নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

কামাল পাশাকে শ্রদ্ধা করেন, সেই রকম কয়েকজন বাংগালী দরকার!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬



মুসলিম এলাকায় ৪ জন জ্ঞানী মানুষ জন্ম নিয়েছিলেন, তাঁদের মাঝে কামাল পাশা ছিলেন অদম্য সামরিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। তিনি রাজতন্ত্রের যুগের মানুষ, যিনি বিশ্বের সবচেয়ে বড় রাজতন্ত্রে জেনারেলের চাকুরী করে, ১ম বিশ্ব যুদ্ধে পরাজিত হয়েছিলেন; এরপর, তিনি পরাজিত তুর্কীদের জন্য একটি স্বাধীন শক্তিশালী প্রজাতন্ত্র গঠন করেছিলেন ।

আমরাও পরাজিত: আমরা পরাজিত হয়েছি পাকিস্তান, আমেরিকা, আমাদের সেনাবাহিনী, ইউনুস ও জামাত শিবির ও মোল্লাদের কাছে। ইহা থেকে বের হওয়ার জন্য আমাদের দরকার কিছু মানুষের, যারা কামালকে শ্রদ্ধা করেন। বাংগালী জিনে কামাল পাশা নেই, কিন্তু কামালের জীবনকে বুঝতে পারলে, আমরা আমেরিকা, পাকিস্তান, সেনাবাহিনী, ইউনুস, জামাত-শিবিরের জল্লাদদের ও মোল্লাদের থামাতে পারবো।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০২

আবেদি১২৩ বলেছেন: ধইঞ্ছা চোদা , আবারো কপি পেস্ট পোস্ট , নিজের মাথায় কি কিছু নাই নাকি। চোদনা কিছু পড়াশুনা কর , তোর কথা বার্তা ঢাকলে আমার মনে হয় , তুই হলি ...... . শুনতে চাইলে পোস্ট এর রিপ্লাই দে। ধইঞ্ছা চোদা

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:



কোন মা পংগু সন্তান জন্ম দিলে উহা শিবিরে, লস্করে তৈয়বা কিংবা জোশ-ই-মোহাম্মদে পরিণত হয়।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৬

আবেদি১২৩ বলেছেন: দেখলে*

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:



যেই পথে নিজামী, মুজাহিদ ও মীর কাশেম আলী গেছে, আপনিও সেই পথে যাবেন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি লি কুয়ান, মাহাথির এদের না চেয়ে কেন কামাল কে চান?


আমি আবার সাইয়েদ কুতুবের বড়ো ফ্যান। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



লি কুয়ান জ্ঞানী ছিলেন, উনার দেশের লোকেরা চোর ও মাফিয়া ছিলো; লি বৃটিশ থেকে স্বাধীনতা পেয়ে মালয়েশিয়ার ইউনিয়নে যোগ দের ১৯৬৩ সালে; মালয়েশিয়া উনাকে ও উনাদের দেশকে বের করে দিয়েছিলো ১৯৬৫ সাল। মাহাথির বিপক্ষ দলের লোকজনকে হত্যা করেছিলো।

আমরা ইসলামের দাস; আমরা পংগু মোল্লাদের খড়গের নীচে আছি। আমাদের শত্রু হচ্ছে জংী মোল্লা, পাকিস্তান, সেনা বাহিনী ও ইউনুস; ইহা কমপ্লরেক্স অবস্হা।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: বাকি তিনজন মুসলিম জ্ঞানী কিডা?

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:



১) ওমর খাইয়াম ২) রুমি ৩) শেরে বাংলা।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: ইবনে সিনা, ইবনে রুশদ, জাবির ইবনে হাইয়ান এরা কি অমুসলিম ছিলো? ইবনে রুশদ কে ইউরোপ পরয্ন্ত সম্মান করতো ! ওমর খাইয়াম, রুমি এদের কাছে পাত্তা পাবে?

শেরে বাংলা পিউর পলিটিশিয়ান ছিলেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি যাদের কথা লিখেছেন, এদের জ্ঞান আজকের বিশ্বের জন্য প্রয়োজ্য নয়; খাইয়াম পারশিকদের অংকে জ্ঞান দিয়েছিলেন, যা আজকেও প্রয়োজ্য; শেরে বাংলার অবদানে আমরা বাংগালীদের জন্য ১টি দেশ পেয়েছি; রুমী ততকালীন সময়ের সমাজকে তুলে ধরেছিলেন, যা আজকের বিশ্ব পড়ছে।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ইবনে রুশদ , ইবনে সিনা আজকে মুসলিম দেশগুলোর জননো খুবই important । ইমাম গাজজালির কারনে আজকে মুসলিম দুনিয়া লজিকাল থিংকিং করতে পারে না। ইবনে সিনা , ইবনে রুশদের পথ যদি ফলো করতো মুসলিমরা আজকে সাইয়েদ কুতুবের জনমো হতো না । =p~ । ইটস ওকে যে আপনি এসব বিষয় নিয়ে তেমন ওয়াকিবহাল না। আমার থিওলজি খুব ভালো লাগতো । তাই উনাদের নিয়ে পড়েছি। মুসলিম দুনিয়ার কথা বলেছেন তো তাই বললাম।


আপনি খাইয়ামের লাইনের লোক সেটা আমরা জানি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



থিওলোজী, এসট্রোলোজী, ধর্মূয় বই, এসব কমজ্ঞানীদের ভাবনাচিন্তা; যে সময় এসবের উদ্ভব ঘটেছে, সেই সময়ের মানুষের কোন বিষয় সম্পর্কে সঠিক ধারণা ছিলো না।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ওমর খাইয়াম এর মতো আরো আছেন : মুসা আল-খোয়ারিজমি , জাবির ইবনে হাইয়ান , ইবনে আল-হায়থাম, আল-বিরুনি, আল-জাহিজ, ইবনে নাফিস ও রহমতুল্লাহ আল-রাযি ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:



এসব মানুষ রাজ দরবার ইত্যাদির পন্ডিত ছিলো; কোন ইউনিভার্সিট ও সায়েন্টিফিক গ্রুপের কেহ নন।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১

কৃষ্ণের মুরলী বলেছেন: কামাল পাশা ওনার জাতিকে ঐক্যবদ্ধ রাখতে নেতৃত্ব দিয়েছিলেন। তবে মুসলমান হিসাবে ভালো ছিলেন না। আসলে মুনাফেক ছিলেন। কিন্তু ওনার জাতিকে উনি উন্নত করার পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটা রাস্তার নাম কামাল আতাতুরকের নামে রেখেছেন। রাস্তার নাম ওনার নামে না রেখে জাতি গড়ার ক্ষেত্রে কামালের কিছু আইডিয়া যদি কাজে লাগাতেন তাহলে ঐ ধরণের ল্যাজেগোবরে অবস্থা ওনার হত না। আমাদের দেশের কামাল পাশা ছিলেন জিয়াউর রহমান।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



উনি সঠিক ছিলেন, আপনি সঠিক নন; আপনি বেকুব হওয়ায়, উনাকে মুনাফিক বলছেন।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: কৃষ্ণের মুরলী@জিয়াউর রহমান মুনাফিক ছিলেন ঘুরিয়ে পেচিয়ে এটা বলতে চাইছেন ? =p~

আধুনিক turkeyর জাতির পিতার সাথে জিয়াউর রহমানের তুলনা করেছেন । আপনার comment পড়ে আমি শিহরিত ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:১১

জেনারেশন একাত্তর বলেছেন:



মুরলী ইত্যাদি, এগুলো ব্লগার নন, এগুলো পংগু ভাবনার ইসলামিক স্কলার।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশে কেমাল আতাতুর্ককে পছন্দ করার মতো লোক এখন আর নেই।
আগেও কি ছিল?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:১১

জেনারেশন একাত্তর বলেছেন:




বাংগালীরা বেদুইনদের সাগরেদ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

আবেদি১২৩ বলেছেন: লেখক বলেছেন: যেই পথে নিজামী, মুজাহিদ ও মীর কাশেম আলী গেছে, আপনিও সেই পথে যাবেন।

তাহার সবচেয়ে ভদ্রতম উত্তর
আর সেই সন্তান জন্ম নেয়ার পর , কোনো মেয়ে আসিয়া , তাহার কাপড় খুলিয়া দিয়া যদি বলে আমাকে লাগাও , তারপর সেই মেয়ে আবার আরেকজন এর কাছে যেয়ে আবারো কাপড় কুলিয়া বলে আমাকে লাগাও। এত মানুষ এর বীর্য ভিতরে নিয়ে , শেষ পযন্ত মাগি পাড়ায় আশ্রয় নিয়ে , গার্বেজ যে সন্তান জন্ম নিয়ে , ভুয়া মুক্তিযোদ্ধা স্টাইলে নিজেকে জেনারেশন একাত্তর বলিয়া পরিচয় দিয়া , গার্বেজ গার্বেজ বলিয়া চিৎকার করিয়া গলা ফাটাইয়া, আবারো মানুষের চোদন সহ্য না করিতে পারিয়া , আবোল তাবোল বলে নিজেকে জারজ সন্তানের পাশাপাশি "ধইঞ্ছা চোদা" বলিয়া প্রমান করে সেই হচ্ছে আমাদের প্রিয় ভুয়া জেনারেশন একাত্তর। যাকে আমরা সবাই তেল ছাড়াই চুদিতে পছন্দ করি।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি জাতির পংগু সন্তান; মনে হয়, নিজামীর পথে যাবেন।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

আবেদি১২৩ বলেছেন: হাহাহাহা ,, ধইঞ্ছা চোদা , তোরে কই কি, তুই কস কি। জারজ ধইঞ্ছা চোদা ,, যা ফোট চোদনা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি নিজামীর সাগরেদ, ওস্তাদের পথে রওয়ানা দিবেন সময় মতো।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: খেয়াল করে দেখবেন, আপনি কোনো পোষ্ট দিলেই- সৈয়দ কুতুব এসে আপনাকে অন্য প্রসঙ্গে নিয়ে যায়। এটা সে ইচ্ছা করেই করে। তার উদ্দেশ্য ভালো না।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর@আমি গাজি সাহবের সাথে যে সব আলাপ করি সেগুলোকে ওনেকেই পড়ে। এটা ডায়ালেকটিকাল সিসটেম বলতে পারেন। Socrates এভাবেই মানুষের সাথে আলাপ করতেন । ।



১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: রাজিব নুর@আমি গাজি সাহবের সাথে যে সব আলাপ করি সেগুলোকে ওনেকেই পড়ে। এটা ডায়ালেকটিকাল সিসটেম বলতে পারেন। Socrates এভাবেই মানুষের সাথে আলাপ করতেন । ।

হ্যা আপনার কথা সঠিক।
কিন্তু এ কারনেই বারবার তাকে ব্যান করা হয়েছে। বলা হয়েছে উনি ব্যাক্তি আক্রমন করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.