নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

"হামাস বিহীন" ২ দেশ সমাধানে জাতি সংঘের নিউইয়র্ক ঘোষণা

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯



ফ্রান্স ও সৌদীদের অনুরোধে গতকাল ফিলিস্তিনে ২ দেশ সমাধানের পক্ষে ভোট করেছে জাতি সংঘ; "হামাস বিহীন" ২ দেশ সমাধানের পক্ষে ১৪২ দেশ ভোট দিয়েছে।

প্রশ্ন: ফিলিস্তিনে আগে হামাস ছিলো আনুমানিক ৪০ হাজার; এখন ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, সিরিয়া ও লেবানন মিলে কমপক্ষে ১০ লাখ হামাস মনোভাবের ফিলিস্তিনী আছে; কি করে হামাস বিহীন দেশ করবে?

২ দেশ সমাধানের বিপক্ষে নিম্নলিখিত ১০টি দেশ ভোট দিয়েছে:

যুক্তরাষ্ট্র , ইসরায়েল, আর্জেন্টিনা, মাইক্রোনেশিয়া, হাঙ্গেরি, নাউরু, পালাউ, টোঙ্গা, পাপুয়া নিউ গিনিয়া, প্যারাগুয়ে।

১২ টি দেশ ভোট দানে বিরত ছিলো:

সাউথ সুদান, চেক প্রজাতন্ত্র , ক্যামেরুন, ডিএমআরসি , ইকুয়েডর , ইথিওপিয়া , আলবেনিয়া , ফিজি, নর্থ ম্যাসিডোনিয়া , গুয়াতেমালা, সামোয়া, মালদোভা।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

আবেদি১২৩ বলেছেন: পড়াশুনা করেন রে ভাই , copy paste আর কত মারবেন। আজাইরা

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



এই সেপ্টেম্বরে কিন্ডার গার্টেনে ভর্তি হয়েছি।

মনে হচ্ছে, আপনি আমাদের ২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধা! অভিনন্দন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি তো সোস্যাল মিডিয়ায় পিএইচডি করেছেন, মনে হয়:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ২টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ দিন ১৯ ঘন্টা

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ কুতুব বলেছেন: হামাসের ভুত ইসরায়েল কে তাড়া করবে লাইফটাইম।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



ইসরায়েলের লোকজন ঘুমাতে পারবে না।

ইউরোপে ও দক্ষিণ আমেরিকায়ও ইহুদী থাতে পারবে না ভয়ে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফ্রান্স, ইউকে, নেদারল্যান্ডস, স্পেনের মতো প্রো ইজরাইলি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র করার পক্ষে থাকার কারন‌ কি?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



বারবার গণহত্যা করে বেড়াচ্ছে ইসরায়েল; ওষব দেশের মানুষ আসলে শিক্ষিত ও মানবিক।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২১

জেনারেশন একাত্তর বলেছেন:




হামাস যদি গাজায় না থাকতো, এবারের হত্যাকান্ড রুখতে বিশ্বের অনেক দেশ থেকে মানুষ ভলনটিয়ার হয়ে যুদ্ধ করতে আসতো ফিলিস্তিনের পক্ষে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

হামাসের প্রতিষ্ঠা করা হয় ১৯৮৭ সালে। আপনার কথায় মনে হচ্ছে এর পুর্বে গাঁজা ও‌ ওয়েস্ট ব্যাংকের মানুষ খুব সুখে-শান্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল ছিল। প্রথম ও দ্বিতীয় নাগবা নামক কিছু সংগঠিত হয়নি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ফিলিস্তিনের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করার শুরু করেছে ১৯৪৮ সালের ১৫ই মে থেকে; ১৯৭৩ সালের যুদ্ধে ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করে নেয়। ১৯৯৩ সালে অসলো চুক্তির পর, ততকালীন ইসরায়েলী প্রিমিয়ার রেবিন ওয়েষ্টব্যাংক ও গাজা পরিচালনার ভার দেয় পিএলও'কে; উদ্দেশ্য ফিলিস্তিন দেশ গঠন করা। ২০০০ সালের জানুয়ারী মাসের ১৮/১৯/২০ তারিখে ২ দেশ সমাধানের কাগজে সাইন করে, ফিলিস্তিন দেশ হওয়ার কথা ছিলো।

আরাফাত হামাসের ভয়ে সাইন করনি। ইহা আপনি বুঝেন?

২০০৬ সালের ভোটে গাজায় হামায় জয়ী হয়ে, পিএলওকে গাজা থেকে বের করে দেয়। ইহা বুঝুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি ১৯৬০ সাল থেকে ফিলিস্তিন সমস্যাকে অনুসরণ করে আসছি।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: হামাস কার অর্থায়নে তৈরি করা? ইয়াসির আরাফাত ইটালিয়ান পত্রিকায় সাক্ষাৎকার কেন বলেছিল "হামাস ইসরাইলের তৈরি করা" ইসরাইলী লিডার চেয়েছিল দখলকৃত ভুখন্ডে শেখ ইয়াসিন‌, মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে ডিভাইড এন্ড রুল প্রতিষ্ঠা করা। সেক্যুলার ন্যাশনালিষ্ট আর ধর্মীয় উগ্রবাদীদের মধ্যে বিবাদ সৃষ্টি করা?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



হামাস ইরানের টাকায় তৈরি ও ইরান এদেরকে বেতন দিতো। টানেল করার টাকা পেয়েছে আরব ব্যবসায়ীদের থেকে। বাকী সব গুজব।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৪

কলিমুদ্দি দফাদার বলেছেন: ইসরাইলী স্কলার উভাল নূহা হারেরি কেন বলেছিল "আমার জন্ম যদি দখলকৃত ভুখন্ডে হতো‌,‌ আমার বসবাসের জায়গা অবরুদ্ধ করে সীমিত সুযোগ সুবিধার মধ্যে অতিবাহিত হতো; সংঘাতে পরিবারের লোকজন‌ সহ বন্ধু বান্ধব হারানোর থেকে‌ সৃষ্ট রাগ-খোভ চোঁখের সামনে হামাসের মত কোন বাহিনী দেখলে আমি তাতে যোগ দিতাম"। এই কথার অর্থ বুঝেন?

১৯৬০ সাল ফিলিস্তিনি সমস্যা অনুসরণ করে এখন ৬ লাইনের গার্বেজ প্রসব করেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



না, ইহার অর্থ আমি বুঝি না।

আমি গড়ে ৬/৭ লাইন লিখি, ইহা বাংগালী ব্লগারদের অনেক তথ্য।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



প্রাইমারী স্কুলে পরার সময় আমর চোখে সমস্যা দেখা দেয়, সেজন্য আমি পাঠ্য বইয়ের বাইরে কারো লেখা পুরোটা পড়ি না।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



হামাস শেষ হবে না, সম্ভব না। প্রয়োজনে ফিলিস্তিনে আরও লাখ লাখ লাশ জমা হবে, হামাস থামবে না। কারণ হামাসের উদ্দেশ্য শান্তি না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



হামাস আসলে জল্লাদ।

ফিলিস্তিন, জর্ডান, ইসরায়েল, লেবানন, সিরিয়া ও মিশরে মিলে ১ কোটীর কাছাকাছি ফিলিস্তিনী আছে; অস্ত্র পেলে এরা সবাই যুদ্ধে যাবে।

ইহুদীরা কখনো ঘুমানোর সময় পাবে না।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: হামাস্=জায়নবাদি । এদের দুই দল কে বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে এনে দেখুন । ফলাফল সেইম । একজন কেবল টেকনিলজি তে ভালো বাকিজন খারাপ। তাদের মনোভাব একই ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৪১

জেনারেশন একাত্তর বলেছেন:



ফিলিস্তিনীরা ১টি দেশের আশা করে আসছে ১৯১৭ সাল থেকে; সেটার জন্য যা করতে হয়, তারা তার বিপরিত কিছু করেছে।

১৮৯৮ সালে ইহুদী ঠিক করেছিলো যে, জেরুসালেম ও তার আশপাশে ১ টি দেশ গঠন করবে, তারা সেটা করতে সমর্থ হয়ছে; ২টি দলকে আপনার কাছে এক মনে হচ্ছে?

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৫০

কামাল১৮ বলেছেন: বিশ্বে আরেকটি ইহুদি রাষ্ট্র গঠন হওয়া কি সম্ভব।স্বাধীনতার পরে কিছু ইহুদিকে দেখেছি ব্যবসা করতে।এখন মনে হয় একজনও নাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:



না, আর ইহুদী রাষ্ট্র হবে না; বিশ্বের মানুষ ওদের উপর ক্ষেপে গেছে; ওরা ইসরায়েলেও হয়তো বাস করতে পারবে না; তারা নিজেরা যেই হত্যাকান্ড চালায়েছে, আমেরিকা ও অষ্ট্রেলিয়া ছাড়া আর কোন দেশে তারা থাকতে পারবে না।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: একই। দুই গ্রুপের মাঝে রিলিজিয়ন ফোবিয়া আছে। এক গ্রুপ বুদ্ধিতে উন্নত তাই সেটা ধরা পড়ছে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



কোন ২ গ্রুপের কথা বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.