নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

ভারত বাংলাদেশ আক্রমণ করবে না, বাংগালীরা সেভেন-সিস্টার দখল করবে না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০৬



ভারত বাংলাদেশ আক্রমণ করবে না, বাংগালীরা সেভেন-সিস্টার দখল করবে না; কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা ৭০ ভাগের বেশী।

২০২৪'এর পর থেকে ব্লগের ফিল্ড মার্শালরা লিখে যাচ্ছে যে, ভারত বাংলাদেশ আক্রমণ করবে; এরা গর্দভ, ভারত নিজের সমস্যা সমাধানে ব্যস্ত, বাংলাদেশ নিয়ে ওদের কোন উৎকন্ঠা নেই। সেভেন সিষ্টার দখলের সকল প্ল্যান আছে আছে আমাদের ব্লগার মহাজাতকের কাছে; উনার সেনাপতিদের মাঝে আছেন নতুন নকিব ও মেঠোপথ। গর্দভরা ৩য় শ্রেনির বাংগালী হয়েও যুদ্ধ যুদ্ধ করে বেড়াচ্ছে!

ইউনুস বাংলাদেশে মিলিটারীর কেহ নয়; সে পাকিস্তানের মিলিটারীর দরকারী বন্ধু; ইউনুস পাকিস্তানের সাহায্য নিয়ে, নিজে বেসামরিক গর্দভ হয়েও ক্যু করাতে সমর্থ হয়েছে। ইহার ফলাফল হবে ভয়ংকর; ইউনুসের প্রাণ যাবে শিবিরের হাতে ও বাংলাদেশে গৃহযুদ্ধ হবে।

জিয়া ক্যু করে জাতির স্বাধীনতাকে পদদলিত করছিলো, আমাদেরকেে পাকী সংস্কৃতিতে ফিরায়ে নিয়েছিলো; তাকে শাস্তি দিয়েছিলো মুক্তিযোদ্ধা অফিসারেরা। জিয়ার ক্যু'এর সময় মাঠ দখলে ব্যবহার করা হয়েছিলো জাসদকে; সময়ের সাথে জিয়া জাসদকে ভাগাড়ে নিক্ষেপ করেছিলো।

কিন্তু ইউনুসের ক্যু'টা এমন সময়ে ঘটেছে, যেই সময়ে বিশ্ব ভয়ংকরভাবে বিভক্ত ও বিশৃংখল; এই অবস্হায় বাংলাদেশে কেহ শৃংখলা ফিরায়ে আনতে পারবে না।

ইউনুস মাঠ দখলের জন্য শিবিরকে ব্যবহার করেছে, শিবির তাকে হত্যা না করে ছাড়বে না; কারণ, এক সময় শিবির ও ইউনুসের মাঝে সমস্যা দেখা দিবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছ থেকে শুনে শুনে লিখছে । ৭৫ আর ২৪ মিক্স কইরা ককটেল বানিয়ে ফাটিয়ে দিয়েছে । বিএনপি কিডা কোন দল পলিটিক্স করবে কি করবে না সেটা ডিসাইড করার ?

কেউ কেউ পাওয়ারের যাওয়ার আগে সেটিং করতে চায় লাইফটাইম থেকে যাওয়ার । তাই পিআর চায় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭

জেনারেশন একাত্তর বলেছেন:



বিএনপি ও জামাত-শিবির গণতন্ত্রে বিশ্বাস করে না; বাংগালী জাতি ও আওয়ামী লীগ মুর্খ, এরা গণতন্ত্র বুঝে না; ফলে, পিআর, মিআর কোনভাবে সাহায্য করবে না।

এবারের এই বিশৃংখলা থেকে জাতি বের হতে পারবে না; গৃহযুদ্ধই একমাত্র পথ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১

এ পথের পথিক বলেছেন: আমি যতদূর জানি আম্লিকের টপ লেভেলের নেতৃত্ব এবং এবং জনশক্তি এখন ভড়তে, আম্লিক এখন সে দেশে রাজনৈতিকভাবে একত্রিত । এখন আম্লিকের মতে যেহেতু শুধু তারাই দেশপ্রেমী তাই এবং তারাই যুদ্ধ করেছে আর তারাই দেশ রক্ষার কাজ করে তাহলে আম্লিক এখন ইন্টারন্যাশনালি রাজনীতি করছে প্রত্যক্ষভাবে তাহলে তারাই সেভেন সিস্টার দখন করে বাংলাদেশের অন্তর্ভুক্ত করবে । B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আজকের বাংগালীরা হচ্ছে বেদুইনদের চাকর, আয়ের একমাত্র পথ উটের পরিচর্যা করা। ফলে, সেভেন সিস্টারের সমস্যা নিয়ে ভাবার সময় পাচ্ছে। যেদিন শেখ হাসিনা ভারত গেছে, সেদিন থেকে কিছু ইডিয়ট চীৎকার দিচ্ছে, ভারত বাংলাদেশে আক্রমণ করবে।

বাাংলাদেশে সময়ের সাথে গৃহযুদ্ধ হবে; শিবির ও পাকীরা জাতিকে শান্তিতে থাকতে দিবে না।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৮

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: বিএনপি ও জামাত-শিবির গণতন্ত্রে বিশ্বাস করে না

- ঠিক ! বাংলাদেশে একমাত্র গণতন্ত্রে বিশ্বাসী দল হচ্ছে "আওয়ামীলীগ " এবং সেটা তারা গত ১৫/১৬ বছর প্রতিমুহূর্তে আমাদেরকে দেখিয়েছে ! বাংলাদেশে একমাত্র "স্বাধীনতার স্বপক্ষের " দল হচ্ছে সেই আওয়ামীলীগ ,বাদ বাকি সব সব দেশদ্রোহী !

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



জামাত-ইসলামী ছাত্র সংঘ ( শিবির, রাজাকার ) ও মুসলিম লীগ ( পরে বিএনপি ), এরা দেশদ্রোহী; এতে আপনার ভিন্ন মত থাকলে আমার বলার কিছু নেই। এরা লাখ লাখ হত্যা করেছে ১৯৭১ সালে।

আও্য়ামী লীগের লোকজন গণতন্ত্র বুঝার মতো শিক্ষি্ত ছিলো না ও চুরি করে; তবে, ওরাই স্বাধীনতার পক্ষে ছিলো।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব ফেনীর মাস্টারপাড়ায় হাজারি বাড়ির লোকের কাজকর্ম নেই। যাদের নিজাম হাজারি চাকরি দিয়েছেন তাদের নামে মামলা হয়েছে। সাসপেনশনে আছে। আহা, কী দিনই না এলো। জানেন, নিজাম হাজারি ঈদের সময় তার আশপাশের বাড়িতে পাঁচ কেজি করে গরুর মাংস দিতেন। কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিন, আহা আহা। =p~

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



সেই বাড়ীর লোকজন আসলে মাফিয়া ছিলো; ওরা ভয়ংকর মানুষ ছিলো। যা করেছে, সবকিছুর সাথে অপরাধ যুক্ত ছিলো।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: [

জিয়া ক্যু করে জাতির স্বাধীনতাকে পদদলিত করছিলো, আমাদেরকেে পাকী সংস্কৃতিতে ফিরায়ে নিয়েছিলো; তাকে শাস্তি দিয়েছিলো মুক্তিযোদ্ধা অফিসারেরা। শেখ বাকশালের এর মাধ্যমে স্বাধীনতা ফিরাইয়া আনার পর তার বংশ "হুয়াইট ওয়াস" করে পুরস্কৃত করেছিল মুক্তিযুদ্ধের কোন অফিসারেরা?

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:



একমাত্র জেনারেল শফিুউল্লাহ ও ১ জন কর্ণেল ( কর্ণেল জামিল ) ব্যতিত সব মিলিটারী অফিসারক আমেরিকা ২ পেনি দিয়ে কিনে নিয়েছিলো।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১৫ই আগস্টের হত্যাকান্ড যদি না ঘটতো তাহলে আসলে দেশের ইতিহাস ঠিক কেমন হতো বলে আপনি মনে করেন?
জিয়াকে হয়তো রাষ্ট্রদূত করা হতো।

অবশ্য ২০২৫ সালে বঙ্গবন্ধু হয়তো প্রকৃতির স্বাভাবিক নিয়মেই চলে যেতেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



দেশ কমপক্ষে পোল্যান্ড বা হাংগেরীর মতো হতো; সব মুক্তিযোদ্ধা অফিসারদের ( ৬৭/৬৮ জন ) বড় বড় কর্পোরেশনের চেয়ারম্যান করার দরকার ছিলো।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ নিয়ে ভারত চিন্তিত নয়।
এক হিসেবে ভারত আমাদের গোনায় না ধরলেও চলবে।
বরং আমাদের ভারত ছাড়া গতি নাই। লেখাপড়া, আমদানি এবং অন্যান্য সহযোগিতায়।

এখনও দেশে ভারতীয় পণ্যের নিরব হাহাকার চলছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



ভারত এখন আমেরিকা নিয়ে ব্যস্ত, এমন কি চীনের ব্যাপারেও ওরা নীরব; বালছাল নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ যে আছে উহা ভারতের ডিপ্লমেট ও ব্যুরোক্রেটরা ভুলেই গেছে।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৫

কামাল১৮ বলেছেন: জামাতের আমির বলছে, তাদের কর্মিরা ভারত আক্রমনের জন্য প্রস্তুত।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: জামাতের আমির বলছে, তাদের কর্মিরা ভারত আক্রমনের জন্য প্রস্তুত।

ভারত মুতে দিলে জামাতের কর্মীরা ভেসে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.