নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

আইয়ুব চেয়েছিলো পাকিস্তানকে ভারতের চেয়ে শক্তিশালী করতে!

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৪৮



পাকিস্তানে কে বেশী আজো জনপ্রিয়, আই্য়ুব নাকি জিন্নাহ? ধর্মীয় কারণে আজো অনেক পাকিস্তানী জিন্নাহকে নিয়ে চুপ থাকে; আইয়ুবের বেলায় তারা খুবই মুখর। আইয়ুব মনের থেকে চেয়েছিলো পাকিস্তানকে হিন্দুস্তান থেকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে। মানুষ মনে করতো আইয়ুব সৎ ছিলো, সে পাকিস্তানে নগর ও শিল্প গড়ায় মন দিয়েছিলো।

আইয়ুব খান বাংগালীদের কোনভাবে বিশ্বাস করতো না; এরপরও "ইপিআইডিসি" নামে ১টি সংস্হা করে হাজার হাজার মানুষকে চাকুরী দিয়েছিলো। কিন্তু সামান্য একটা সমস্যা ছিলো, মিলিটারীর জ্ঞানের সীমাব্ধতা আছে; আইয়ুব নেহেরু কিংবা ইন্দিরার মতো জ্ঞানী ছিলো না। আইয়ুবের কারণে আজকেও পাকিস্তানের সকল ক্ষমতা সেনাবাহিনীর হাতে; আজকের পাকিস্তানী সেনাবাহিনীতে ১ জনও সৎ মানুষ নেই।

আইয়ুবের চেষ্টার ফলাফল: পাকিস্তান একটি ফেইল দেশ, ভারত বিশ্বের ৪র্থ অর্থনীতি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪১

সৈয়দ কুতুব বলেছেন: মিলিটারি থেকে বের হতে পাকিরা চায় না । তারা এমনই থাকতে চায় । পলিটিকিাল দলগুলো বুঝলেও ভয়ে বলে না কিছু । সাথে আছে মোলবাদি মামুরা ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:




সেই পাকিস্তানের সাহায্য নিয়ে ইউনুস ক্যু করায়েছে। পাকিস্তান শিবিরের ৩০ হাজারের মতো জল্লাদকে ট্রেনিং দিয়েছে গৃহযুদ্ধ করার জন্য; আজো বাংকাদেশও করাচীতে ট্রেনিং চলছে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের জনগণ যদি মোলবাদিদের শাসন চায় , সেনা শাসন চায় তাহলে কি করার আছে? তাদের কাছে কেউ বেটার ওপশন নিয়ে আসেনি। শিরিন এবাদি একজন বিচারক হয়ে চেয়েছিলেন যেন খোমেনি পাওয়ারে আসে । কিনতু পাওয়ারে এসে ১ম কাজ খওমেনি করেছিলেন উনাকে বিচারকের চাকুরি খেয়ে দেয় । শিরিন এবাদি উনার এক চিঠিতে নেক্সট জেনারেশনের উইমেনদের কাছে মাফ চেয়েছেন। তিনি বলেছেন আমরা ভুল ছিলাম। শিরিন এবাদিও ভেবেছিলেন সত লোকের শাসন এলেই দেশ জাননাতুল ফেরদোস হয়ে যাবে ।

আমরা জানতাম দেশের ৩০ ভাগ লোক লিগ করে বাট শেষ ইলেকশনে ওনলি ৫ ভাগ ভোট পড়েছিলো । বাকিরা ভোট দিলো না কেন ?ন

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা ভোট করেছিলো ব্যুরোক্রেট, মিলিটারী ও নিজের বুদ্ধিতে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩০

নূর আলম হিরণ বলেছেন: পাকিস্তানের সাধারণ মানুষের সরলতা কেমন? আমাদের হুমায়ুন আজাদ বলেছিলেন কোনো পাকিস্তানি গোলাপ নিয়ে আসলেও তিনি তাদের বিশ্বাস করে না। আমার কাছে মনে হয় উনি এটা বেশি হার্ডলি বলে ফেলেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৫

জেনারেশন একাত্তর বলেছেন:



একমাত্র পাঠানেরা কিছুটা সরল ও কমবুদ্ধিমান; বাকীদের সাথে বাংগালীদের মিল আছে; বেশীরভাগই প্রতারক।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাস্তান এগুলো মূলতঃ একই ধরনের রাষ্ট্র হবে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আফগানিস্তান ও পাকিস্তানের অনেক জমি আছে, মানুষ ইডিয়ট! আমাদের জমি নেই, মানুষ অসৎ

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২০২৬ সালে যদি সত্যি সত্যি ভোট হয় তাহলে দেখবেন কি অসাধারণ ভোট হয়।
শেয়াল কুকুরেও ভোট কেন্দ্রে যাবে না।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



দুতাবাস ট্রাম্পের ভয়ে ভোট করতে যাচ্ছে; ফলাফল দিবে মিলিটারী ও ব্যুরোক্রেটরা মিলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.