| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ঢাকাতে মাঝে মাঝে ঝটিকা মিছিল করছে আওয়ামী  লীগের লোকজন। সারা দেশের মফসলের কর্মীরা শহরে শহরে লুকিয়ে আছে। ঢাকায় এসেছে অনেকেই। ক্রমেই এদের মাঝে যোগাযোগ হচ্ছে। 
এখনো তারা শকে আছে, এদের পরিচিত অনেক মানুষের মৃত্যু হয়েছে; ক্ষোভও জমা হয়ে আছে; ইলেকশানের পর এরা বের হয়ে আসবে। তবে, এদের মাঝে জ্ঞানী ও রাজনীতিবিদ নেই; ফলে, এরা যখন বের হবে, অনেক অঘটন ঘটবে। কোন রাজনৈতিক নেতা এদের লীড করবে না, এরা বাহুর জোরে টিকার চেষ্টা করবে। 
অতীতের ইতিহাস, এদের সাথে বাকীরা কখনো পেরে উঠেনি; তবে, এবার কি ঘটে, সেটা নির্বাচনের পরে বুঝা যাবে; এখন সবকিছু আমেরিকান দুতাবাস ও মিলিটারীে প্ল্যানের উপর নির্ভর করছে।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫২
জেনারেশন একাত্তর বলেছেন: 
এরা মিছিল না'করে, কোথায়ও কোন সময়ে জমায়েত হয়ে, কিভাবে বাকীদেরকে নেটওয়য়ার্কে আনবে, সেটার ব্যবস্হা নিলে ভালো হবে।
২| 
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ  বিরোধী দলে ভয়ংকর হয়ে যায়। তবে এবার তো মাল পানি কামিয়ে ভুড়ি বেড়ে গেছে। মনে হয় না নৈতিকভাবে লাগাতার আন্দোলন করতে পারবে।
শেখ মুজিব বলেছিলেন:  " আমি ক্ষমতায় আছি তাই আওয়ামী লীগ কর্মী মারা যায়। পাকিস্তান পিরিয়ডে কারো সাহস হয় না লীগের কর্মীর গায়ে টোকা দিতে। আমি মানা করেছি বিধায় কর্মীরা চুপ আছে। না হলে আওয়ামী লীগ কি জিনিস সেটা দেখিয়ে দিতো।"
কিন্তু ৭৫ সালে সে আওয়ামী লীগ শেখ কে রক্ষা করতে পারলো না। ইন্টারন্যাশনাল পার্টির সাথে পারা যায় না।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:৫১
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমেরিকা শেখকে হত্যা করায়ে ছিলো বাংলাদেশ মিলিটারীর সব অফিসার ও আমলাদের ক্রয় করে। সেটা শেখের ভুলের জন্য হয়েছে।
পাকিস্তান আমলে ৭০ ভাগ জনতা আওয়ামী লীগের সাথে থাকায় কেহ আওয়ামী লীগের গায়ে হাত টুলতে পারেনি।
৩| 
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  সকাল ১১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: মুলত ক্যাম্পাসে শিবির কে জিতিয়ে দেয়া হচ্ছে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জাকসু তে যে পরিমাণ টেম্পারিং হয়েছে, ছাত্রী সংস্থার মেয়েরা ছাপ্পা ভোট মেরেছে। বিএনপির হাই কমান্ড থেকে নির্দেশ আছে। জাকসুতে ভোট জালিয়াতি হয়েছে। জাশি এবং বিএনপি পন্থী দুই পক্ষ থেকে কনফার্ম হয়েছি।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
শেখ হাসিনা জাতির  ক্ষতি করেছে, বিএনপি ও জামাত-শিবির জাতিকে  কুজাতিতে পরিণত করেছে।
৪| 
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ১০:৫৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
নির্বাচনের তফশিল ঘোষিত হলে এই সব মিছিল আরো দীর্ঘতর হবে।
৫| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫  ভোর ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
২০২৪ সালের জ্বালাও পোড়াওকারীদের কেন বিচার করা হবে না?
তারা তো ফৌজদারী অপরাধে অপরাধী। 
তাদেরকে কেন ছেড়ে দেয়া হচ্ছে। 
৬| 
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫  ভোর ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
নেপালে যারা এই সব আকাম করেছে নতুন প্রধানমন্ত্রী কার্কি তাদের বিচার করতে পারেন।
৭| 
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫  রাত ৩:৩০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
জামাত এখন ক্ষমতার খুবই কাছে।
নির্বাচন এলে এরাই মনে হয় এবার ক্ষমতায় যাবে। 
বিএনপি মনে হয় ধরা হয়ে গেল। 
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫  ভোর ৫:১৫
কামাল১৮ বলেছেন: কিছু কিছু লোককে অনুপ্রেনীত করছে।আস্তে আস্তে মিছিলে লোক বাড়ছে।মিছিলকারিদের বক্তব্য শুরু করি ২০/৩০ জন নিয়ে ক্রমে লোক বাড়তে থাকে।সবই ইউটিউবে দেখা।