| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মাত্র ৭টি জংগী গোষ্ঠীর নাম উল্লেখ করেছি, আসলে এদের সংখ্যা ৭০টি'র বেশী। এরা বিশ্বে আল্লাহের রাজনীতি চালু করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইউরোপ, জাপান, কানাডা, আমেরিকার রাজনৈতিক দলগুলো মানুষের তৈরি আইনকানুনের প্রয়োগে নিজ নিজ দেশের মানুষকে সুখী জীবন দেয়ার চেষ্টা করছে!
আজকের বিশ্বে, আপনি কি বাংলাদেশে থাকতে চান, আফগানিস্তানে চলে যেতে চান, নাকি পশ্চিমের কোন দেশে চলে যেতে চান? আমাদের জাতি ভালো থাকার জন্য ১৯৭১ সালের যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলো; কিন্তু সুখী হতে পারেনি। ১৯৭১ সালে, জামাত-শিবির যুদ্ধ করেছিলো আমাদের জাতিকে সুখী করতে পবিত্র ভুমি পাকিস্তানে রেখে। এবার তারা আবার সুযোগ পেয়েছে; আপনি কি রকম মনে করেন? এখানে থাকবেন, নাকি সুযোগ পেলে পশ্চিমে চলে যাবেন?
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
শুরুটা ইয়েমেন থেকে করলে ভালো হয়; আবাবিল পাখীর ফেলা পাথরগুলো এখনো রাস্তার উপরে আছে।
২|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমানে সুন্দর শান্তি বলে পৃথিবীর কোথাও নেই ।
........................................................................................
দৈনন্দিন কাজে অতিষ্ঠ হয়ে ভাবি , থাকবনা এই দেশে ,
ছেলে বা মেয়ে যেখানে থাকে, চলে যাই কিন্ত এক দুই মাস পর
আবার দেশের টানে চলে আসি ।
তবে এখন মানুষের অধিকার ও সামাজিক নিরাপত্তা ভেঙ্গে পড়ায়
মনে হয় আমার অন্য বন্ধুদের মতো বিদেশে থেকে গেলেই পারতাম ।
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০৩
জেনারেশন একাত্তর বলেছেন:
মানব সভ্যতার এমন এক সময়ে ও ভালো ভুমিতে জন্মেছেন বলে, সব দেখার সুযোগ পেয়েছেন! বিদেশে নিজকে প্রবাসী মনে হয়; তাই নিজ দেশে বানরের সাথে বাঁচতে হয়।
৩|
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
হযরত পিনাকি সামহোয়্যারইন ব্লগে ব্লগিং করেছে, আপনি জানেন?
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
না, আমি জানি না।
৪|
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৩
আঁধারের যুবরাজ বলেছেন: আমার শিকড় ছিঁড়ে গিয়েছে বহু বছর আগেই ,একেবারে আর ফেরা হবে না দেশে।
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
বিবিধ কারণে এসে অনেক সময় মানুষ আঁটকে যায়; তবে, বাংগালীরা এখন দেশ ছাড়তে পারলেই বাঁচে অবস্হা।
৫|
০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: হাদি নামের এক ডোডো, ঢাকা- ৮ আসনে নির্বাচনী প্রচারনা শুরু করেছে।
৮ আসন হচ্ছে মির্জা আব্বাসের।
০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
জেনারেশন একাত্তর বলেছেন:
ওরা মারামারি করে ও টাকা পয়সা দিতে রাজত্ব কিনবে।
৬|
১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ঘরে ঘরে এখন আল্লাহ র সৈনিক । নারী সৈনিক আরো বেশী।
জনাব রাজিব নূরের বাসায় খোজ নিলেও আধা ডজন এমন সৈনিক পাওয়া যাবে।
কেবল রাজিব নুর সাহেব হয়তো সৈনিক ফৈনিক হতে চান না।
সবাই এখন জান্নাতে যেতে চায়।
কি নারী কি পুরুষ । কি জোয়ান। কি বুড়ো। কি শিশু । কি যুবক।
সবাই এখন জান্নাত আর হুরের লোভে মেতে আছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আমার ইরান , ইরাক , সিরিয়া , লেবানন, আফগানিসতান ঘুরতে যাওয়ার ইছছা আছে । শিরিন এবাদির সাথে কথা বলার ইছছা আছে । তিনি মনে হয় আমেরিকায় থাকেন এখন । টারকি , লিবিয়াতে যাওয়ার ইছছা আছে । পাকিসতান-আফগানিসতানের রিফিউজি শেলটারের মেয়েদের সাথে কথা বলার বড়ই শখ যারা তালেবান শাসন থেকে পালিয়ে গিয়েছে ।
। পাকিসতান ও যাবো ভাবছি ।
।