নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

অনেক মুসলিম জাতির ক্ষমতা দখল করেছে জাতির পংগু সন্তানেরা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭



তালেবান, হুতি, হেজবুল্লাহ, সুদানের ২ বাহিনী, জামাত-শিবির, হামাস, এরা মুসলিম দেশগুলোর ক্ষমতা দখল করেছে; এদের নাম শুনলেই আপনার মনে প্রশ্ন আসবে যে, এসব জাতি কি করে চলছে? এসব জাতির মানুষ নীচু মানের জীবন যাপন করছে।

হামাসের সময় ইউরোপের শক্তিশালী দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, ইহা কি হামাসের সফলতা? না, ই্উরোপ ও কানাডার মানুষ সরকারের উপর চাপ দিচ্ছে যে, ইসরায়েলের গণহত্যা থামানোর চেষ্টা করতে হবে, না'হয় আগামী নির্বাচনে অন্য দলকে ভোট দিবে এসব জাতি; এসব দেশের মানুষ আমেরিকা ও নেতানিয়াহুর উপর ক্ষেপেছে; তারা চায়, ফিলিস্তিনের নারী শিশু বেঁচে থাকুক কিন্তু ওরা হামাসের বিপক্ষে আছে।

তালেবান থেকে দেশ কেড়ে নিয়েছিলো আমেরিকা, শেষে আমেরিকানদের চাপে আমেরিকান সরকার আবারো তালেবানের হাতে দেশ ছেড়ে দিয়ে চলে গেছে। একমাত্র পাকিস্তান ও বাংলাদেশের বড় অংশ মানুষ বলছে যে, আফগানিস্তানে তালেবানরা জয় করাতে ইসলামের বিজয় হয়েছে। ইহা ভুল ধারণা, ইসলামী জীবনধারায় সামন্তবাদেও মানুষ ভালো করেনি, আজকের বিশ্বে মানুষকে এই ধরণের নীচু মানুষের জীবন যাপন করা উচিত নয়।

বাংলাদেশ এই মহুর্তে আফগানদের লেভেলে আছে, সামনের নির্বাচনের পর, দেশে বাঁচার লড়াই শুরু হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

আবেদি১২৩ বলেছেন: আবারো কপি পেস্ট গার্বেজ পোস্ট, বুঝছি তোরে তেল ছাড়া উপত্তা কইরা ................

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি জল্লাদ রাজকার নিজামী ও মুজাহিদের অনুসারী; আপনার ঠিকানা নিজামীর ঠিকানা হবে।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

সৈয়দ কুতুব বলেছেন: যে সব দেশের নাম করছেন বেশিরভাগ গুলোতে শেখ হাসিনার মতো মানুষ পাওয়ারে ছিলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি ভুল করছেন, ফিলিস্তিন চালাচ্ছিলো মুক্তিযোদ্ধা ইয়াসির আরাফাত, যখন হামাস গাজা দখল করে। ইয়াসির আরাফাত বিশ্বের মানুষের সাপোর্ট পেয়েছিলো। লেবানন ও সিরিয়া ছিলো মুসলিম দেশগুলোর মাঝে সবচেয়ে স্হিতিশীল দেশ।

আন্দাজী কথা বলে নিজের ওজন কমাবেন না।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি মাঝে মাঝে বলেন হামাস নিধন করতে গিয়ে ইসরায়েল আশেপাশের দেশের মানুষকে হামাস বানিয়ে ফেলেছে । বাংলাদেশের সাথে কোথাও মিল পান ? :-B




২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



হামাসেরা আরব জংগী, ওরা ইহুদীদের ধ্বংস করতে ফিলিস্তিনকে মুছে ফেলেছে কিন্তু সংখ্যায় বেড়েছে জ্যামিতিক হারে; বাংগালী মোল্লারা ও জামাত-শিবির মগজহীন পাকী ও ইসলামী জংগী; আমাদেরগুলো নিয়ে বিশ্ব শংকিত নয়; ইহুদীদের কারণে হামাসদের নিয়ে পশ্চিম শংকি্ত!

পাকিস্তান থেকে লোকজন এসেছে জামাত-শিবিরকে ট্রানিং দিতে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার আজকে জনম দিন; বলে ৭৯ তম জনম দিন ? বয়স বাড়ে না কেনো ? আমি ভেবেছি ৮০ পার হয়ে গেছে । :-B

শেখ হাসিনার আসল appraisal হবে উনার মারা যাওয়ার পর । এই দেশের নিয়ম এটাই । যদি বস্তুকেন্দ্রিক উন্নয়ন না করে শিক্ষায় বিলিয়ন ডলার বিনিয়োগ করা হতো, তাহলে মানুষের maturity level পরিবর্তিত হতো। মূল্যায়ন (assessment) জিনিসটার বাংলাদেশে বড় অভাব। এই যে জাফর ইকবাল, কায়কোবাদ - উনারা যে নতুন পদ্ধতি চালু করেছিলেন, সেটার সবচেয়ে বড় বড় দুর্বলতা ছিল এই মূল্যায়নের অভাব। শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল সব প্রশ্ন ফাঁস করে। শিক্ষার্থীরা মাসে মাসে বড় অঙ্কের ফি দিয়েও quality education পায়নি। যারা গরিব, তারা গেছে মাদ্রাসায়। ১৭ বছর ধরে বসে থেকে শুধু এই জিনিসটা ঠিক করলেই বাংলাদেশ বদলে যেত। যেখানে লুটপাট করা যায়, সেখানেই হাত দিয়েছেন । প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বহুতল ভবন করে দিয়েছেন, কিন্তু শিক্ষক নিয়োগ দিয়েছেন সব প্রশ্ন ফাঁসকারীদের। বছরের প্রথমে বই দেওয়াটা একটা ভালো কাজ ছিল, কিন্তু সেই বই অসৎ লোকজন বাইরে বিক্রি করে দিত।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা সুযোগ পেয়েছিলেন; উার আত্মবিশ্বাস থাকলে পুরো সময়টা কামালের মতো দেশ চালা্তে পারতেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:১৮

জেনারেশন একাত্তর বলেছেন:



আগামী ৫ বছরের মাঝেই অনেক প্রাইমারী স্কুলে ছাত্র থাকবে না।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: জামাত শিবির মনে হয় ক্ষমতায় এসে যাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আসুক, ওরা এলে গৃহযুদ্ধ হবে। যে জিতে দেশ সেইদিকে যাবে।

আজকের বিশ্বে সব মুসলিম জাতি সুদান, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান ও লেবাননের মতো হয়ে যাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আমার ধারণা, আমেরিকান দুতাবাস ও বাংলাদেশ মিলিটারী এই রিস্কে যাবে না।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০২

সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর@জামাত শিবির ক্ষমতায় আসলে কি সমস্যা?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি ট্রেনিং নিয়ে ফেলুন কুতুব সাহেবের লোকজন বাংলাদেশে আছে। আধুনিক ট্রেইনার হচ্ছে পাকী লস্করের তৈয়বা, ইহা পাকি মিলিটারীর অধীনে কাজ করছে ভারত ও বাংলাদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.