![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিক ২টিকে ব্যান করাটা কোনভাবেই ঠিক হয়নি; এগুলোকে মুক্ত করে দেয়া উচিত। সোনাগাজী নিকটা ব্যান করা হয়েছে দেশে আমেরিকান ক্যু'এর উপর লেখার কারণে। জুলাই'এর ১ম সপ্তাহ থেকে আমি আমি বলছিলাম যে, শিবিরকে আমেরিকা ভাড়া করেছে মাঠ দখলের জন্য; এবং শিবির ছাত্রদের রাস্তায় নিচ্ছে "লাশ ফেলানোর" জন্য। এই সময়, সামু থেকে আমার সাথে যোগাযোগ করে বলা হয় যে, দেশ ও জনতার "আন্দোলন" নিয়ে আমি যেন এসব না'লিখি; আমার এই ধরণের লেখা দেখে ৯০ ভাগ ব্লগার ক্ষেপে গেছে, আমার নিক রক্ষা করা সম্ভব হবে না, "জনতার আন্দোলনের বিপক্ষে" লিখলে সামুতে রাখা হবে না।
আমি দেখেছি যে, ইহা আমেরিকান ক্যু, ইহাতে ইউনুস, পাকিস্তান, জামাত-শিবির যুক্ত; আমি তাইই লিখেছি। যেহেতু ইহাই সঠিক, আমার নিকটাকে মুক্ত করে দেয়া হোক।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
শুভপুর নিকে ব্লগিং করেছি "আমার ব্লগে"। এখানেও কয়েকদিনের জন্য করেছিলাম।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার নিক ২টিকে ব্যান করাটা কোনভাবেই ঠিক হয়নি
..................................................................................
এই নিক ফেরাতে গেলে সামুতে পাল্টা বিপ্লব ঘটাতে হবে
সেই সম্ভাবনা আছে কি ?
আপনার বয়স তো জেন জি এর পর্যায়ে নাই !!!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি চাইলে "হয়তো" ব্যবস্হা নিতে পারতাম; কি হতো বলা কঠিন; কিন্তু আমি এখানে ব্লগিং করেছি দীর্ঘ সময়; তাই কিছু বলিনি।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার ব্লগিং নিয়ে সঠিক মন্তব্য খুব সম্ভব একমাত্র আমি করেছি। আর কেউ আপনার ব্লগিং নিয়ে সঠিক মন্তব্য করেনি। সঠিক মন্তব্য করা সম্ভবও না। সবাই যার যার পক্ষ নিয়ে দলাদলি করে মন্তব্য প্রতিমমন্তব্য করেছে।
রাজীব নুর আপনার পক্ষে যেই মন্তব্যগুলো করেন! পড়ে মনে হয় - বাচ্চাদের খেলনা কেনার বায়নার মতো কিচু একটা হবে।
আজ আপনি ব্লগে পুরাতন নিক ফিরে পেতে যেই পোস্ট দিয়েছেন তার বিপক্ষে আমি একটি মন্তব্য করতে চাই, যদি আপনি অনুমতি প্রদান করেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
ঠিক আছে, করেন।
রাজিবের সাথে আমি সামুর বাইরে অন্য ব্লগে ব্লগিং করেছি; সেখানেও আমার প্রতি অন্যায় করতো শিবির ও ছাত্রলীগের বানরেরা। উনার সাথে ঘনিষ্টতা সেখান থেকে।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৫৬
আলামিন১০৪ বলেছেন: আপনার এই নিকটাও ব্যানের জন্য পরিপক্ক, কথা না বার্তা নাই, ব্লগে ব্লগে গিয়ে বালছাল-গার্বেজ বলা আপনার স্বভাব, আপনার আরেক স্বাগরেদ তো আরো আরেক কাঠি উপরে, নবীকে গালাগাল ছাড়া কথা বলতে পারে না। সামনা-সামনি পাইলে বাপের নাম ভুলায়ে দিতাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:৩১
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনারা ১৯৭১ সালের পরাজিত রাজাকারদের উত্তরসুরী; আপনাদের জন্ম মানুষ মারার জন্য। আপনি কি পরিমাণ ছাত্র হত্যা করেছেন গত ২০১৪ সালের আমেরিকান ক্যু'এর সময়? আপনি তো লেখার জন্য জন্ম নেননি, আপনি যখনই লিখতে চেষ্টা করবেন, আপনার মগজ থেকে গার্বেজ বের হবে।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামহোয়্যার ব্লগ এডমিন আর ঢাকার ডাস্টবিন শফিক একই কথা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
সোস্যাল মিডিয়ায়ও অজ্ঞরা স্হান করে নিয়েছে।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
একটি বিশেষ মন্তব্য: চাঁদগাজী ও সোনাগাজী নিক ব্যান হওয়ার জন্য আমি আন্দলোন করিনি। আমি দেখেছি নিকগুলো ব্যান করার জন্য বহু ব্লগার কিভাবে আন্দলোন করেছে। আমি ব্লগের এডমিন বা মডারেটর প্যানেলের সাথে কোনোভাবে যুক্ত নই। ভুলেও যুক্ত হওয়ার চিন্তা করিনা। আমি আর দশজনের মতোই একজন। আপনার স্বাভাবিত ব্লগিং করার জন্য আমার পক্ষ হতে একটি দরখান্ত করেছিলাম।
আপনি ও আপনার বিপক্ষে যারা ব্লগিং করছে। এইগুলো ব্লগিং কিনা আমার জানা নেই। তবে এটি পরিস্কার এইগুলো খারাপ আচরণ। আপনি একা আর আপনার বিপক্ষে আস্ত এক গ্রুপ। উভয়ে অনেক নীচে নেমে গিয়েছেন। আপনারা এতোটাই নীচে নেমে গিয়েছেন যে ফিরে আসার আর ব্যবস্থা নেই। সম্ভব না। আপনারা উভয় পক্ষ প্রমাণ করেছেন আপনারা ব্লগার হিসেবেও ভালো নন। ব্যক্তি হিসেবেও ভালো মানুষ নন।
ব্যক্তিগত ভাবে যারা খুব ঝামেলায় থাকে, কষ্টে থাকে, অসুখে থাকে তারা প্রায় প্রতিদিন কোনো না কোনো ঝগড়া বিবাদ কলহ দেন দরবার করে। করতেই থাকে। কারণ এটি তাদের জীবনের অংশ। জীবন থেকে এইগুলো আর বাদ দিতে পারবে না।
*** দেশে যখন আসবেন আমাকে জানাবেন। ঢাকা বিমান বন্দরে আপনার স্পেশাল প্রটোকল পাওনা আছে। আর আপনার সাথে ঘুড্ডি উড়াবো, দেখি আপনি কতো রিল সুতা ছেড়ে দিতে পারেন। ঘুড্ডি আবার ফিরিয়ে আনতে পারেন কিনা। তাছাড়া দিঘীতে মাছ ধরবো। দর্শক থাকবে রাজীব নুর, শূন্য সারমর্ম, ডার্কম্যান, মোহাম্মদ গোফরান - তাঁরা আমাদের মেহমান, তাঁদের জন্য আপনি আমি মিলে মেজবানী আয়োজন করবো।
ভালো থাকুন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬
জেনারেশন একাত্তর বলেছেন:
২০২৪ সালে সর্বশেষ আমেরিকান ক্যু' যখন শুরু হয়েছে আমেরিকা, পাকিস্তান, জামাত-শিবিরের দ্বারা উহা কেহ টের পায়নি; আমি উহা নিয়ে ক্যু'এর ১ম দিন থেকে লিখেছি।
আমাদের ব্লগারেরা পড়ালেখা করেনি, তাই তারা কবিতা লিখলে উহা গার্বেজ হয়, বই লিখলে উহা গার্বেজ হয়, অর্থনীতি ও রাজনীতি নিয়ে লিখলে উহা গার্বেজ ছাড়া কিছু হয় না, তার উপর লিখছি।
বর্তমান বিশ্বের বিবিধ জাতি কিভাবে চলছে, তাদের সমাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও সুখে থাকার কারণগুলো ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি সব সময়।
সাথে সাথে আমাদের জাতি কেন ক্রমাগতভাবে পেছনে পড়ছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের জা্তি বাকী মুসলিম জাতিগুলোর মতো শিক্ষা, সায়েন্স ও টেকনোলোজীতে কেন পেছনে পড়ছে, আমাদের মানুষের মানুষের সততা, ব্যক্তিত্ব, দক্ষতা ও শিক্ষর অভাবের কথা বলেছি। আমাদের জাতি কিভাবে আমেরিকা, পকিস্তান, জামত-শিবির ও অশিক্ষিত ধর্মীয় মানুষদের হস্তক্ষেপে ধ্ংস হয়েছে, তা নিয়ে লিখেছি।
আমাদের ছাত্ররা পড়ালেখা করেননি, প্রশ্নফাঁস করে অমানুষে পরিণত হয়েছে, সেটা নিয়ে আলাপ করেছি। আমাদের সেনাবাহিনী কিভাবে আমেরিকার কাছে বিক্রয় হয়ে আমাদের জাতীয় নেতদের হত্যা করে আমাদের স্বাধীনতাকে মুছে দিয়েছে সেটা নিয়ে লিখেছি।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লিখেছেন? তারা কি আসল মুক্তিযোদ্ধাদের জন্য যে সমস্যা তৈরি করেছে সেটা নিয়েই লিখেছেন? মুক্তিযোদ্ধা কোটায় এতদিন দেশের প্রায় সব আসল মুক্তিযোদ্ধাদের পরিবারের কর্মসংস্থান পেত, সেটা নিয়েই লিখেছেন? ভুয়াদের কারণে পায়নি। প্রতিবছর ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েই চলেছে, সেটা নিয়ে লিখেছেন? যারা কোটা ব্যবহার করে চাকরি পেয়েছে, সেখানে আসল মুক্তিযোদ্ধা ও তাদের স্বজন এবং সাধারণ যোগ্য প্রার্থী চাকরি পেত, সেই সমস্যা নিয়েই লিখেছেন? আসল মুক্তিযোদ্ধাদের উচিত ছিল ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া। কখনও আসল মুক্তিযোদ্ধারা চেষ্টা করেছেন কোটার আসল সুবিধাভোগী কারা, সেটা জানার?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
না, ভুয়াডের বিপক্ষে লিখিনি; ভুয়া সৃষ্টি করেছিলো শুরুতে আওয়ামীরা, পরে জিয়া ও ক্যা: ওলি। আমার ব্লগে আসেনি কোনদিন। ব্লগে অনেক ভুয়া দাবী করতো যে, তারা মুক্তিযো্দ্ধা; ওদের লেখার ১ লাইন পড়লে বুঝা যেতো যে, ওরা ভুয়া।
আমি শুধু বলেছি যে জুল ভার্ণ ভুয়া।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫১
সৈয়দ কুতুব বলেছেন: ২০২৪ সালে সর্বশেষ আমেরিকান ক্যু' যখন শুরু হয়েছে আমেরিকা, পাকিস্তান, জামাত-শিবিরের দ্বারা উহা কেহ টের পায়নি; আমি উহা নিয়ে ক্যু'এর ১ম দিন থেকে লিখেছি ............
আপনার শেষ রিপ্লাইটা পড়লে মনে হয়, বাংলাদেশে যত সমস্যা ছিলো , সবটাই ছাত্রদের দায়! তারা নিজেরাই প্রশ্নফাঁস করেছে, রাশিয়াকে ডলারে পেমেন্ট করেছে, নিজেদের মধ্যে মারামারি করেছে, আর ছাত্রলীগ -পুলিশ বাসায় বসে ছিল। ৫৬% কোটা বাড়ানো ঠিকই ছিলো । শেখ হাসিনার সিদ্ধান্ত সঠিক ছিলো । ‘ইউনিভার্সাল পেনশন’-এর মাধ্যমে জনগণের টাকার নতুন লুটপাটের আইডিয়া বের করেছে, সেটা পুরোপুরি সঠিক।
স্বাধীনতার পক্ষের শক্তি এসে কোনো একদিন শেখ হাসিনাকে সরাবে। তার জন্য মানুষ অনন্তকাল অপেক্ষা করবে। সরাতে পারলে ভালো, না পারলে যেমন আছে তেমনি চলুক। আপনার তো গায়ে কিছু লাগছে না। ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি "ফারমার" নিকে ২০১২ সালের মে মাসে পদ্মাসেতুর দুর্নীতির লোকদের হাসিনা সাপোর্ট করার পর থেকে হাসিনার বিপক্ষে লেখা শুরু করি আওয়ামী ব্লগ "আমার ব্লগে"। ২০১৪ সালে আমাযকে আমার ব্লগ থেকে বের করে দেয়
২০১৪ সাল থেকে সামুতে হাসিনার বিপক্ষে আমি সঠিকভাবে লিখেৈ।
২০২৪ সালে আমি দেখেছি আমেরিকান ক্যু হচ্ছে খারাপ সময়ে; ইহার ফলে জাতি হারায়ে যাবে; তখন পাকিস্তান, জামাত-শিবির ও ইউনুসের ফাকড-আপ "বিপ্লব"এর বিপক্ষে লিখছি।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৯
সৈয়দ কুতুব বলেছেন: গড় বাঙালির কি বুদধি কম ভারত-পাকিদের থেকে ?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৭
জেনারেশন একাত্তর বলেছেন:
গড় বাংগালীর জ্ঞান ভারতীয়দের কত পেছনে, ইহা কল্পনা করা কঠিন। ভারতীয়রা বিশ্বের সব বড় কর্পরেশন চালাচ্ছে, সব টেকনিলোজীতে আছে, সব ব্যবসায় আছে। তাদের বই আমি কলেজ থেকে পড়ছি।
বাংগালী ও পাকাীরা সমমানের প্রতারক।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। কিন্তু কমনসেন্স বলে যেটা আছে সেটার তুলনা করলে? গান্ধী, শেখ ও জিন্নাহ কার কমন সেন্স ভালো ছিলো?
আমার এখন মনে হয় আমাদের বুদ্ধি কম। সহজ জিনিস কে জটিল করে ফেলি। তবে আকাম কুকামে বুদ্ধি বেশি। মহাখালীর রাওয়ক ক্লাবে ইউনুস স্যারের লেকচার শুনেছিলাম। তিনি বলেছিলেন মালয়শিয়া তে নাকি বাংলাদেশি লোক পছন্দ করে। যে কোনো মেশিন নাকি আমরা মেকানিকের জন্য অপেক্ষা না করে নিজেরাই ঠিক করে ফেলি। ভারতীয় ও পাকিস্তান এর লোকেরা সেটা করে না।
এই কথা আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫৪
জেনারেশন একাত্তর বলেছেন:
জিন্নাহের যদি কান্ডজ্ঞান থাকতো, চলমান ইংরেজী ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করতে গেলো কেন?
শেখ যদি বুদ্ধিমান হতো, যুদ্ধ চলাকালীন সময়ের প্রাইম মিনিষ্টারকে বাদ দিয়ে নিজে প্রাইম মিনিষ্টার হতো না।
বিশ্ব গান্ধীকে চেনে, মনে রাখেছে।
ইউনুস প্রতারক।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন:
ইউনুস নোবেল পেয়ে আমেরিকা এলো, ১টা হলে বক্তব্য রাখতে এলো; আমি ও আমর স্ত্রী বক্তব্য শুনতে গেলাম ২০০ ডলারের টিকিট কিনে। ১৫ মিনিট শুনে আমরা বেরিয়ে যাই; সে নাকি ১ ঘন্টা ৩৫ মিনিট বক্তৃতা দিয়েছিলো।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: হ্যা নিক ফিরিয়ে দিতে হবে। এবং ক্ষমা চাইতে হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুটিমের লোকজন আমেরিকার সোস্যাল মিডিয়ায় চাকুরী পেতো না; ওদের বিচার হওয়ার দরকার।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০২
সৈয়দ কুতুব বলেছেন: শুভপুর নিকে কোথা্য় blogging করেছেন ? আমার বড়ো খালার শশুরবাড়ি ; বেশ ডাকাতি হতো শুভপুরে ।