| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
বিবিধ ব্লগে ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় আমি কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি দেখছি, পড়ছি; যারা বই আকারে সাহিত্য প্রকাশ করেছেন,  তাদেরকে অভিনন্দনও জানিয়েছি; কিন্তু লেখায়, আচরণে, প্রজ্ঞায় ২/৪ জনকে সাহিত্যিক বলে মনে হয়ছে, বাকীদের লেখা সাহিত্য কর্ম নয়। 
স্কুল কলেজের সাহিত্যে পড়ানোর সময় লেখকের  জীবনী নিয়ে আলোচনা হয়, তাঁদের দক্ষতা, জীবন-দর্শন, ভাবনাচিন্তা, আচরণ, নিয়ে কথা হয়ে থাকে! এগুলো কেন দরকারী?
ছন্দ মিলালে কবিতা, পদ্য, কাব্য হয়ে যায় না; কবিতায় মানুষের জীবনকথা, সমাজের  চিত্র থাকে; কবিরা মানুষের ভাবনাকে ভাষা দেন। একই কথা সাহিত্যের অন্য বিভাগগুলোর জন্যও প্রয়োজ্য।  জ্ঞানী মানুষেরা  সাহিত্য সৃষ্টি করেন; দুষ্টদের লেখা বিষাক্ত।
দুনিয়ার অপরাধী , অসৎ, ব্যক্তিত্বহীন,  খারাপ আচরণের লোকেরাও লেখাতে দক্ষ হ্তে পারে; কিন্তু সেগুলো পড়লে লেখকের আচরণ বেরিয়ে আসে; খারাপ গুণগুলো লেখায় বেরিয়ে আসে লেখকের অজান্তে; ধুতরা ফুলও ফুল।
 
০৫ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৫১
জেনারেশন একাত্তর বলেছেন: 
আমি ভারতীয়  চ্যানেল দেখি না, আমি ইসরায়েলী ও ইউরোপিয়ান লোক্যাল, আমেরিকান লোক্যাল, বিবিসি, সিএনবিসি ও দেখি; আগে সিএনএন দেখতাম, এখন কম দেখি। আমেরিকার বিবিধ রাজনৈতিক ইনষ্টিটিউটগুলোর প্রোগরাম দেখি। আলজাজিরা দেখি না।
২| 
০৫ ই অক্টোবর, ২০২৫  রাত ১০:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ধুতরা ফুলও ফুল। - এই প্রবাদটি আমার স্বর্গবাসী দাদীজান বলতেন। আমার জীবনের পরম সৌভাগ্য, আমার দাদীজান আমার পেশা জীবন দেখে যেতে পেরেছেন। 
 
০৫ ই অক্টোবর, ২০২৫  রাত ১০:৩২
জেনারেশন একাত্তর বলেছেন: 
ঘনিষ্টজনেরা চান যে, আপনজন ভালো প্রফেশানে ভালো করুক।
৩| 
০৫ ই অক্টোবর, ২০২৫  রাত ১০:৪১
সৈয়দ কুতুব বলেছেন: লেখক রাজিব নুর  কি হয়েছে ? উনার লেখা ১ম পাতায় বেশি সময় থাকে না । আবার আজকে দেখলাম চাকুরি নিয়ে কিসব লিখেছে । আরেকদিন উনার লেখা ওনলি ৬ বার পঠিত হয়েছে ।  
 ।
 
০৫ ই অক্টোবর, ২০২৫  রাত ১১:২৪
জেনারেশন একাত্তর বলেছেন: 
উনি শেখ হাসিনার সময়টাকে  ভালো ছিলো বলাতে উনার পাঠক কমেছে কিছুটা।
৪| 
০৬ ই অক্টোবর, ২০২৫  রাত ৩:৩৪
কামাল১৮ বলেছেন: যারা মানবিক মানুষ না,মানুষকে যারা ভালোবাসেনা তাদের লেখা আর যাই হোক সাতিত্য হয় না।
 
০৬ ই অক্টোবর, ২০২৫  রাত ৩:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন: 
সোস্যাল মিডিয়ার   অনেক ক্রিমিনাল চরি্ত্রের লোকজন পদ্য গদ্য লিখে বিপুল পরিমাণ গার্বেজ সৃষ্টি করছে।
৫| 
০৮ ই অক্টোবর, ২০২৫  সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: আমাদের একজন খাটি সাহিত্যিক ছিলেন হুমায়ূন আহমেদ। 
উনার নিজের উপর ভরসা ছিলো। লেখালেখির জন্য উনি চাকরি (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ছেড়ে দেন। পুরোদমে লেখালেখিতে নামেন। এবং সফল হোণ।  
এরকম বাংলাদেশে আর কেউ করতে সাহস পায়নি। 
এখন যারা লেখালেখি করছেন, তারা চাকরি করছেন। কারণ তারা জানে শুধু মাত্র লেখালেখি করে সংসার চলবে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৫  বিকাল ৫:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি world news and politics এর সংবাদ বুঝতে কোনো কোন টিভি চেনেল দেখেন ? আল জাজিরা কেমন লাগে ? সাউথ এশিয়ার পলিটিক্স বুঝতে কি ইনডিয়ান চেনেল দেখেন ?