![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রশ্ন: কিভাবে শেখ হাসিনার সরকারের পতন হলো?
আমার মনে হয়, নিউইয়র্কের বাংগালীরা গড়ে অন্য বাংগালী কম্যুনিটি থেকে বেশী পত্রিকা পড়েন। নিউইয়র্ক শহরে প্রতি সপ্তাহে ১৩টি পত্রিকার প্রিন্টেড কপি বের হয়; প্রায় সব রেষ্টুরেন্টে, চা-দোকানে ও গ্রোসারীতে বিনামুল্যে বিতরণ করা হয়। চা দোকানে আড্ডায় সবাই মোটামুটি ১ কপি হাতে নিয়ে হেডিংগুলো হলেও দেখে। অনেকেই দরকারী বিজ্ঞাপণ খোঁজেন, বিশেষ করে বাসা ভাড়া, ইমিগ্রেশন সংবাদ, চাকুরী ও দেশের বর্তমান অবস্হা বুঝার জন্য কয়েক লাইন হলেও পড়েন।
কিছু কিছু পত্রিকার মুল লেখকদের অনেকের সাথে আলাপ পরিচয় আছে! দেশ নিয়ে কথা হলে, আমি ১টি প্রশ্নই করি: শেখ হাসিনার সরকারের পতন কিভাবে ঘটলো?
গত ১ বছরে আমি এই প্রশ্নটি আমি আনুমানিক ৪ হাজারের বেশী শিক্ষিত বাংগালীকে করেছি; এই যাবত ৩ জন বাংগালী উত্তরের ১ম বাক্যে বলেছেন যে, ইহা ছিলো আমেরিকান ক্যু।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
বাকীদের ধারণা ভুল ছিলো; বাকীরা মনে করেছে যে, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। ছাত্র জনতাকে ব্যব হার করেছে আমেরিকান দুতাবস, ইউনুস ও পাকিস্তান। শেখ হাসিনাকে সরায়েছে আমেরিকা, ইহার উদ্যোগ নিয়েছিলো ইউনুস পাকিস্তান ও ক্লিনটন পরিবারের লবিংকে কাজে লাগিয়ে।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: হাসিনার পতনের ফল তো ভালো হয়নি।
দেশ তো ভালোর দিকে যায়নি।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশের বর্তমান অবস্হা ভয়ংকর, আমাদের জাতিকে জংগী জাতিতে পরিণত করছে জামাত-শিবির, হেফাজত, বিএনপি ও পাকিস্তান মিলে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছে শেখ হাসিনার পতনের এর চেয়ে বড়ো আইডিয়া ছিলো ? আমেরিকার লু যে এতবার দেশে এসেছেন সেটা তাকে বলতেন । শেখ হাসিনাকে আমি আর পাওয়ারে দেখতে চাইনি। শুধু আমি না ভারতও চায়নি । পেপারে পড়েছি। শিবির নিয়ে এতো টেনশন করেন তা যখন পাওয়ারে ছিলেন দলের হাই কমানড কে বলেছেন যে এই যে ছাতরো লিগ আকাম করছে এগুলো আসলে কারা করছে ?
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩
জেনারেশন একাত্তর বলেছেন:
একমাত্র আমাদের এমপি ছাড়া বাকী পরিচিত আওয়ামীরা আমাকে খুবই অপছন্দ করতো। আমাদের এমপি'ও চাইতেন না যে, আমি রাজনীতি নিয়ে কথা বলি; উনি ৮০০/৯০০ শত ক্যাডার পালন করতেন।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
এছাড়া আমার ১টা ছেলের সমস্যা আছে, তাকে আমার সাহায্য করতে হয়।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮
কৃষ্ণের মুরলী বলেছেন: শেখ হাসিনা এই আন্দোলনকে গুরুত্ব দেয় নাই। যখন বুঝেছে তখন দেরি হয়ে গেছে। আর্মি ঝুকি নেয়নি। কারণ তাদের কিছু যায় আসে না এবং অধিকাংশ জুনিয়র সেনা হাসিনার এই বাড়াবাড়ি পছন্দ করেনি। যুক্তরাষ্ট্র মৌন সম্মতি দিয়েছে। তারা বলেছে তোমাদের যা খুশি করো সমস্যা নাই। ভারত ব্যাপারটা বুঝতে দেরি করেছে, ফলে কোন সাহায্য করতে পারেনি। এখন বুবুকে আশ্রয় দিয়ে ভারতের কষ্ট কিছুটা কমেছে। আপা আবার আসার চেষ্টা করছে। আর্মি একমাত্র ভরসা।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
জেনারেশন একাত্তর বলেছেন:
পাকিস্তানের আমর্মি ১৯৫৮ সাল থেকে আমেরিকার পকেটে; ওরাই বাংলাদেশ মিলটারীকে আমেরিকার পকেটে যেতে সাহায্য করেছে। আমেরিকা আমাদের মিলিটারীর দ্বারা ১ম ক্যু করায়েছিলো শেখ হত্যার জন্য।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার ছেলে মেয়ে কয়জন? তারা কি বাংলাদেশে থাকে? ওয়েল এস্টাবলিসড?
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
৩ ছেলে, ২ জন পড়ালেখা করে চাকুরী করছে; ১ জন দীর্ঘ সময় বাংলাদেশে পরিবারের সাথে ছিলো; এখন এখানে, সে সমস্যায় আছে।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩৫
কামাল১৮ বলেছেন: আমার ধারনা ছিলে,হাজারে একজন বাংগালি জ্ঞানী।এখানে দেখছি আমার ধারনা ভুল।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: চার হাজারের মধ্যে মাত্র তিনজন বলেছেন ইহা ছিলো আমেরিকান ক্যু। তাহলে বাকিদের ধারনা নিশ্চয় ভিন্ন ছিলো ?