![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সামু মৃত, সামুর যৌবনে আমি মুক্তিযুদ্ধ নিয়ে লিখিনি; কারণ, সামুর বেশীরভাগ ব্লগার আমাকে পছন্দ করতেন না; এরা আমাকে অপমান করার জন্য এমন কিছু বলার সম্ভাবনা ছিলো, যা মুক্তিযুদ্ধের জন্য কটু কথা হতো ; মুক্তিযুদ্ধ যাতে বিতর্কিত না'হয় সেজন্য আমি লিখিনি।
এখন লিখে দেখলাম, ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে ও "২য় স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের সময়ে" লোকজনের কোন ইন্টারেষ্ট আছে কিনা বুঝার জন্য। যারা ক্লিক করেছেন, তাদের মাঝে ৪/৫ পার্সেন্ট ইন্টারেষ্টেড ছিলো বলে মনে হয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
আমেরিকান ক্যু'গুলোকে ওরা এমন সুন্দরভাবে করে যে, ক্যু'এর দেশের লোকেরা ইহাকে "বিপ্লব" হিসেবে নেয়। এবারের ক্যু'তে উইনুস, পাকিস্তান ও শিবিরকে এমনভাবে যোগ করেছে যে, বাংগালী বানরেরা ইহাকে বিপ্লব ও ২য় স্বাধীনতা নাম দিয়েছে; দেশ শেষ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২০
সৈয়দ কুতুব বলেছেন: অমি পিয়াল, আরিফ জেবতিক, গোলাম মাওলা, জয়নাল হাজারি এরাও আপনাকে লাইক করতো না?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
জয়নাল হাজারী ছিলো বলে জানতাম, তার নিক আমি জানতাম না।
পিয়াল, ডা: আইজুদ্দিন, মাওলা ও জেবোতিক তাদের নিজেদের ব্লগ "আমার ব্লগে" লেখা ছেড়েছিলো আমার সাথে টক্কর দিয়ে; এরপর, তারা মিলে আমাকে বের করে; কিন্তু তারা এমন ফালতুতে পরিণত হয়েছিলো যে, ওদের লেখা সেখানেই বন্ধ হয়ে যায়।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আমার সাথে টক্কর দিয়ে এই ব্লগের সব বড় বড় বানরগুলোও বিলুপ্ত হয়েছে। জুল ভার্ণও ২ বার পালায়েছিলো। আমাকে ব্যান না'করলে সে ফিরতো না।
আমার খুব পছন্দের ২ জন ব্লগারও এখন চুপ, মাঝে মাঝে হাবিজাবি কমেন্ট করেন।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার পছন্দের ব্লগার রাজিব নুর , ঠাকুর মাহমুদ এবং ডারক মেন । ।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
জেনারেশন একাত্তর বলেছেন:
উনারা আমার প্রিয় ব্লগার; পছন্দের ব্লগার ছিলেন ড: এম এ আলী ও আহমেদ জি এস
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৬
আঁধারের যুবরাজ বলেছেন: @মুক্তিযুদ্ধ যাতে বিতর্কিত না'হয় সেজন্য আমি লিখিনি।
- সত্য কথা কি কারো কটু কথাতে মিথ্যে হয়ে যেত ?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
জেনারেশন একাত্তর বলেছেন:
মুক্তিযুদ্ধের কি হলো ও উহা এখন কি অবস্হায় আছে?
আমি কোন ব্লগে ( ৪ ব্লগে ব্লগিং করেছি ) ১ বারও বলিনি, " আমি মুক্তিযোদ্ধা"; খুবই নগণ্য পরিমাণ ব্লগার আমাকে নিজের থেকে মুক্তিযোদ্ধা বলতেন; বড় অংশ আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে আসছে।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: মুক্তিযুদ্ধের কি হলো ও উহা এখন কি অবস্হায় আছে?
- ঝুঁকির মাঝে আছে। জামাত,হিজবুত বা তথাকথিত ইসলামিক দলগুলির জন্য দেশ বিপদে পড়ার সম্ভবনা রয়েছে। উপরোন্ত আপনার প্রিয় হাসিনার ১৬ বছরে নতুন প্রজন্মের শিক্ষার মান তলানিতে নেমেছে ,তাদের অনেকের চিন্তা করার পদ্ধতি আত্মঘাতী। সব মিলিয়ে আমি হতাশ।শেখ হাসিনা পালিয়েছে শেষ পর্যন্ত ,এই টুকুই যা আনন্দ !
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগে আপনি এতোদিন, এরপরও কিভাবে বলছেন যে, শেখ হাসিনা আমার পছন্দের রাজনীতিবিদ ছিলেন? শেখ হাসিনার বিপক্ষে কথা বলার কারণে, আমি দেশে থাকাকালীন সময়ে আমাদের এমপি, জেলা আওয়ামী লীগ ও থানা আওয়ামী লীগের নেতারা যাতে টের না পায়, সেভাবে থাকতাম।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ২০১৩ সালে হেফাজতের সাথে ঝামেলা এবং শাহবাগ আনদোলন নিয়ে আপনার কি মতামত ? আরিফ জেবতিক, পিয়াল এরা সবাই ছিলো। ।
চিটাগাং যে লিগের কেডার হেফাজত কে একাই ঠেকিয়ে দিয়েছিলো তার নাম মাসুম । আমাদের এলাকায় বাড়ি । আমির খসরুর পানজাবি ধরে একবার টান দিয়েছিলো সে । লাইফ তেজপাতা করে দিয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
জামাত ও বিএনপি হেফাজতকে কিনেছিলো ও আশা করেছিলো তারা ঢাকা দখল করতে পারবে। শেখ হাসিনা যা করেছে তা অমানবিক; পরে হেফাজতকে কিনেছিলো; উনার প্রতিটা পদক্ষেপ ছিলো জঘন্য।
উনি হাজার হাজার হাজার মাসুম বানায়েছিলো, ১ জন মফিয়া বানাতে পারেনি।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: এরপরও কিভাবে বলছেন যে, শেখ হাসিনা আমার পছন্দের রাজনীতিবিদ ছিলেন?
- এটা আপনাকে হালকা খোঁচা দেবার জন্য বলা ! আওয়ামীলীগের লোকদের মধ্যে আপনিই বহুবার হাসিনার সমালোচনা করেছেন। মাঝে মাঝে নানা পোস্টে আপনার অপ্রাসঙ্গিক কিছু মন্তব্য পরোক্ষভাবে হাসিনাকে সমর্থন জুগিয়ে থাকে !
যাক কেমন আছেন আপনি ,আপনার চোখের কি অবস্থা ? দেশে কি যাবেন এই বছর ?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
জেনারেশন একাত্তর বলেছেন:
হাসিনা ক্যু'এর শিকার হলে কি হতে পারে, সেটা অনুমান করে, বলতাম যে, হাসিনার সময়টাই "ভালো সময়, এরপর, দেশ ফেইল করবে"।
শেখ হাসিনার মহা ভুলগুলো নিয়ে আমি কথা বলছিলাম; আমি জানতাম, উনাকে মিলিটারী সরানোর পর, দেশকে কেহ "উনার মতো" করেও চালাতে পারবে না; কারণ, তিনি আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলেছেন। বাকীরা অমানুষ: বিএনপি, জামাত ও হেফাজতে বানর ব্যতিত আর কিছু নেই।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: এই দেশের মানুষ গুলো নষ্ট হয়ে গেছে।
এজন্য দায়ী দেশের রাজনীতি।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: এখন সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
জামাত ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে ফাঁসিতে ঝুলাবে।
এনসিপিদের চরিত্র নষ্ট। এরা বেশ্যার চেয়েও অধম।