| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
বাংলাদেশের বর্তমান অবস্হা, ভোট, আগামী সরকার, ইত্যাদি নিয়ে ভারত কি কি পদক্ষেপ নিচ্ছে? শুধুমাত্র অবজার্ভেশন, এর বাইরে কোন তৎপারতা নেই; কারণ, ভারত জানে যে,  বাংলাদেশে যা হচ্ছে এগুলো আমেরিকান ক্যু'এর ফসল এবং ইহা নতুন কিছু নয়। এখানে বড় মাতব্বরের লোকেরা খিঁচুড়ি রান্না করে "বিপ্লব"  উপহার দিয়েছে; বাংগালীরা উহা নিয়ে উৎসব করুক। ভারত ইহা দেখে আসছে ১৯৫৮ সাল থেকে।
ভারতের মাথা ব্যথা ছিলো সোস্যালিষ্ট চীন ও মিলিটারীর দেশ পাকিস্তান নিয়ে। এখন চীন জাতীয়তাবাদী ক্যাপিটেলিষ্ট দেশ, পাকিস্তান ফেইলড-দেশ। ভারতের সমস্যা কেম এসেছে।
বাংলাদেশ ভারতের কে হয়ে থাকে? মুল ব্যবসা্যিক পার্টনার, কাশ্মীরের দাবীদার, নাকি পশ্চিম বাংলার সাথে এক হয়ে আলাদা দেশ গঠনে উৎসাহী প্রতিবেশী? কোনটাই নয়; অসম ব্যবসায়িক পার্টনার, যাদের ক্রয় ক্ষমতা কম, খাবার ও কিছু ইন্ডাষ্ট্রয়েল প্রোডাক্টস কিনে, যা ভারতের রপ্তানীতে ১ ফোঁটা জলের মতো।  ভারত দেখছে, শুধু ভারতকে দোষারোপ করে বাংলাদেশে রাজনৈতিক দল ভোটে জয়ী হতে পারে; ইহা ভারতের জন্য কষ্টকর পরিস্হিতি; কেহ এই ধরণের অপদার্থ বন্ধু চাহে না।
 
০৩ রা অক্টোবর, ২০২৫  বিকাল ৪:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন: 
ভারত পড়ালেখায় আমেরিকাকে টেক্কা দিচ্ছে।  ভারতের গ্রেজুয়েট আমেরিকান গ্রেজুয়েট থেকে সহজে চাকুরী পায় আমেরিকায়।
২| 
০৩ রা অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৪১
সৈয়দ কুতুব বলেছেন: কিনতু সততা কার বেশি ? আমেরিকান নাকি ভারতিয় দের ?
 
০৩ রা অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমেরিকানদের।
আমাদের জাতীয় প্রোফাইলে "সততা" বলে কোন শব্দ নেই।
৩| 
০৩ রা অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু সততা দিয়ে বিশ্ব শাসন করা যায না ।
................................................................
চাই শ্রেষ্ঠ মেধা, কৌশল, জ্ঞান বিজ্ঞান যা,
অসুরের বুদ্বি আটকে দিয়ে শাসন কায়েম করতে পারে ।
 
০৩ রা অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:২৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
অবশ্যই, অনেক গুণের মাঝে  সততা ১টি দরকারী শর্ত ও গুণ মাত্র।
৪| 
০৩ রা অক্টোবর, ২০২৫  রাত ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: গড়ে আমেরিকান একজন banker কতো টাকা ইনকাম করে মাসে নিউইয়রকের মতো জায়গায় ? কত ডলার এবং টাকা দুইটাই বলেন। 
আপনাদের গড়ে কেমন খরচ লাগে মাসে ? ডলার এবং টাকায় বলেন।
 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  রাত ১:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
ব্যাংকের অফিসারেরা ৬/৭ বছর চাকুরীর পর গড়ে আয় করে $৯৫ হাজার ডলার বছরে; টাকায় ১ কোটী ১৬ লাখ।
 
০৪ ঠা অক্টোবর, ২০২৫  রাত ১:৫৭
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমি ও আমার স্ত্রী মাসে গড়ে $২,৪০০/ ডলারে  চলি; টাকায় ২ লাখ ৯০ হাজার।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২৫  বিকাল ৪:০৮
সৈয়দ কুতুব বলেছেন: কোনো জাতি ভালো করতে হলে সে জাতির নেতাকে দুইটি কাজ করতে হবে । ১- আললাহর ইবাদাত, ২- শিরক থেকে দুরে থাকতে হবে - ইমাম সাহেব । পাকিসতানে আললাহর ইবাদাত হয় বেশি আর ভারতে শিরক হয় বেশি(ইসলাম মতে) ।