নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

আমাদের পংগুরা শিবিরকে জংগী তৈরির লাইসেন্স দিয়েছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৩৪



১৯৭১ সালে, পাকী জল্লাদ বাহিনীর জেনারেলরা জানতো যে, বাংগালীদের মাঝে প্রচুর বিশ্বাসঘাতক ও পংগু আছে, যারা নিজ জাতির মানুষকে হত্যা করবে ও পাকী বাহিনীকে গণহত্যায় সাহায্য করবে। তারা জানতো যে, এসব পংগুদের কিছু টাকা পয়সা দিতে হবে ও রিমোট-কন্ত্রোল হিসেবে ধর্মকে ব্যবহার করা সম্ভব।

মাদ্রাসা, কলেজ ও ইউনিভার্সিটি হতে ৪০/৪৫ হজার মানসিক পংগু যোগাড় করে দেয় জামাত। এর বাহিরেও চোর, ডাকাত ও ইডিয়টদের যোগাড় করে দেয় শান্তি কমিটির লোকজন। যাক, সেবার তারা পরাজিত হয়েছিলো।

ওদের বংশধরেরা এখন অনেক গুণে বেড়েছে; এরা নাকি নিজেদের পংত্বকে কাজে লাগিয়ে নিজেরা Gen-Z'তে পরিণত হয়েছে। সম্প্রতি এরা ৭১'এর রাজাকারদের উত্তরসুরীদের ভোট দিয়ে আমাদের শিক্ষাংগণগুলোকে জংগি ম্যানুফেকচারিং সেন্টারে পরিণত করার লাইসেন্স দিয়েছে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:২৬

কামাল১৮ বলেছেন: দেশে এক সংঘবদ্ধ ডাকাত বাহিনী গড়ে উঠেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:




ইসলামের মুল লক্ষ্য ছিলো, পরিত্যক্ত আরব এলাকায় আরবদের ঐক্যবব্ধ করে পারসিক ও বায়জান্টাইনদের মতো ১টি সাম্রাজ্য গঠন করা; সেটা ঘটেছিলো; সেটার অবসান ঘটেছে অটিম্যানদের পতনের সাথে সাথে। উহা থেকে জন্ম নিয়েছে সব আরব রিপাবলিক ও সৌদীরা।

কিন্তু ইসলামের সেই সামন্তবাদী জীবনকে চালু রেখেছে মোল্লারা; ফলে, নীচুমানের জীবন ব্যবস্হা চালু হয়েছে মুসলিম এলাকাগুলোতে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৮

সৈয়দ কুতুব বলেছেন: এসবের জন্য দুনিয়ার সবাইকে দায়ী করলেও আওয়ামী লীগের নাম মুখে আনা যাবে না। তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। তবে লুংগির নিচে স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দেয়া ঠিক কাজ! =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংগালী জাতীয়তাবাদকে সংগঠিত করেছিলো আওয়ামী লীগ; আওয়ামী নেটাই ছিলো জা্তীর নেতা। উনাকে হত্যা করেছে আমেরিকা, পাকিস্তান ও আমাদের সেনাবাহিনী। এর ফলে, আমরা আগের সেই পুরানো পাকিস্তানের সংস্কৃতিতে ফেরত গেছি।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: দেশে চাঁদাবাজি কিন্তু বিএনপি একা করছে না। জামাতও করছে। জামাতের চাঁদাবাজি অন্য স্টাইলে। একজন রিকশা চালক পর্যন্ত জামাতকে টাকা দেয়। পাচ শ' টাকা হলেও দেয়। তাদের বলা হয়েছে- আল্লাহর জমিনে আল্লাহর শাসন চান? তাহলে জামাতের সাথে থাকুন আর যা পারুন সাহায্য করুন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৮

জেনারেশন একাত্তর বলেছেন:



মোল্লরা সামন্তবাদী শাসন চালু রেখে নিজেরা নীচু মানের জীবনে যাপনে অভ্যস্ত; ৪৭টি দেশের মানুষকে পশুর মতো জীবনে আটকিয়ে রাখাই তাদের জীবনভাবনা।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৫

সামছুল আলম কচি বলেছেন: জেনারেশন একাত্তর; লুটপাট শ্রেণীর লোকেরাই নিজের আসল ছবি না দিয়ে, নিজের নাম হাইড করে সামহোয়ারইনব্লগ-এ লিখে; কিন্তু এটা সামহোয়ারইনব্লগ কি করে এ্যাপ্রুভ করে জানিনা !!!
দেখেছি; একাত্তর জেনারেশন’রা ৭১ থেকে ১৯৭৪/৭৫ সাল পর্যন্ত জোর-জুলুম করে পাবলিকের রেশন চুরি/ব্ল্যাক মার্কেটে বিক্রি করে খেত !! পরে তাদের খুবই করুন অবস্থা হতে দেখেছি। আর ওই প্রজন্ম ৭১, মুক্তিযুদ্ধের দোহাই, রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এ ..াল আর মানুষ খায় না !!!
৫ আগস্ট’২০২৪ পরবর্তী প্রমাণ যা কিছু মিলেছে, তাতে দেখা গেছে; মুক্তিযুদ্ধের/একাত্তরের চেতনাবাজ’রা-ই এ দেশের সবচেয়ে বেশী ক্ষতি করেছে !!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন এক সোনার পোলা ধর্ষনের সেঞ্চুরী করে মিস্টি খাইয়েছে !! নেতা, চ্যালা-চামুন্ডারা ২২৯ বিলিয়ন ডলার ১৫ বছরে দেশ থেকে চুরি/লুটপাট করে বিদেশে নিয়েছে !! ১৫ বছরে নিজ দেশেরই নিরীহ ১৬ শ মানুষই শুধু গুম করে হত্যা করেছে !!! এ ক্রিমিনালগুলো আবার স্বাধীনতার স্বপক্ষের শক্তি !!!! ঢাকা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জেনে-বুঝেই শিবির-কে ভোট দিয়েছে !! ওরা তোদের মতো বর্ন ক্রিমিনাল না !!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



আপানর পর্যবেক্ষণ ভালো লেগেছে!

বাড়বকুন্ড কেমিক্যাল ধ্বংসে আপনার অবদান আছে কিনা? আপনার জানামতে কোন কোন অফিসার ওখানে ডাকাতী করেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.