![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গ্রামের স্কুলে পড়তাম, কিন্তু জানতাম যে, পোর্টের চেয়ারম্যান এক্স-মিলিটারী অফিসার, পাকিস্তানী। আদমজী জুটমিলের মালিক উর্দুভাষী, বাড়বকুন্ডের মকবুল জুটমিলের মালিকও পাকিস্তানী।
কলেজে পড়তে শহরে গেলাম, আমাদের সেকশনে ১৬ জন উর্দুভাষী, তাদের মাঝে ২টি মেয়ে বোম্বাইওয়ালাদের, ছেলেগুলো পাকিস্তানী ও বিহারীদের; মেয়ে ২টি বাংলা বলার চেষ্টা করতো; ছেলেগুলো বাংগালীদের পছন্দ করতো না, ওরা নিজেদের মাঝে চলতো। চিটাগং পোর্ট ও রেলওয়ে বিহারী ও পাকীদের দখলে, বাংগালীরা কেরানী ও শ্রমিক। বাংগালীরা ওদের তোয়াজ করে, উর্দুতে কথা বলে। উর্দুভাষীরাই বস।
তাই দরকার ছিলো স্বাধীনতা। জিয়া ও এরশাদের বসেরা ছিলো পাকিস্তানী; জিয়া ১৯৬৫ সালে পাকি ক্যা: হিসেবে যুদ্ধ করেছে; স্বাধীনতা যুদ্ধ করার পরও সে ভারত ও শেখ বিরোধী ছিলো। পাকিস্তান সেই সুযোগ ব্যবহার করে জিয়ার দ্বারা শেখকে হত্যা করে, আমাদের স্বাধীনতাকে ধ্বংস করে দিলো।
এবার জিয়া নেই, জিয়ার কাজটা ইউনুস করলো; আমরা পাকিদের কন্ট্রোলে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
সভ্যতার এই ধাপে মুসলমানেরা বিশ্বের জন্য বোঝা ও অশান্তি।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
শেখের অদূরদর্শিতা কে জিয়া এরশাদের উপর চাপিয়ে দেওয়ার কোন সুযোগ নেই। কমিউনিস্টের দ্বারা উৎখাতের ঝুঁকি সত্বেও কাঁকে খুশি রেখে "লি কুয়ান" টিকে ছিল সেটা ও ভাবায় বিষয়।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ লি কুয়ানের মতো জ্ঞানী ছিলেন না, আপনি আপনার সমকক্ষ সিংগাপুরির সমান দক্ষ নন।
শেখ ছিলেন বাংগালীদের মাঝে সৎ ও নেতৃত্ব দেয়ার মতো মানুষ।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২২
জেনারেশন একাত্তর বলেছেন:
লি কুয়ানকে শক্তি দিয়েছে জার্মানরা, শেখকে হত্যা করেছে পাকী, আমেরিকা ও জামাত মিলে।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: লি কুয়ানের তুলনা আসবে না । দেখতে হবে কোন মুসলিম লিডার টিকে ছিলেন । কামাল বাদে কেউই পারেন নাই । রিলিজিয়ন মেজর রোল play করে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
কামাল পাশা আধুনিক মানুষ ছিলেন; তিনি বুদ্ধি করে তুরস্ককে বৃটিশ ও ফ্রান্স থেকে রক্ষা করে ১টি আধুনিক দেশ গঠন করেছিলেন; মোল্লাদের সবাইকে পেনশন দিয়ে রিটায়ার করতে বাধ্য করেছিলেন। শেখ অতটুকু দক্ষ ছিলেন না।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
লি কুয়ানের তুলনা আসবে না । দেখতে হবে কোন মুসলিম লিডার টিকে ছিলেন । কামাল বাদে কেউই পারেন নাই । রিলিজিয়ন মেজর রোল play করে।। কুতুব!! ভুল। মাথাতির টিকে ছিল; ব্রুনাইয়ের সুলতান এখনো টিকে আছে। সেখানে কি ধর্মীয় মৌলবাদ নেই? তারা কেউ ই আমেরিকা কে চক্ষুশূল করে নাই; ব্যালেন্স করে চলেছে। কামাল আতাতুর্ক পেড়েছিল আমেরিকা অনুগ্রহে।
শেখের বাকশালের শুরুটা ছিল লি কুয়ানের মতোই! জেনারেশন একাওর স্বাধীনতা পরবর্তী মুজিবের ব্যর্থতাগুলো ঢাকার জন্য পাকি-মাকি, জামাত, জিয়াদের উপর দোষারোপ করছেন। দেশে তখন ধর্মীয় মৌলবাদ, জামাত ছিল না। শেখ মরেছে আমেরিকা কে শত্রু বানিয়ে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
জামাতী সব নেতা ১৯৭১ ডালের ডিসেম্বরের ১ম সপ্তাহে করাচী চলে গিয়েছিলো; বাকীরা বার্মা হয়ে পাকিস্তন গিয়েছে। ওরাই আইএসআইকে উৎসাহিত করেছে আমেরিকার সাহায্য নিয়ে শেখকে হত্যা করতে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখের অনেক ব্যর্থতা ছিলো; তবে, আপনি সঠিকভাবে ১টাও বলতে পারবেন বলে আমার মনে হয় না।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: দফাদার@গাজির সাথে আপনার যে বিষয় নিয়ে ডিবেইট সেটা নিয়ে কিছু বলছি না । বাকশাল লং টাইম সাসটেইন করতো কিনা সেটা নিয়ে আমারও ডাউট আছে। লিগের এখন যারা বুড়া নেতা তরা তখনও ভালো ছিলো বলে মনে হয় না । এরাই বাকশালের সময় চুরি চামারি করতে না পেরে শেখ মুজিব কে মেরে ফেললে শক হওয়ার কিছু ছিলো না।। একজন লোক এখন খারাপ হয়ে গেছে আগে ভালো ছিলো এমন হয় না । যার মাঝে সততা আছে সে সব কালেই ভালো।
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আওয়ামী লীগে নেতা ২ জনই ছিলো: শেখ ও তাজউদ্দিন; বাকীরা লোভী ছিলো; তবে, আগের আওয়ামী নেতারা অন্য বাংগালী বা আজকের বাংগালীদের মতো ডাকাত ছিলো না।
বাংগালীরা ডাকাতী শুরু করেছে এরশাদ, বেফগম জিয়া ও শেখ হাসিনার আমলে।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বাকশাল লং টাইম সাসটেইন করতো কিনা সেটা নিয়ে আমারও ডাউট আছে। কুতুব! সাধারণ মানুষ বাকশাল, গনতন্ত্র বুঝে না; বুঝে অর্থনৈতিক , সামাজিক পরিবর্তন। জিয়ার ক্ষমতায় গ্রহণের উপায় অবৈধ হলে ও তা রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে এসেছে। বন্যা, জলোচ্ছ্বাস, খড়া জিয়ার আমলে কম থাকায় মানুষ চাষাবাদ করে খেতে পেড়েছে, সে নতুন কর্মসংস্থান তৈরি করেছে। বিনিময়ে জনগন জিয়াকে ভালোবেসে বিএনপি কে ভোট দিয়েছে।
"বাকশাল" সমাজে পরিবর্তন নিয়ে আসতে পারলে সেটাই ই প্রতিষ্ঠিত হয়ে যেত। সিংগাপুর ওয়ান স্টেট ওয়ান পার্টি সিস্টেম ; রাষ্ট্রীয় ভাষা ইংরেজি কিন্তু তিন জাতির কারো মাতৃভাষা ইংরেজি না। 'লি' যখন এই সিস্টেম চালু করেছিল, তাঁকে ও অটোক্রেটিক রুলার ডাকা হতো। সিংগাপুরে তা কাজে দিয়েছে; জনগন মেনে নিয়েছে।
আমাদের দুর্ভাগ্য জেনারেশন একাওর মতো অথর্বদের হাতে স্বাধীন বাংলাদেশ পড়েছিল; এরা ছিল আধুনিক শিক্ষাহীন। যুদ্ধ করে স্বাধীন করেছে দৈহিক শ্রম দিয়ে; মগজ কলাকৌশল, দিকনির্দেশনা প্রশিক্ষণ সব ভারতের। এই জন্যই এদেশের শ্রমিক দৈহিক শ্রম দিয়ে প্রবাসে কামলা দেয়; শুরুটা হয়েছে এদের মাধ্যমে ।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
৬০ হাজার ছাত্র যুদ্ধ করেছে; সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের; ১৯৭১ সালে আপনি ছাত্র হলে যুদ্ধে যেতেন না।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৭
সৈয়দ কুতুব বলেছেন: শেখ মুজিবুর রহমান , শেখ হাসিনা এদের নিয়ে আলোচনা হতে পারে। কিনতু তাদের পলিটিকাল ভাবনা চিনতা আর কাজে আসবে না । শেখ মুজিবুর রহমান ফেইল করেছিলেন । শেখ হাসিনাও ফেইল করলেন। এবার আমরা দেখবো ইউনুস সাহবের কোয়ালিশন সরকার কি কাজ করে। এনসিপি-জামাত-বিএনপি আগামি দিনগুলোতে একক কিংবা কমবাইন ভাবে দেশ পরিচালনা করতে যাইতেসে। লিগের সেখানে জায়গা হবে না কারণ পরিচিত নেতা নেই ।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি রাজনীতির "র" বুঝলে, শেখ সম্পর্কে আপনার ন্যুনতম ধারণা থাকতো। শেখ ও বাংলাদেশের মানুষের প্রতি সন্মার থাকলে আপনি ব্রাদার হুডের জংগী গুরুর নামে নিক নিতেন না। মানুষের চয়েস নির্ভের করে, লব্ধ জ্ঞানের উপর
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি সবার পিছনে লেগে থাকেন কেন ?
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি চাই প্রতি ব্লগার আধুনিক জ্ঞান অর্জন করুক।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এবার আমরা দেখবো ইউনুস সাহবের কোয়ালিশন সরকার কি কাজ করে। ইউনুস এর বাবা আসলে ও আর কিছু হবে না। বৈশ্বিক উন্নয়ন আর গ্লোবালাইজেশনের ছোঁয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু করে এগিয়ে যাবে দেশ; সরকার থাকা আর না থাকা সমান।
দেশের শুরুটা খারাপ করে দিয়েছেন জেনারেশন একাওরেরা এর ধারাবাহিকতা এখনো চলমান। দৈহিক শ্রম দিয়ে দেশ স্বাধীন করেছেন ঠিকই কিন্তু স্বাধীন জাতিসত্ত্বা, শাসনতন্ত্র কায়েম করে কিভাবে উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে হয়,সেই জ্ঞান ছিল না। পাখি-মাখিদের নেংটা হয়ে সাঁতার কাটাদের বুদ্ধিতে কি আর দেশ সিংগাপুর হয়?
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৮
জেনারেশন একাত্তর বলেছেন:
বৃটেনের শাসন্তব্ত্র নেই, আমেরিকার শাসনতন্ত্র ৪ পৃষ্টা; শিক্ষিত মানুষ দেশ চালান লব্ধ জ্ঞান ও কমনসেন্স দ্বারা।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪১
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আগের আওয়ামী নেতারা অন্য বাংগালী বা আজকের বাংগালীদের মতো ডাকাত ছিলো না।
- শেখ মুজিবের আমলেও আওয়ামীলীগ চুরি / ডাকাতির সয়লাব করেছিল। বঙ্গবন্ধু নিজে এই নিয়ে আফসোস করেছেন , " আমার কম্বল কৈ " এই বাক্যতো বাংলাদেশের মানুষ আজ ভুলেনি !
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ মুজিবের সময়, দেশে চুরি করার মতো সম্পদ ছিলো না। শেখের বাজেট ছিলো ৮০০ কোটী টাকা । ২০২৪ সালে ছিলো ৮ লাখ কোটী ডলার।
শেখ বেকুব ছিলো, সেইজন্য কম্বলের কথা জনসন্মুখে বলেছে। বুদ্ধিামান হলে, গাজী গোলাম মোস্তাফাকে জেলে আটকয়ে ওর সম্পত্তিটা কেড়ে নিতে পারতো।
[native code]
}
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনি রাজনীতির "র" বুঝলে, শেখ সম্পর্কে আপনার ন্যুনতম ধারণা থাকতো। শেখ ও বাংলাদেশের মানুষের প্রতি সন্মার থাকলে আপনি ব্রাদার হুডের জংগী গুরুর নামে নিক নিতেন না। মানুষের চয়েস নির্ভের করে, লব্ধ জ্ঞানের উপর।
শেখ দের নিয়ে কিছু বললে আপনার মাথা হট। লিগ কে নিয়ে কিছু বললে আপনার মাথা হট । ।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
মাথা যদি থেকে থাকে, আপনাকে অভিনন্দন।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: কেউ সমালোচনার বাহিরে না । কোনো পলিটিকাল নেতা কে জাজ করতে হলে সে সময়ে গিয়ে ভাবনা চিনতা করে ,সিচুয়েশন বুঝে করতে হয় । সেটা যদি ফাউনডিং ফাদার রিলেটেড লোকের বিষয়ে হয়ে থাকে তাহলে আরো ডিফিকালট ।
আপনি তো দফাদার সাহেবের মাহাথিরের সাথে শেখের তুলনা যে সঠিক না সেটা বলতে পারতেন। ২৪ বছর আগে freedom পাওয়া দেশের লিডার হওয়ার আর যুদধ করে freedom পাওয়া নতুন দেশের লিডার হওয়া এক কথা না । আপনি কিনতু লি কুয়ানের সাথে তুলনায় শেখ কে নিয়ে বকেই যাইতেসিলেন। আমি ইনটারাপট করলাম ।
আমার আসলেই ফেবারিট সাইয়েদ কুতুব , মওদুদি, হাসান আল বাননা । । কি আর করা বলেন। এখন লু হাওয়া বহমান।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার বড় নেতা, বিন লাদের কথা বলছেন না কেন?
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আবার কি তাহলে ২ পাকিস্তান আগের মতোই এক হবে?
আমরা পূর্ব তারা পশ্চিম।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৭১ সালে জামাত যেভাবে পশ্চি পাকিস্তানে পালায়েছিলো, আবারো পালাবে; বাংগালীরা ভালুকের মতো, ঘুম থেকে উঠার আগে ইউনুস পালাবে।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: আপনি কি কখনো কবিতা লিখেছেন?
লিখবেন?
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
কবিতা লিখবো; আমার একজন বড় কবির দরকার যিনি সেগুলোকে দেখে দিবেন; দায়িত্বটা ব্লগার ভুয়া, সোনাবীজ ও না'হল তরকারী'কে দেবো ভাবছি।
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: তালেবান দের আমি পছন্দ করি না। তারা আমার আদর্শ সাইয়েদ কুতুব, আবুল আলা মওদুদি, জামাল আল আফগানি ও আবু শারিয়াতির বই নিষিদ্ধ করে দিয়েছে।
আইয়াম জাওয়াহিরি, লাদেন এরা সিআইএ থেকে ট্রেনিং পেয়েছে । এরা জিহাদি! আমি যাদের আদর্শ পছন্দ করি এরা তাত্ত্বিক লিডার। পলিটিক্যাল ইসলাম ও প্যান ইসলামিজমের প্রতিষ্ঠাতা।
ভালো কথা দ্বিজাতি তত্ত্বের ধারণা প্রথমে কে দিয়েছেন? সৈয়দ আহমদ খান, আল্লামা ইকবাল নাকি জিন্নাহ ? মনে আছে কিছু না ভুলে গিয়েছেন?
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গলু রাজাকারদের বিচার হবে কি?
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
গত আমেরিকান ক্যু'এর বাইপ্রোডাক্ট হিসেবে রাজাকার, জামাত-শিবির জয়ী হয়েছে; যারা জিতে তাদের বিচার হয় না।
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
সৈয়দ আহমেদ খান।
১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: Thank You মনে আছে দেখে।
২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ভালো, রাজনীতিকে সঠিকভাবে বুঝার জন্য জাতীয় ও বিশ্বের ইতিহাসের বড় বড় ঘটনাগুলো বুঝার দরকার।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
মিরোরডডল বলেছেন:
জামায়াতের পাকি প্রেম ও আফগানপ্রীতি দেখে, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
তারা দেশের নীতিনির্ধারক হতে সংসদে যাবে!!!!
মেহেদি দেয়া দাড়িওয়ালা, সুর করে করে ওয়াজ মাহফিল করা মামুনুল, আমি হামজা এরা upcoming policy maker????
এরা জামায়াতের আসনে সংসদীয় নির্বাচন করবে, এটাও দেখতে হবে কখনও ভাবিনি!!!
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
মিরোরডডল বলেছেন:
***আমির হামজা****
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: মুসলিম দেশের জনগণের সাথে ডিল করা কঠিন । তাদের খুব সাবধানে শাসন করতে হয় ।
।