| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
২০০০ সালের জানুয়ারী মাসের ২০ তারিখের ভেতরে "ফিলিস্তিন দেশ হবে", বিশ্বাস করতো আরাফাত, ক্লিনটন ও ইয়াহুদ বারাক। কিন্তু হয়নি একমাত্র আরাফাতের ভুলের কারণে; আরাফাত হামাসের ভয়ে, স্বশরীরে হোয়াইট হাউজে উপস্হিত থেকেও "টু ষ্টেইট" কাগজে সাইন করেনি। 
এরপর, আরাফাত ভয়ে গাজায় যেতো না; তাকে চোর ডাকতো  গাজাবাসীরা। ২০০৪ সালে আরাফাতের মৃত্যু হয়; আসলে, সেদিন ফিলিস্তিনের মৃত্যু হয়েছিলো।
এরপর, গাজার মানুষ হামাসকে ক্ষমতায় আনার জন্য পিএলওকে ভোটের জন্য চাপ দেয়। ২০০৬ সালে গাজাবাসী  হামাসকে ভোটে জয়ী করে। এখন গাজায়  যা দেখছেন, সেটা ২০০৬ সালের ভোটের ফলাফল দেখছেন।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১২:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন: 
ব্লগারদের কিছু অংশ আপনার মতো  "জেন-যি";  ওরা বাংগালী মেয়েদের ভালোবাসে বলে জিং জিং করছে, ফেইসবুকে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে। ৪ ব্লগার জুলাই আন্দোলনে পথে নেমেছিলো; কিভাবে যেন শিবিরের স্নাইপারের রেন্জ থেকে দুরে ছিলো
২| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১২:০৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি নিজেই আতংকিত যে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে? আসলে আসুক। আমার জীবনে ৩ সিট থেকে ১৫১ সিট পেতে কোনো রাজনৈতিক দলকে দেখি নাই। এবার দেখবো।  
।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১২:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
আপনি  আমাকে বুঝতে সময় লাগবে, আমার বয়স ৭৬ বছর; আমি আমি ইসলামী ছাত্র সংঘের ছেলেদের সাথে পড়েছি; যুদ্ধে অনেক  ধরা-পড়া রাজাকারকে দেখেছি; ১  বিধবা মায়ের সন্তান রাজাকারকে ধরে ছেড়ে দিয়েছি। আমি ওদেরকে ভয় পাই না; আমার ভয় আমাদের নতুন জেনারেশনকে ওরা জংগী বানাচ্ছে।
৩| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি এতো রাজাকার চিনেন বাট সোনাগাজির নাম করা রাজাকার কমানডার ওবায়দুল হক চেয়ারমেন কে দেখেন নাই ইহা ভাবতেই পারি না । জয়নাল হাজারি তো চিনতো । ওবায়দুল হক চেয়ারমেন ৭১ সালে হিনদু বাড়ি সব পুড়িয়ে দিয়েছে । আরেকটা ছিলো রাজাকার ইলিয়াস । সেটারে মুকতি যোদধা রা মেরে যিশু বানিয়ে দিয়েছিলো । মনে পড়ে ? 
 এগুলো সোনাগাজির মানুষের মুখে মুখে । আমি যাবো সোনাগাজি ডিসেমবারে । দেখি ওবায়দুল হক চেয়ারমেনের ছবি কালেকশান করতে পারি কিনা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১:১৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমি আমার বাড়ী চট্টগ্রাম জেলায়; আমি কি করে সোনাগাজীর কিংবা কুমিল্লার রাজাকারদের চিনবো? ৫৫ঝাজার রাজাকার ছিলো, আমি ৫৫ জনকেও চিনতাম না। 
ঘেরাও'এ পড়া গেরিলাদের উদ্ধরের জন্য ১ রাতে ইপিআরদের সাথে আমি সোনাগাজী গিয়েছিলাম ফেনী নদী হয়ে; আমরা পৌঁছে  শুনি গেরিলারা নিজেরা বের হয়ে গেছে; আমরা ফেরত এসেছি আমাদের হাইড আউটে; সোনাগাজি নিয়ে আমার অভিজ্ঞতা এটুকু।
৪| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১:৪১
কলিমুদ্দি দফাদার বলেছেন: @কুতুব: ফেনীর সোনাগাজী, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম অধিকাংশ পরিবার ইন্ডিয়া থেকে আনা ফেন্সিডিল ব্যবসার সংগে যুক্ত। তাঁদের ছেলে-মেয়ে পরিবার পরিজনের সবাই তা জানে-বুঝে। চোরাই বাইক, বিয়ার, মদ ও বিক্রি করে কেউ কেউ। ফেনীতে আপনার কে থাকে?
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১:৫০
জেনারেশন একাত্তর বলেছেন: 
ফেনীতে আমার ছোট বোনের ছেলে চাকুরী করে।
৫| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:০০
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার @ সবাই বিদেশ চলে গেছে। ফেনসিডিল  ব্যবসা তো যশোরের লোকদের কাজ। গ্রাম সব  পুরুষবিহীন হয়ে গেছে। আমার রিলেটেভ আছে। আমরা রিয়েল  চাটগাইয়া না । সেটেলার টাইপ : দাদা এবং নানার আদি নিবাস ফেনি । তাদের ভাই বেরাদার এখনো ফেনি থাকে । চাকুরির সুবাদে তারা চিটাগাং এসে সেখানেই থেকে গেছে। 
গাজি সাহেব মনে ফুল চাটগাইয়া । তিনি ভাষা পারেন কিনা চিটাগাং এর কে জানে ? আপনি শুনলে কিছু বুঝবেন না ।  
 । তবে গাজি সাহেব ফেনি-নোয়াখালির ভাষা বুঝেন বলে মনে হয়েছে। 
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:১২
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমি ফেনী ও পুরো নোয়াখালী ভাষা বুঝি, চাঁটগাইয়া বলতে পারি; তবে,আমি শহরের লোক নই।
৬| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ফুল চাটগাইয়ারা বিয়েতে পণ হিসাবে বদনা , ঝাড়ু সব দেয় ।  ![]()
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:১৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
চট্টগ্রামের মানুষের মেয়ে বেশী থাকলে সমস্যা।
৭| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: @কুতুব ফেনীর আঞ্চলিক কিছু মানুষ কে আমি চিনি। তারা জাত ব্যবসায়ী অনেক পয়সার মালিক।
চাটগাঁইয়া মানুষ অসৎ, লোভী, ডাকাত। এরা ৫০-৬০ লক্ষ টাকা কাবিনের নিচে মেয়ে বিয়ে দেয় না! বিয়েতে অন্যায় আবদার চাওয়া পাওয়া ও থাকে অনেক আবার চাটগাঁইয়া ছাড়া আত্নীয়তা ও করতে চায় না। বিয়ে এদের কাছে এক ধরনের ব্যবসা।
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:১৬
জেনারেশন একাত্তর বলেছেন: 
চট্টগ্রামের মেয়েরা পরিবারে সন্মান পায়। সেজন্য চট্টগ্রামের মেয়েদেরকে পরিবার চট্টগ্রামীদের কাছে বিয়ে দিতে চেষ্টা করে।
৮| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:২০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কক্সবাজার, পেকুয়া, ফটিকছড়ি এদের ভাষা বুঝেন ? মগ টগ আছে সেখানে । ভয়ংকর জাদু টোনা তাবিজ । ![]()
 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ২:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
যাদু, টোনা, তাবিজ বলতে কিছু নেই; আমি একমাত্র রোহিংগাদের ভাষা পুরোপুরি বুঝতে পারি না। 
আমার দাদার ছোটভাই বড় মওলানা ছিলেন; তিনি তাবিজ তুমার দিতেন না ও বিশ্বাস করতেন না। আমার নিজ চাচা কলিকাতায় পড়ালেখা করা   মওলানা, মাদ্রাসায় পড়াতেন, তাবিজ তুমারে বিশ্বাস করতেন না।
৯| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:২৫
সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব ব্যাপারটা খুব অদ্ভুত! ইউনুস সাহেব কিন্তু রোহিঙ্গাদের ভাষা বুঝেন। আমি খুব অবাক হয়েছি।
১০| 
১৩ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: হামাসের জন্য গাজাবাসীর কপাল পুড়েছে। জামাতের জন্য হয় আমাদের জাতির বিরাট সর্বনাশ হবে।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১১:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: ব্লগার রা কেউ আপনার গার্বেজ পড়তে চাইছে না!