নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

৩৭ মুসলিম দেশসহ মোট ৮০ দেশে ২৫০টি ক্যু হয়েছে

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১২



৩৭টি মুসলিম দেশে বারবার ক্যু হয়েছে, এগুলোর ৯০ ভাগ ছিলো আমেরিকার সহযোগীতায়। পাকিস্তানে যখন ক্যু করেছিলো আইয়ুব খান (১৫৮ সাল ), পাকিস্তানী মিলিটারী ইহাকে "বিপ্লব" বলে চালিয়ে দেয়। আইয়ুব খান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সামরিক শাসনকর্তা ছিলো। একামত্র মওলানা ভাসানী বাংগালীদেরকে ১ম দিন থেকে বলে আসছিলো যে, ইহা "আমেরিকনা ক্যু"।

১৯৬৮ সালে পাকিস্তান সরকার ও মিলিটারী এই বিপ্লবের ১০ বছর পালন করে, নাম দিয়েছিলো "ডিকেইড অফ রিফর্ম"। ১৯৬৯ সালে বাংগালীরা আইয়ুবের সরকারের পতন ঘটালে পশ্চিম পাকিস্তানের লোকজন খোলা রাস্তায় আইয়ুবের জন্য কেঁদেরছিলো। পুর্ব পাকিস্তানের ৪০ ভাগ ইডিয়ট মানুষ আইয়ুবকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলো।

১৯৭৫ সালে জিয়ার নেত্বত্বে বাংলাদেশের সব জেনারেল ও ব্যুরোক্রেটরা সিআইএর'র হয়ে শেখকে হত্যা করে। বাংলাদেশের ৪০ ভাগ ইডিয়টেরা জিয়াকে গণতন্ত্রের জনক হিসেবে ঘোষণা দেয়।

এবার ইউনুস, পাকিস্তান, জামাত-শিবির মিলে আমেরকান দুতাবসের নেতৃত্বে ভয়ানক ক্যু করেছে; ক্যু'এর ডিজাইনে ছিলো ছাত্র হত্যা করে জনতাকে মাঠে নামানো। দেশ শেষ! মৌলবাদীরা ইহাকে "বিপ্লব ও ২য় স্বাধীনতা" নাম দিয়েছে।

পায়খাানার ক্যু'কে ক্যু বলায় আমার নিক ব্যান খেয়েছে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

এইসব ক্যু ফ্যু মেওঁমেওঁ, প্যাঁকপ্যাকঁ জাতীয় প্যাঁচাল শুনতে শুনতে কান পচেঁ গেছে; নতুন কিছু থাকলে বলুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৪২

জেনারেশন একাত্তর বলেছেন:




এগুলো বুঝেননি বলেই তো দেশ নিয়ে ইডিওটিক কথা লিখেন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এখন কি তবে আমেরিকার বিরুদধে ওয়ার করতে বলেন ? আমেরিকা যদি শেখ হাসিনার পতন ঘটায় সেটা শেখ হাসিনার নিজের দোষে হয়েছে। জনগণ শেখ হাসিনাকে সেইভ করতে কেনো আসবে ? উনাকে কেউ আর চাইতো না ।

শেখ হাসিনার কারণে মোলবাদিদের হাতে দেশ। সেখানেও জনগণের কোনো দোষ দেখি না । শেখ হাসিনা কে সবাই লাইক করবে এমন ও না । মানুষের নিজ নিজ পছনদের নেতা থাকতেই পারে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৪৯

জেনারেশন একাত্তর বলেছেন:




জনগণের দোষ বুঝার মতো জ্ঞান ও অভিজ্ঞতা আপনার এখনো হয়নি।

শেখকে হত্যা করার পর মানুষ বুঝতে পারেনি যে, আমাদের স্বাধীনতার সকল প্রাপ্তি মুছে গেছে; ইহা ছিলো আমাদের জনতার ভয়ংকর দোষ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:২০

আলামিন১০৪ বলেছেন: আম্রিকা কী সাহায্য করেছে? জীবন দিয়েছে? নাকি টাকা দিয়েছে আর আপনি সেটা দেখেছেন?

আমেরিকা খুনী হাসিনাকে রক্ষা করার ভারতীয় আবদার রাখেনি, ভারত নাক গলানোর চেস্টা করলে আমেরিকা সতর্ক করেছে। এটাকে রঙ মিশিয়ে রূপকথার গল্প ফেদেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি ইসলামিক স্কলার, বালছালের বাইরে আপনি অন্য কিছু বুঝার কথা নয়।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫৮

আলামিন১০৪ বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন:

এইসব ক্যু ফ্যু মেওঁমেওঁ, প্যাঁকপ্যাকঁ জাতীয় প্যাঁচাল শুনতে শুনতে কান পচেঁ গেছে; নতুন কিছু থাকলে বলুন।

যা বলেছেন, এক্কেবারে জায়গা মতো....

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:



দফাদারকে ভালোবসে বিয়ে করেছিলেন ১ জন ইন্দোনেশীয় মেয়ে; সেই মেয়েটি এখন উনার সাথে নেই মনে হয়।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:০৫

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন:



আপনি ইসলামিক স্কলার, বালছালের বাইরে আপনি অন্য কিছু বুঝার কথা নয়।

আন্নে কি জানেন, আম্রিকা ফোন দিয়ে ভারতকে কেন বলেছিল যে শেখের বেটির সময় শেষ?

আন্নে কি জানেন আপনার গুরু মোদীজী আম্রিকা সফরে গিয়ে "ডীপ স্টেট” শব্দটা কেন বলছিল?

আন্নে কি জানেন আম্রিকা হাসিনার বালও ফেলতে পারে নাই? উল্টা ”হাস” মিয়া পলাইয়া গেছিল?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:





আপনি যা যা জানেন, সেগুলো অনেক বিশাল ব্যাপার, আমার দৌড় অতটুকু নয়, আপনি ইসলামিক স্কলার।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: জনগণ এডুকেটেড ছিলো না । আপনাদের জেনারেশন বেসট ছিলো না । সে জেনারেশনে রাজাকার ছিলো। সে জেনারেশনের লোক দেশ চালিয়ে গারবেজ বানিয়ে গেছে।

আপনার ১৭ বছর লেগছে বুঝতে শেখ হাসিনা কিভাবে মোলবাদি দের তোষণ করেছে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



১৭ বছর আগে যখন আমি শেখ হাসিনার ভুল নিয়ে ব্লগে লিখেছি, তখন আপনি বাংলায় লেখা শিখছিলেন।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন:
১৭ বছর আগে যখন আমি শেখ হাসিনার ভুল নিয়ে ব্লগে লিখেছি, তখন আপনি বাংলায় লেখা শিখছিলেন।


সঠিক।
আমি সেই সময় চাঁদ গাজীর পোস্ট পড়ার জন্য এই ব্লগে আসতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.