নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ইউনুস ও শিবিরের জল্লাদদের জুলাই সনদ

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮




আমেরিকান রাজনীতিবিদ ও সরকারের উঁচু পদের অনেকেই অবসর জীবনে শিক্ষকতা করেন; আমি ১ জন শিক্ষক পেয়েছিেলাম, যিনি ছিলেন ডিপ্লোমেট, নাম মাইক; বেশীর ভাগ সময়ে কাজ করেছেন আফ্রিকায়, পাবলিক রিলেশনে। উনার স্ত্রীও দুতাবাসে চাকুরী করতো সিকিউরিটিতে।

মাইকের স্ত্রী একবার বাসায় বানর পোষার ইচ্ছা প্রকাশ করে; তখন তারা কাজ করছিলেন উগান্ডায়। মাইক পশুপাখী পালনের বিপক্ষে ছিলেন। তিনি স্ত্রীকে বললেন যে, ৩ মাস পরে ১টি বাগান বাড়ী কিনে সেখানে পুষবেন। মাইকের অধীনে ১টি পোষ্ট খালি ছিলো, তিনি নিজের স্ত্রীকে পার্ট টাইম পাবলিক রিলেশনে কাজ করার দায়িত্ব দেন।

মাইকের স্ত্রীর নতুন কাজের বড় অংশ ছিলো স্হানীয় রাজনৈতিক দলের নেতাদের সাথে দেশের রাজনৈতিক অবস্হা নিয়ে আলোচনা, সাথে স্হানীয় মিডিয়ার লোকদের সাথে কাজ করা।

স্ত্রী নতুন কাজ পাবার পর থেকেই বাসায় মাইকের সাথে কথা বলার সময় নিজের অজান্তেই ওখানকার রাজনীতিবিদ ও মিডিয়ার লোকদের "বানর" বলে সম্বোধন করতো। মাইক বলতেন যে, তারা ডিপ্লোমেট, এই ধরণের শব্দ ব্যবহার করলে, একদিন ভুলে ফসকে ইহা মুখ থেকে বের হবে।

স্ত্রীর মাঝে ইহা নিয়ে কোন দুচিন্তা নেই। ৩ মাস যখন শেষের পথে মাইক বললো, "বাগান বাড়ী কিনবো? "
স্ত্রী বললো, "বানর পালনের ইচ্ছা আর নেই, আমাকে তুমি বানর জগতে নিয়ে এসেছ, আমি মুক্তি চাই, আমি ফুল টাইম সিকিউটির কাজে ফেরত যেতে চাই।"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি চিটাগাং মেজবানি মাংস খেতেন তাই না? মানুষের বিয়ে শাদি, জিয়াফতে প্রচুর যেতেন। সুস্বাদু গোরুর মাংস খেয়ে আপনার হার্ট খারাপ হয়ে গেছে। :-B

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি ছোটকাল থেকে বেশী বেশী ফুটবল খেলেছি; এতে আমার হার্ট রেট নীচে (৪৪-৪৫) ছিলো আজীবন; এখন ইহা সমস্যা হয়ে দাঁড়ায়েছে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

সৈয়দ কুতুব বলেছেন: সাতার কাটেন নাই ? মাংসপেশি খুব ভালো থাকে। আপনি তো চেমপিয়ন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আমাদের সময় ইন্টারস্কুল সাতার হতো, উহাতে আমার স্হান ছিলো সব সময়।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আবুল আলা মওদুদী কে নিয়ে পড়েছেন নিশ্চয়ই? আমি কোথাও দেখলাম না ভারতীয় মুসলিম দের আধুনিক শিক্ষার জন্য তিনি কিছু করেছেন। উনার প্রায় শত বছর আগে জন্মানো সৈয়দ আহমদ ভারতীয় মুসলিম দের জন্য কতই না কাজ করেছেন। দুইজনের প্রাথমিক শিক্ষা মাদরাসা ছিলো। আলীগড় বিশ্ববিদ্যালয়ের পিছনে সৈয়দ আহমদের কতই না অবদান। আর মওদুদি ভারতীয় মুসলিমদের উন্নতির জন্য কিছুই করেন নাই। অথচ উনার প্রভাব এখন বেশি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



মওদুদী ছিলো সন্ত্রাসী, জংগী; ১৯৫১ সালে লাহোরে কয়েক হাজার আহমেদিয়াদের হত্যা করে জামাত; মওদুদীর ফাঁসী হলো; বাদশা সউদ পাকিস্তানকে ক্যাশ ডলার দিয়ে মওদুদীকে জীবিত রেখেছিলো।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: আমার কাছে সৌদি বাদশাহ সালমানকে একজন জল্লাদ ছাড়া আর কিছুই মনে হয় না। বিশেষ করে জামাল খাশোগিকে দূতাবাসে যেভাবে হত্যা করা হয়েছিল, এরপর থেকে এই ধারণা আরও দৃঢ় হয়েছে। মানুষ কিভাবে আরেকজন মানুষকে এভাবে মারতে পারে?যখন সালমান আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় শেখ হাসিনা সৌদি আরব সফর করেছিলেন। এই কূটনৈতিক পদক্ষেপটি আমার মনে খুব দাগ কাটে। আমার মনে হয়, ভারত সরকারের পরামর্শে তিনি এই কাজ করেছিলেন। গত বছর সৌদি বাদশাহর বাংলাদেশে আসার কথা থাকলেও তিনি আসেননি। ইমরান খান ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া সফর করে একই ধরনের কাজ করেছিলেন। এরপরই তার পতন হয় । :-P

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১০

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনাকে কেন সরায়েছে আমেরিকা?

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার দলের লোক অনেক উজায় গিয়েছিলো।
এজন্য এদের থামিয়ে দেওয়া হয়েছে।

এবার কি জামাত ক্ষমতায় এসে যাবেই??

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



না, আসতে পারবে না; আমেরিকা এভাবে বাংলাদেশ মাটিতে মিশবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.