নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জনম দাসী স্মরণে (নভে ২০১৫ - জান ২০১৬ )

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:২৫



ব্লগার জনম দাসী সামান্য শান্তির খোঁজে ব্লগে এসেছিলেন; শুরুতে তিনি হয়তো কিছুটা শান্তির খোঁজ পেয়েছিলেন; কিন্তু তাঁর ৩ মাসের এই ব্লগিং করুণ অপমানী ও ব্যানের মাধ্যমে শেষ হয়েছিলো। তিনি ১০১৫ সালের নভেম্বরে ব্লগে আসেন, ৪/৫টি পোষ্ট লেখার পরপরই ব্লগের ডোপামাইন লেভেল ভয়ংকর উচ্চতায় চলে যায়। সবাই বিবিধ কারণে উনাকে ভালোবাসতে শুরু করেন।

উনি সুন্দরী মহিলা ছিলেন, পড়ালেখা বেশীদুর ছিলো বলে মনে হয় না; সুন্দরী হওয়ার কারণে কোন এক মিলিটারী অফিসার উনাকে বিয়ে করেছিলো; ১ মেয়ে সন্তানের জন্মের পর, যথাসম্ভব উনার স্বামী উনাকে ত্যাগ করে অন্য কোন মেয়েকে নিয়ে কোথায়ও বাস করছিলো। জনম দাসী শ্বশুরের বাসায় ছিলো; শ্বশুর মনে হয় উনার ও বাচ্চার ভরণপোষণ চালাচ্ছিলেন অনেক কষ্টে।

জনম দাসী নিজকে অনেক বড় ধনী মহিলা হিসেবে পরিচয় দিতেন; উনার লেখায় উনার দু:খটা জ্বলজ্বল করতো; অনেকে উনার দু:খ কমানোর জন্য অনেক মায়াময় মন্তব্য করতেন।

উনি আমার মন্তব্য খুবই পছন্দ করতেন ও ব্লগে বলতেন যে, আমার সাথে উনার পরিচয় ছিলো। জনম দাসীর সাথে আমার দেখা হওয়ার কোন সম্ভাবনা ছিলো না, কখনো দেখেছি বলে মনে পড়েনি; কিন্তু তিনি দু:খ করে বলতেন যে, আমি কোন কারণে আমাদের পরিচয়কে অস্বীকার করছি। উনার জন্য আমার সহানুভুতি ছিলো।

আমার সহানুভুনি উনার জন্য কাল হলো, যারা আমাকে ঘৃণা করতো, তারা উনার পোষ্ট খারাপ মন্তব্য করে উনাকে বড় ধরণের কষ্ট দিতেন। ধর্মীয় ও শিবিরেরা উনাকে ব্লগ থেকে উৎখাতের জন্য উঠিয়া পড়িয়া লেগেছিলো; সামুটিমও ব্লগের ক্রেজিনেস বহন করতে পারছিলো না; উনাকে ব্যান করার ভয় দেখায় ও অবশেষে ব্যান করে দেয়।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ব্লগার জনম দাসী নরম মনের ছিলেন।
ব্লগে দুষ্ট লোকজন যখন ইতরামি করছিলো, মডারেটর চুপ ছিলো। আজও মডারেটরের একই অবস্থা।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:



সামুটিমে সোস্যাল মিডিয়া চালানোর মতো লোকজন কখনো ছিলো না।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: একদিন আমি হারিয়ে গেলে হয়তো আপনি আমাকে স্মরন করে এরকম একটা পোষ্ট দিবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি ভালো লেখক ও ভালো মানুষদের বুঝতে পারি।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আমি হুটহাট মরে গেলে আমার ফারাজার খোজ খবর রাখবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি এমনিতেই ফারাজার খবর রাখবো সব সময়।

আপনি মরার প্রশ্ন আসে না; তবে, আপনি গরুর মাংস একবারে কমিয়ে দেন ও দোকানে মুল খাবার খাবেন না, দোকানে নাস্তা করাও ছেড়ে দেন।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৩

সৈয়দ কুতুব বলেছেন: তিনি কি বিষয় নিয়ে লিখতেন? জাশি ব্লগাররা কেন উনাকে দেখতে পারতো না? আপনি কমেন্ট করতেন দেখে?

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



উনি উনার জীবনের কষ্টকর দিকগুলো নিয়ে লিখতেন; অফিসারেরা যে অমানুষ সেটা ছিলো বড় বিষয়।

সামুতে শিবির, মোল্লা ও ললিপুটিয়ানের সংখ্যা ৯০ ভাগ; এরা খনো মানুষ হবে না।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: এখন সবচেয়ে পপুলার লেখক মশিউর রহমান। তিনি যাই লিখেন মিনিটে ৪/৫০০ ভিউ হয়ে যায় । কমেনটস ও পান হিউজ ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



ব্লগে গার্বেজ এলে সবাই নাক সিটকায়।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ব্লগের "সিংগেল মাদ্যার" কে নিয়ে আপনার এতো আগ্রহের কারন‌ কি? আপনি‌ কি সামুর এরশাদ; দাম্পত্য জীবনে অসুখী?

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



পশ্চিমে সিংগেল মাদারদের সরকার দেখে, বাংলাদেশে সিংগেল মাদারকে সবাই হেয় করে; ব্লগের ৯০ ভাগ ব্লগার উনাকে হেয় করেছিলো; আপনি তখন ব্লগে অন্য কি একটা নিকে ছিলেন; যথাসম্ভব, ঐ ৯০ ভাগের মাঝেই ছিলেন।

সামুটিম উনাকে ব্লক করেছিলো; কারণ, তখন ব্লগটিমের পালিত লিলিপুটিয়ানরদের লেখা কেহ পড়ছিলো না। হজ্বের স্মৃতির লেখকরা পেছনের সারিতে।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্যক্তিগত জীবনে কে কেমন তা খুঁজে খুঁজে জানার প্রয়োজন নেই। লেখালেখি থেকে এমনিতে বোঝা যায়। তারপরও বেশি প্রয়োজন হলে ব্যক্তিকে খোঁজে বের করা সম্ভব। অসম্ভব বা মহামারী কঠিন কিছু না।

লেখালেখিতে জনম দাসী’র ব্লগে কি সমস্যা হয়েছিলো?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৫১

জেনারেশন একাত্তর বলেছেন:


সে মনে হয়, পারিবারিক সমস্যায় ডুবে গিয়েছিলো; মানুষের মাঝে থাকতে চেয়েছিলো; ব্লগে মানুষর চেয়ে অমানুষৃ সংখ্যা বেশী হওয়ায় বেচারী হতাশ হয়েছিলো। শেষের ১ মাস ধর্ম নিয়ে কাটায়েছে।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মির্জা ফখরুল ফাউ বিদেশ ভ্রমণের সুযোগ হাত ছাত করলেন না।
জেএফকে তে তাকে খুব অসহায় দেখাচ্ছিল।
বিদেশে না গেলেই কি উনার চলতো না?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

জেনারেশন একাত্তর বলেছেন:




সে ইডিয়ট, বেগম জিয়া উনাকে ৫ বছর অস্হায়ী সেক্রেটারী করে রেখেছিলো।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: হা হা হা .................. আপনার জনম দাসীর কথা মনে পড়ল?

হা হা হা ............ জনম দাসী

আরো একজন............ আমি জনম দাসী

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



দুষ্ট ব্লগারেরা উনাকে ব্লগিং করতে দিলো না।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:





তিনি ১০১৫ সালের নভেম্বরে ব্লগে আসেন

এটা ২০১৫ হবে।

খেলাঘর এই ব্লগারকে নিয়ে আগেও পোষ্ট দিয়েছিলো, সেখান থেকেই এই ব্লগার সম্পর্কে জেনেছিলাম।
তার কোন লেখা আমার পড়া হয়নি কিন্তু খেলাঘরের দেয়া লিংক থেকে কিছু মন্তব্য পড়েছিলাম।

যে বিষয়টা আমার ভালো লাগেনি, সেই ব্লগারের নিজের প্রতি রেস্পেক্ট নেই।
নিজেকে বড় মনে করা, সুপিরিওরিটি কমপ্লেক্স যেমন ভালো না, ঠিক সেরকম ইনফিরিওরিটি কমপ্লেক্স এটাও খারাপ।
বেশ কিছু মন্তব্যে নিজেকে অসন্মান করার একটা প্রবণতা দেখেছি।

ভালো থাকবে খেলাঘর।


২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



মহিলার লেখাপড়া তেমন ছিলো না; স্বামী উনাকে ফেলে অন্য নারীর সাথে চলে যাওয়ায় উনার মানসিক অবস্হা স্বাভাবিক ছিলো না। তবে, শিবির ও মোল্লারা উনাকে অনেক মনোকষ্ট দিয়েছে।

উণি ২০১৫ সালে এসেছিলেন? ধন্যবাদ, আমি ঠিকভাবে স্মরণ করতে পারছি না।

আপনি কেমন আছেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি সঠিক, ২০১৫ সালেই সে এসেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.