নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন একাত্তর

জেনারেশন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

জাতি ২য় স্বাধীনতা পেয়েছে, নাকি জংগীবাদের প্রসার ঘটেছে।

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৭



দেশের মানুষের চেহারা, পোশাক, ভাষা, আচরণ, শিক্ষা, সংস্কৃতি ক্রমেই বেদুইন সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে!

আমাদের জন্য আমাদের তরুণরা বিপ্লব করেছে ও আমাদেরকে ২য় স্বাধীনতা এনে দিয়েছে; আর নিজেরা ১৯৭১ সালের পর, এবার ১ম খোলাখুলিভাবে জংগীবাদ চালু করার সুযোগ করে নিয়েছে?

আমি তো বিপ্লব ও ২য় স্বাধীনতা দেখছি না, আমি দেখছি জংগী বাংগালীরা আমেরিকার ভাড়া খেটে, জংগীবাদের লাইসেন্স নিয়েছে দুতাবাস থেকে। স্বাধীনতার নামে "মব" সৃষ্টি কারা করেছে? মব কি স্বাধীনতার প্রাপ্তি, নাকি জংগীবাদের সম্প্রসারণ?

শেখের বাড়ী কারা পোড়ায়েছে, জনতা? না, জনতারা ইহা পোড়ায়নি, ইহা পোড়ায়েছে ১৯৭১ সালের রাজাকারদের উত্তরসুরীরা; এরা এই কাজ করার সুযোগ খুঁজছিলো ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরের পরদিন থেকেই।

আমাদের যেসব রাজনৈতিক দল পশ্চিমের খাতায় জংগী দল হিসেবে স্হান পেয়েছে, তারা আমাদের জাতীকে দখলে নিয়েছে ও জাতীকে তাদের তত্ব শিখাচ্ছে!

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১২:৫১

আরোগ্য বলেছেন: কি অবস্থা আজকাল, কেমন আছেন?


বাংলাদেশের নির্বাচনের হাল হাকিকত কি? আদৌ হবে নাকি স্বান্তনামূলক ঘোষণা কেবল

০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি।

নির্বাচন হবে; কারণ, দুতাবাস যা করেছে ট্রাম্প এসব পছন্দ করবে না। তাই, তাড়াতাড়ি নির্বাচন করে সরকার গঠন করে ট্রাম্পকে দেখাবে, সব ঠিক আছে। ভোটে কাকে আনবে, সেটা ঠিক করবে আমাদের মিলিটারী।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১:২২

আরোগ্য বলেছেন: আপনার কি মনে হয় কে আসবে?

০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ৩:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আমেরিকা জানে জামাত ও বিএনপি ২ দলই মৌলবাদী ও জংগী দল; তবে, সেনাবাহিনী বিএনপিকে আনবে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪১

এ পথের পথিক বলেছেন: নির্বাচন করছেন না কেন ?

০৪ ঠা অক্টোবর, ২০২৫ সকাল ৯:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



সেনাবাহিনীর লিষ্টে আমার নাম নেই; ভোটের রেজাল্ট দিবে সেনাবাহিনী ও আমেরিকান দুতাবাস মিলে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ২৪০০ ডলারে খুব হিসাবে মাস চালান । সাশ্রয়ের জন্য Brooklyn এর আউটার part এ শেয়ার বাসায় থাকেন small studio apartment বাসায় মেবি । আপনাদের মেডিসিন কি সরকারি ভাবে পান নাকি কিনতে হয় ?

বাসা শেয়ার করে থাকতে কমফোরটেবল লাগে ? :(

০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২১

জেনারেশন একাত্তর বলেছেন:




আমরা এপার্রটমেন্টে থাকি।

ডাক্তার ও ঔষধ কমদামে পেয়ে থাকি; এগুলোর জন্য আমাদের ইন্স্যুরেন্ছ আছে; ইন্সুরেন্চ'এর জন্য মাসিকভাবে পে করি।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



সৈয়দ কুতুব সাহেব ব্লগে অন্য যে কাউকে এই প্রশ্ন করলে তেড়ে আসবেন ব্যক্তিগত প্রশ্ন করার কারণে। গাজী সাহেবের প্রবাসে নিজস্ব ভাঙাচোঙ্গা বাড়ি আছে। আর লক্কর ঝক্কর গাড়িও আছে। দেশে অঢেল সম্পত্তি দান করেছেন। স্কুলের নামে যেই জমি দান করেছেন তাঁর বর্তমান বাজার দর কোটি ছাড়িয়ে যাবার কথা।


০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:



বাড়ী নয়, কেনা এপার্টমেন্ট; সেটাতে বড় ছেলে পরিবারসহ থাকে।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবিতে গাজী সাহেবের বাড়ির রুমের অবস্থা।

বাসা শেয়ার করে থাকতে কমফোরটেবল লাগে? - গাজী সাহেব শেয়ার বাসায় থাকেন না। তিনি থাকেন ক্যাপসুলে। এক রুমে কমপক্ষে ১০/১২ টি ক্যাপসুল আছে। এই ক্যাপসুলের প্রতিটি ১-২ জন করে থাকেন।

০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি তো আসলে গোয়েন্দা মানুষ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৫

সৈয়দ কুতুব বলেছেন: ঠাকুরমাহমুদ@আসলেই গাজি সাহেবের পারসোনাল বিষয় জানতে চাওয়া উচিত হয় নি । সরি ।

০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:




অসুবিধা নেই।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ঠাকুরমাহমুদ@আপনাকে ধন্যবাদ। ভালো লাগলো জেনে যে তিনি আরামদায়ক জীবনযাপন করছেন। গাজী সাহেবের দীর্ঘায়ু কামনা করি। আসলে আমি আমেরিকান জীবনধারা সম্পর্কে জানতে চেয়েছিলাম। গাজী সাহেবের সঙ্গে আমার বেশি কথা হয়, তাই তাকেই জিজ্ঞাসা করেছিলাম।

০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



চিন্তিত হবেন না, ইহা সাধারণ ব্যাপার।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২১

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব, আমার চতুর্থ নম্বর মন্তব্যটা কেটে দিন। আমি একটা হাস্যকর প্রশ্ন করে আপনাকে বিব্রত করেছি। আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার এবং পিএইচডি ধারী হিসেবে উচ্চমানের জীবনযাপন করছেন। এটা আমারই জ্ঞানের ঘাটতি যে আমি এমন বোকা প্রশ্ন করেছি।

০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আমার ভালো দক্ষতা ছিলো, কিন্তু আমি জীবনের অল্প সময় চাকুরী করতে পেরেছি; ফলে, বেশী ভালো করিনি।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি প্রায়ই একটি কথা বলে থাকেন। প্রফেশনের কথা লিখতে সমস্যা কোথায়? আমি আমার প্রফেশনের কথা লিখি, আমি প্রফেশনেই আছি, আমার অবসর নেই।

০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



সাহিত্যিক ও লেখকদের প্রফেশান না'জানলে পড়তে ভালো লাগে না।

ম্যানেজম্টে পিএইচডি যদি "অলৌকিক কুরান ও বিস্ময়কর হাদিস" নামে বই লেখে, তখন ভাবতে হয়, এই লোক আসলে কি করে!

দেশের প্রাক্তন ডিপ্লোমেট যদি "আল্লাহের নেয়ামত নিয়ে" কবিতা লেখেন কিন্তু আমেরিকান ক্যু নিয়ে চুপ মেরে বসে থাকে উহার লেখা দিয়ে কি হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.