| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়াহিয়া যদি বুঝতে পারতো যে, বাংগালী হত্যা করে অসহযোগ আন্দোলন ঠেকানো যাবে না, সে ১৯৭১ সালের ২৫শে মার্চ পুর্ব পাকিস্তানে হত্যাকান্ড চালাতো না, ইহার রাজনৈতিক সমাধান খুঁজতো। আন্দোলন থামাতে পারেনি, পাকিস্তান ভেংগে গেছে।
জিয়া যদি সঠিকভাবে ভাবতে পারতো যে, ১৯৭৫ সালের ক্যু'এর জন্য তার প্রাণ যাবে একদিন, যথাসম্ভব, সে ক্যু' করতো না; ক্যু' করলেও ঠিক আইয়ুবের ফরমুলায় দেশের প্রেসিডেন্ট হতো না।
এরশাদ প্রাণে বেঁচে গেছে মিলিটারীকে পুরোপুরি অসৎ বানিয়ে, ব্যুরোক্রেটদের ও সরকারী চাকুরেদের অসৎ বানিয়ে।
শেখকে হত্যার পর, মানুষ বুঝতে পারেনি যে, দেশ কোনদিকে রওয়ানা দিয়েছে; আওয়ামী লীগের বড় অংশ জানতো না যে, শেখ হত্যায় পাকিস্তান ও আমেরিকা জড়িত। ফলে, শেখ হাসিনার পতনকে ঠেকানো সম্ভব হয়নি।
২০২৪ সালের ক্যু'তে আমেরিকা থেকে বেশী উৎসাহী ছিলো ইউনুস, পাকিস্তান ও জামাত-শিবির; কিন্তু আমেরিকা তাদের উপর ভরসা করেনি; আমেরিকা সেনাবাহিনীকে কাজে লাগায়ে ক্যু করেছে।
এই ক্যু'এর বাই-প্রোডাক্ট হিসেবে আমাদের তরুণ জল্লাদেরা আমাদেরকে বিপ্লব ও ২য় স্বাধীনতা উপহার দিয়েছে। এখন আপনারা কি দেখছেন, দেশ কোনদিকে রওয়ানা দিয়েছে? আগে জামাত-শিবির ও বিএনপি'র নাম ছিলো জংগীর খা্তায়, এখন পুরো জাতির নাম জংগীর খাতায় চলে গেছে।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
জেনারেশন একাত্তর বলেছেন:
ইউনুস নিজের বিজনেস সিক্রেট আল্লাহ'কেও জানতে দেয়নি; সে সর্বালের সেরা প্রতারক: সে দরিদ্র বাংগালীর নামে কেঁদে কয়েক বিলিয়ন আয় করেছে এবং বিশ্বের ১ম মানুষ যিনি বেসামরিক হয়েও বাংলাদেশে আমেরিকান ক্যু করাতে পেরেছে।
২|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১০:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে যত বড় বাটপার
সে তত বড়লোক, ও ক্ষমতা শালী
এ কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে ।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১০:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংগালী জাতির ৬০/৭০ ভাগ প্রতারক।
তবে, ইউনুস সারা বিশ্বের সাথে প্রতারণা করে দরিদ্র বাংগালীদের নামে কেঁদে,
৩|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১০:১৫
সৈয়দ কুতুব বলেছেন: বর্তমান স্কেলের মূল বেতন, নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে। যদি দিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেসিক হবে ১ লাখ ৫৬ হাজার (১ম গ্রেড) এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬ হাজার ৫০০ টাকা। এই স্কেলে বিসিএসসহ ৯ম গ্রেডে দিয়েই যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার টাকা দিয়ে; যা বর্তমানে ২২ হাজার টাকা। বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা করা হচ্ছে।
গত বছর রাজস্ব ৭৯০০০ কোটি টাকা ঘাটতি। বাজেটের আকার এবার বেশ ছোটো ! ইকোনমি তো আসমানে নিয়ে গেছেন ইউনুস স্যার। শেখ হাসিনা পারলেন না৷
। আগামীর সরকার সরকারি আমলাদের ব্যয় টানতে টানতে মেয়াদ শেষ। করাপশন করে কমে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর তেমন মেগা প্রজেক্ট হবে না।
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশ চালায় ব্যুরোক্রেটরা, ওরা জানে বানর কিভাবে কলা ভাগ করে। দেশ চালানোর মতো মানুষ বাংলাদেশে নেই।
৪|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গত বছর ২০২৬ সালে আমি লালমাটিয়ায় থাকতাম। জুলাই মাসে তখন কোটার আন্দোলন চলছে আমার ছেলে তখন ডেঙ্গুতে আক্রান্ত হয়।
রক্ত পরীক্ষার জন্য বাসার কাছের সিটি হসপিতালে গিয়ে দেখি যেখানে স্যাম্পল নেয় সেখানে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। একটা কসাই ধরনের ছেলে সেই আড্ডার মধ্যেই বিরক্তিসহকারে স্যাম্পল নিল। যেটা আমার পছন্দ হয়নি।
পরের পরীক্ষার সময় আমি সিদ্ধান্ত নিলাম ধানমন্ডির ইবনে সিনায় যাবো। সেখানে তো ২৫% ছাড় থাকে। সেই ছাড়ে হয়তো আামর যাতায়াতের ৮০ টাকা রিক্সা ভাড়া হয়ে যাবে।
সেখানে গিয়ে দেখি বাজার বসে গেছে। শতখানেক লোক রক্ত পরীক্ষা করাতে এসেছে। সার্ভিসের গতি শ্লথ।
আমি কাউন্টারে টাকা পে করতে গেলাম।
সেই সময় যে যার মত ইচ্ছে মতো ডেঙ্গু রক্ত পরীক্ষার টাকা নিত। কোথাও ২০০০ টাকা নেবার কথাও সংবাদে এসেছিল। তাই সরকার একটি পরিমাণ উল্লেখ করে আদেশ জারি করে।
আমি বললাম- আপনারা ডিসকাউন্ট কত দেন?
তিনি বললেন- ডেঙ্গুর রক্ত পরীক্ষায় কোন ডিসকাউন্ট দিই না।
আমি বললাম- কেন? কারণ কী?
তিনি বললেন - সরকার যেটা নির্ধারণ করে দিয়েছেন আমার সেটােই নিব। এই কারণে কোন ডিসকাউন্ট দিব না।
আমি বললাম- সরকার তো বলেছে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণের চেয়ে বেশী টাকা নেয়া যাবে না। কোন ডিসকাউন্ট দেয়া যাবে না এটা তো সরকার বলেনি।
তিনি বললেন- আমরা কোন ডিসকাউন্ট দিব না।
লসের মধ্যে আমার সময় গেল। আর সাথে গেল ৮০ টাকা রিক্সা ভাড়া।
০৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:২৬
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংলাদেশে মানুষ বলতে কিছু নেই। ব্লগে নতুন সাহিত্যিক এসেছে, উহা আমাকে বলেছে তার পোষ্ট না'যেতে। কি পায়খানা সাহিত্যক!
৫|
০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে নোবেলজয়ী অর্থনীতিবিদ কেন বলা হয়?
উনি তো অর্থনীতিতে কোন নোবেল পুরস্কার পাননি।
শান্তির নোবেল সব সময়ই প্রশ্নবিদ্ধ।
আপনার ব্যাখ্যা জানতে চাই।
০৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:৩২
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংগালীর ভাষার গলদে উনি শান্তির যায়গায় "অর্থনীতিতে নোবেলজয়ী"। সে ভয়ংকর প্রতারক!
৬|
০৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে চুপি চুপি একটি কথা বলি।
২০০৬ সালে নোবেলে পুরস্কার পাবার পর অন্যান্য অনেকের মতো আমিও খুশী হয়েছিলাম এই কারণে যে বাংলাদেশে কোন নোবলে বিজয়ী নেই। এমননি আমি উনার সাথে একটি ছবি তুলতে সক্ষম হয়েছিলাম। সেই ছবি তোলাও ছিল বিরাট কঠিন কাজ। আমি দরিদ্র মানুষ। আমার কোন ক্যামেরা ছিল না। একজনকে অনুরোধ করে তার ক্যামরা দিয়ে ছবি তুলেছিলাম।
আমি উনার সাথে পরিচিত হয়েছিলাম এই বলে যে- স্যার, আমি বিজ্ঞান গণশিক্ষা কেন্দ্রে কাজ করতাম।
তিনি ছিলেন বিগশিকে-র সভাপতি। এর নির্বাহী পলিচালক ছিলেন উনার ভাই ঢাবির শিক্ষা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইব্রাহিম।
০৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আমি উনাকে জানতাম ১৯৭৮ সাল থেকে; কিন্তু সামনসামনি কথা হয়নি। ২০০০ সালে আমেরিকায় ২ দিন একই হোটেে থাকার পর, আমার মনে হয়েছিলো যে, উনি যা বলেন, আসলে ব্যাপার অন্য কিছু।
নোবেল পাবার পর উনি নিউইয়র্কে আসেন, উনার বক্তব্য শোনার জন্য ২০০ টাকায় ২টা টিকিট করলাম; ২০ মিনিট বক্তব্য শুনে আমি ও আমার স্ত্রী অডিটোরিয়াম ত্যাগ করি; উনার কথায় সঠিক কিছু ছিলো না।
৭|
০৫ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৪৯
কামাল১৮ বলেছেন: পাকিস্তানের জন্মেই ভুল ছিলো।এমন পিকুলিয়ার রাষ্ট্র পৃথিবীত্ দ্বিতীয়টি ছিলো না।শুধু মুসলিম জাতিয়তা বাদের কারনে দুই হাজার মাইল দুরত্বের দুটি ভুখন্ড একটা রাষ্ট্র হতে পারে না।
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:১৬
জেনারেশন একাত্তর বলেছেন:
পশ্চিম পাকিস্তানই পাকিস্তান হওয়ার কথা ছিলো; পুর্ব বাংলা মুসলিম সংখ্যা গরিষ্ঠ হওয়ায় ইহা ফরমুলায় পড়েছিলো; কিন্তু শেরে বাংলা জোর না'দিলে জিন্নাহ ইহা নিয়ে মাথা ঘামাতো না।
৮|
০৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮
নূর আলম হিরণ বলেছেন: দেশের অর্থনীতি ও ইমেজ সমান ভাবে খারাপের দিকে যাচ্ছে। ইউনুসকে ধূর্ত ও টাউট বলাতে একবার আপনি আমার উপরে ক্ষেপেছিলেন।
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৫
জেনারেশন একাত্তর বলেছেন:
স্যরি, কোর্টগুলো উনার কেইসগুলো সঠিক মতো দেখছিলো না বলে, কিছু সময় আমি উনার নাগরিক অধিকারের পক্ষে ছিলাম। সেই লোক যে তলে তলে পাকিস্তানকে সাথে নিয়ে আমারিকা দ্বারা ক্যু করাতে পারে, ইহা আমার ধারণায়ও ছিলো না।
৯|
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিশেষ দ্রষ্টব্য: আপনি প্লিজ কোরআর অবমাননা পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিষয়টি সমগ্র দেশের জন্য বড় সমস্যা হতে যাচ্ছে।
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
ঠিক আছে, ধন্যবাদ।
১০|
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিশেষ দ্রষ্টব্য: আপনি প্লিজ কোরআর অবমাননা পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিষয়টি সমগ্র দেশের জন্য বড় সমস্যা হতে যাচ্ছে।
খুব চিন্তার কথা।
দেশের মানুষ যেমন অন্ধ সেটা রাজবাড়ির ঘটনায় দেখেছি।
০৬ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
মানুষ বিরাট আশানিয়ে স্বাধীনতা এনেছিলো; শুরুতে শেখ ও তাজউদ্দিনের বেকুবী মানুষকে হতাশ করেছিলো; সেটাকে পুজি করে, ইডিয়ট জিয়া আজকের এই পথে নিয়ে এসেছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: দেশ আগে সিংগাপুরের দিকে রওনা দিয়েছিলো এখন সেটা ইউরোপ মুখি । ইউনুস সাহেবের ভালো গুণ আপনার চোখে পড়ে না ।