; ভোটে হামাস সংখ্যা গরিষ্ঠতা পায়; পিএলও কিছু সীট পেয়েছিলো।

২০০৭ সালে, ২ দিনের গৃহযুদ্ধে ৫০০ এর বেশী পিএলও সদস্যকে হত্যা করে হামাস। এরপর, হামাস ও গাজার সুখের সময়ের শুরু হয়, যা আজ অবধি চলছে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:১৮

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মতো দেশগুলোতে কোনটা ভালো ? democracy or autocracy ?

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংলাদেশ ও সম শ্রেণীর দেশের লোকেরা "গণতন্ত্রের" ডেফিনেশনটা লিখতে বা বলতে পারার কথা নয়।

আপনি না'দেখে গণতন্তরের "স্কোপ" লিখতে পারবেন?

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভূরাজনীতি নিয়ে সঠিক ধারনা না থাকায় আপনি গার্বেজ লিখে যাচ্ছেন। ৫ হাজার বর্গমাইল ভুখন্ডের ৫৩ লক্ষ ফিলিস্তিনের সাথে ১৮ কোটি জনগোষ্ঠীর একটি দেশের তুলনা করছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



ভারতের সাথে তুলনা করলে খুশী হবেন, নাকি থাই'এর বস্তির মেয়েদের কোয়ার্টারের সাথে তুলনা করলে খুশী হবেন? জানাবেন, আমি সেটার সাথে তুলনা করে আগামী পোষ্ট দেবো!

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:১১

কামাল১৮ বলেছেন: গাজা আজ জনশুন্য হয়েছে হামাসের কারনে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০২

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাদের দেশ হামাস থেকে অনেক নিকৃষ্টদের দখলে গেছে এখন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জামাত এখন ক্ষমতার খুব কাছে আছে।
এখন আগামী মার্চে কে প্রধানমন্ত্রীর পদে থাকে সেটাই বিষয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২১

জেনারেশন একাত্তর বলেছেন:



মিলিটারী ও দুতাবাস দেশ নিয়ে বেশ সমস্যায় আছে; আমাদের মিলিটারীর লোকজন ঠিক জামাত-শিবিরের মতো ইডিওটিক জীবনের অনুসারী নয়। তারা আমেরিকার পকেটে আছে; দেখা যাক, তারা কিভাবে ভোটের রেজাল্ট সাজায়।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: জামাত এবার ক্ষমতা পেয়ে যাবে মনে হচ্ছে।
তাদের টাকা আছে। অনেক টাকা। এবং তারা কূটকৌশল ভালো জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.